স্বপ্না রেজা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আবারও উত্তাল। ছাত্ররাজনীতি প্রসঙ্গে বাদ-প্রতিবাদে শুধু বুয়েট প্রাঙ্গণই নয়, গোটা দেশ, পত্রপত্রিকা, স্যাটেলাইট চ্যানেল, সোশ্যাল মিডিয়া মুখর। বুয়েটে ছাত্ররাজনীতির পক্ষে-বিপক্ষে বহু যুক্তিতর্ক কয়েক দিন ধরে চলছে। চার বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আবরারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার তীব্র দাবিতে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল বুয়েট কর্তৃপক্ষ। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এই হত্যাকাণ্ড যতটা না মুখ্য হয়ে উঠেছিল, তার চেয়ে বেশি আতঙ্ক ছিল নিজেদের ও নিজেদের সন্তানদের নিরাপত্তার বিষয়টি নিয়ে। শুধু এ ঘটনা নয়, বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠন দ্বারা যে ধরনের অমানবিক, নৃশংস ও বিশৃঙ্খলাজনিত ঘটনা ঘটেছে এবং ঘটছে অহরহ, তা দেখে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ছাত্ররাজনীতির প্রতি তাঁদের আগ্রহ, উৎসাহ হারিয়েছেন। উপরন্তু, কোনো কোনো ছাত্রসংগঠন তাদের কাছে রীতিমতো ভয়াবহ আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুব অযৌক্তিক নয় ব্যাপারটা। যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে, যদি ছাত্রসংগঠনগুলোর ভালো ও মন্দ কাজের তালিকা তৈরি করে তা বিশ্লেষণ করা যায়। স্পষ্ট হয়ে উঠবে আতঙ্কের পেছনের কারণগুলো।
অনেকেই ভেবে থাকেন যে, বুয়েটে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন। আবার অনেকের এমনও ধারণা আছে, যে দেশে উচ্চতর বিদ্যাপীঠে ভর্তি এবং সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে অনিয়ম ও জালিয়াতি ধরা পড়ে এবং তা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়, প্রশ্নপত্র ফাঁস হওয়াটা ঐতিহ্যের পর্যায়ে পৌঁছায়, এমনকি বিসিএস পরীক্ষায় রাজনৈতিক প্রভাব ও অনিয়মের কথা শোনা যায় প্রায়ই, সেই দেশে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সবাই নিয়মতান্ত্রিকভাবে ও শৃঙ্খলায় পড়াশোনার সমান সুযোগ পাবেন বুয়েটে, তা কি সম্ভব? ব্যতিক্রম কি নেই বিশেষ কারোর জন্য, গোষ্ঠীর জন্য? ক্ষমতা ও প্রভাব যাঁদের, তাঁরাই তো সুযোগ পাওয়ার ক্ষেত্রে সর্বাগ্রে থাকেন। এই দ্বিতীয় ধারণার জবাব অবশ্য বুয়েট কর্তৃপক্ষই ভালো বলতে পারে।
যা হোক, আবরার নির্মমভাবে খুন হন। এতে তাঁর মায়ের বুক খালি হয়। শুধু কি তাই? মোটেও না। আবরার হত্যার সঙ্গে জড়িত বলে বিচার প্রক্রিয়ায় রয়েছে, তাঁদেরও কি মেরে ফেলা হলো না? হলো তো! যাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে, এদের সবার অভিভাবকদের চোখের পানির কিন্তু কোনো ভিন্নতা নেই। সবাই স্বজন হারিয়েছেন অত্যন্ত দুঃখজনকভাবে। এই অভিভাবকগণ কিন্তু তাঁদের সন্তানদের পাঠিয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে একজন প্রকৌশলী মানিক পাওয়ার আশায়। যা পেলেন বা পান, তা তাঁদের স্বপ্নভঙ্গের মতো, নিষ্ঠুর ও অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা যে সন্তানদের পাঠান, সেই সন্তান আর ফিরে পান না। এটাই আমাদের প্রচলিত রাজনীতির করুণ পরিণতি!
কেউ কেউ বলছেন, বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণায় ছাত্রশিবির সংগঠনের তৎপরতা দেখা দিয়েছে। আচ্ছা, শিবির কি ছাত্রসংগঠন নয়? ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে এই সংগঠন বুয়েটে তৎপরতা চালায় কী করে? নাকি তারা বোঝাতে চাইছেন যে, বুয়েটে ছাত্রলীগ সক্রিয় না থাকায় পাকিস্তানি গোষ্ঠী বা শিবির সংগঠন উঠে দাঁড়িয়েছে? যদি তা-ই হয়, তাহলে এমন প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক—যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পরেও অন্য রাজনৈতিক অঙ্গসংগঠন, যেমন—শিবির বা পাকিস্তানি গোষ্ঠী তৎপর হয় কী করে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত এত বুঝদার ও সক্ষম বুয়েট প্রশাসন থাকতে? বুয়েট প্রশাসন কী করছে তাহলে? নাকি একটা ক্যাম্পাস নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা তাদের নেই? বুয়েট প্রশাসন ব্যর্থ তার প্রাঙ্গণে শিবির বা জঙ্গি সংগঠনকে নিবৃত্ত করতে। আর সে কারণেই কি বুয়েট কর্তৃপক্ষ অনুধাবন করছে, তাদের এই চরম ব্যর্থতার গ্লানি ও লজ্জা মুছে দিতে পারে কেবল ছাত্রলীগ? সাধারণ জনগণ কিন্তু তেমনটাই ভাবতে শুরু করেছে।
এ কথা না বললে নয় যে, শিক্ষাপ্রতিষ্ঠানে যে রাজনৈতিক অনিয়ম, নিপীড়ন ও বিশৃঙ্খলা, তার নেপথ্যে রয়েছে কিন্তু কর্তৃপক্ষের দুর্বল, অযোগ্য ব্যবস্থাপনা এবং নৈতিক আদর্শের চরম ঘাটতি। শিক্ষকতা নয়, শিক্ষক ও কর্তৃপক্ষ এখন কেবল বোঝেন কীভাবে তোষামোদি করে চলতে হয়, নিজের আখের ও সুযোগ-সুবিধা গোছাতে হয়। একজন অভিভাবক দুঃখ করে বলছিলেন, প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতাসীন রাজনৈতিক দলীয় শিক্ষক সংগঠন ও ছাত্রসংগঠনের ওপর সব দায়দায়িত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়। নিয়োগ থেকে শুরু করে টেন্ডারবাজি, অবৈধভাবে হলে অবস্থানসহ নানা রকম অনিয়মের ঘটনাগুলো ঘটে এই সুযোগে। আদতে তাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না। তারা যেন একেকটা শোপিস শিক্ষাপ্রতিষ্ঠানের। ক্যাম্পাসে যেকোনো নৃশংস ঘটনার দায় কেন কর্তৃপক্ষের ওপর কখনো বর্তায় না? কেন ছাত্রদের ভেতরে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ও নিরাপত্তার অভয় দিতে তারা পারছে না? অভিভাবকদের অনেকেই মনে করেন, কর্তৃপক্ষকে দায়মুক্ত করে রাখার প্রবণতাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে নিরাপদ হতে দেয় না।
সম্প্রতি উচ্চ আদালত বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণাকে স্থগিত করেছেন। কারণ, রাজনীতি করা প্রত্যেক ছাত্রের একটি সাংবিধানিক অধিকার। বুয়েটের উপাচার্য বলছেন, হাইকোর্টের রায় সবার মানা উচিত। অবশ্যই মানা উচিত। ভালো কথা বলেছেন তিনি। কিন্তু বুয়েট কর্তৃপক্ষ যখন সব শিক্ষার্থীর নিরাপত্তাবিধানের জন্য বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করল, তারপর কী করে ছাত্রশিবির সংগঠন তৎপর হলো—এমন প্রশ্নের জবাবই বা কী দেবেন উপাচার্য? আর রাজনীতি করার অধিকার যেমন একজন ছাত্রের আছে, তেমনি শিক্ষাঙ্গনে নিরাপদে অবস্থান ও পড়াশোনা করার অধিকারও থাকে। নাকি সব ছাত্রের নিরাপদ থাকার ও পড়াশোনা করার অধিকার বাংলাদেশের সংবিধানসম্মত নয়?
বড় হতাশ হই, কষ্ট পাই, যখন দেখি সুশীল সমাজও রাজনৈতিক মতাদর্শগতভাবে টুকরো টুকরো হয়ে আছে। দেশ তো স্বাধীন হয়েছে এক মহান মুক্তিযুদ্ধের চেতনায় এবং যুদ্ধে। দেশটা স্বাধীন না হলে তো এত সব রাজনৈতিক সংগঠন ও তাদের অঙ্গসংগঠন থাকত না, তাই না? হয়তো দেশটা পরাধীন থাকলে মুক্তিকামী মানুষের রাজনৈতিক সংগঠন থাকত ভিন্নভাবে, যেমন ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে। আওয়ামী লীগ কিন্তু ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সক্রিয় একটি রাজনৈতিক দল। তখন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ আর স্বাধীনতা-পরবর্তী ছাত্রলীগ কিন্তু এক নয়। এক করে দেখাটাও বড় বোকামি। পরিশেষে বলব, উন্নয়নের জন্য স্বাধীন দেশে প্রয়োজন মেধা, শিক্ষা ও যোগ্যতা। আমাদের সেই দিকে যত্নবান হওয়া জরুরি। আর বুয়েটকে যেন কোনো গোষ্ঠী বুলেট হিসেবে ব্যবহার করার সুযোগ না পায়, রাষ্ট্রের কাছে সেই দাবি।
লেখক: কথাসাহিত্যিক ও কলাম লেখক
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আবারও উত্তাল। ছাত্ররাজনীতি প্রসঙ্গে বাদ-প্রতিবাদে শুধু বুয়েট প্রাঙ্গণই নয়, গোটা দেশ, পত্রপত্রিকা, স্যাটেলাইট চ্যানেল, সোশ্যাল মিডিয়া মুখর। বুয়েটে ছাত্ররাজনীতির পক্ষে-বিপক্ষে বহু যুক্তিতর্ক কয়েক দিন ধরে চলছে। চার বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আবরারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার তীব্র দাবিতে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল বুয়েট কর্তৃপক্ষ। সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এই হত্যাকাণ্ড যতটা না মুখ্য হয়ে উঠেছিল, তার চেয়ে বেশি আতঙ্ক ছিল নিজেদের ও নিজেদের সন্তানদের নিরাপত্তার বিষয়টি নিয়ে। শুধু এ ঘটনা নয়, বুয়েটসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রসংগঠন দ্বারা যে ধরনের অমানবিক, নৃশংস ও বিশৃঙ্খলাজনিত ঘটনা ঘটেছে এবং ঘটছে অহরহ, তা দেখে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ছাত্ররাজনীতির প্রতি তাঁদের আগ্রহ, উৎসাহ হারিয়েছেন। উপরন্তু, কোনো কোনো ছাত্রসংগঠন তাদের কাছে রীতিমতো ভয়াবহ আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুব অযৌক্তিক নয় ব্যাপারটা। যৌক্তিকতা খুঁজে পাওয়া যাবে, যদি ছাত্রসংগঠনগুলোর ভালো ও মন্দ কাজের তালিকা তৈরি করে তা বিশ্লেষণ করা যায়। স্পষ্ট হয়ে উঠবে আতঙ্কের পেছনের কারণগুলো।
অনেকেই ভেবে থাকেন যে, বুয়েটে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পেয়ে থাকেন। আবার অনেকের এমনও ধারণা আছে, যে দেশে উচ্চতর বিদ্যাপীঠে ভর্তি এবং সরকারি প্রতিষ্ঠানে নিয়োগে অনিয়ম ও জালিয়াতি ধরা পড়ে এবং তা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়ায়, প্রশ্নপত্র ফাঁস হওয়াটা ঐতিহ্যের পর্যায়ে পৌঁছায়, এমনকি বিসিএস পরীক্ষায় রাজনৈতিক প্রভাব ও অনিয়মের কথা শোনা যায় প্রায়ই, সেই দেশে প্রকৃত মেধাবী শিক্ষার্থীরা সবাই নিয়মতান্ত্রিকভাবে ও শৃঙ্খলায় পড়াশোনার সমান সুযোগ পাবেন বুয়েটে, তা কি সম্ভব? ব্যতিক্রম কি নেই বিশেষ কারোর জন্য, গোষ্ঠীর জন্য? ক্ষমতা ও প্রভাব যাঁদের, তাঁরাই তো সুযোগ পাওয়ার ক্ষেত্রে সর্বাগ্রে থাকেন। এই দ্বিতীয় ধারণার জবাব অবশ্য বুয়েট কর্তৃপক্ষই ভালো বলতে পারে।
যা হোক, আবরার নির্মমভাবে খুন হন। এতে তাঁর মায়ের বুক খালি হয়। শুধু কি তাই? মোটেও না। আবরার হত্যার সঙ্গে জড়িত বলে বিচার প্রক্রিয়ায় রয়েছে, তাঁদেরও কি মেরে ফেলা হলো না? হলো তো! যাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যা করেছে, এদের সবার অভিভাবকদের চোখের পানির কিন্তু কোনো ভিন্নতা নেই। সবাই স্বজন হারিয়েছেন অত্যন্ত দুঃখজনকভাবে। এই অভিভাবকগণ কিন্তু তাঁদের সন্তানদের পাঠিয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটে একজন প্রকৌশলী মানিক পাওয়ার আশায়। যা পেলেন বা পান, তা তাঁদের স্বপ্নভঙ্গের মতো, নিষ্ঠুর ও অত্যন্ত বেদনাদায়ক। তাঁরা যে সন্তানদের পাঠান, সেই সন্তান আর ফিরে পান না। এটাই আমাদের প্রচলিত রাজনীতির করুণ পরিণতি!
কেউ কেউ বলছেন, বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণায় ছাত্রশিবির সংগঠনের তৎপরতা দেখা দিয়েছে। আচ্ছা, শিবির কি ছাত্রসংগঠন নয়? ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে এই সংগঠন বুয়েটে তৎপরতা চালায় কী করে? নাকি তারা বোঝাতে চাইছেন যে, বুয়েটে ছাত্রলীগ সক্রিয় না থাকায় পাকিস্তানি গোষ্ঠী বা শিবির সংগঠন উঠে দাঁড়িয়েছে? যদি তা-ই হয়, তাহলে এমন প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক—যে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পরেও অন্য রাজনৈতিক অঙ্গসংগঠন, যেমন—শিবির বা পাকিস্তানি গোষ্ঠী তৎপর হয় কী করে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত এত বুঝদার ও সক্ষম বুয়েট প্রশাসন থাকতে? বুয়েট প্রশাসন কী করছে তাহলে? নাকি একটা ক্যাম্পাস নিয়ন্ত্রণে রাখার সক্ষমতা তাদের নেই? বুয়েট প্রশাসন ব্যর্থ তার প্রাঙ্গণে শিবির বা জঙ্গি সংগঠনকে নিবৃত্ত করতে। আর সে কারণেই কি বুয়েট কর্তৃপক্ষ অনুধাবন করছে, তাদের এই চরম ব্যর্থতার গ্লানি ও লজ্জা মুছে দিতে পারে কেবল ছাত্রলীগ? সাধারণ জনগণ কিন্তু তেমনটাই ভাবতে শুরু করেছে।
এ কথা না বললে নয় যে, শিক্ষাপ্রতিষ্ঠানে যে রাজনৈতিক অনিয়ম, নিপীড়ন ও বিশৃঙ্খলা, তার নেপথ্যে রয়েছে কিন্তু কর্তৃপক্ষের দুর্বল, অযোগ্য ব্যবস্থাপনা এবং নৈতিক আদর্শের চরম ঘাটতি। শিক্ষকতা নয়, শিক্ষক ও কর্তৃপক্ষ এখন কেবল বোঝেন কীভাবে তোষামোদি করে চলতে হয়, নিজের আখের ও সুযোগ-সুবিধা গোছাতে হয়। একজন অভিভাবক দুঃখ করে বলছিলেন, প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতাসীন রাজনৈতিক দলীয় শিক্ষক সংগঠন ও ছাত্রসংগঠনের ওপর সব দায়দায়িত্ব দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়। নিয়োগ থেকে শুরু করে টেন্ডারবাজি, অবৈধভাবে হলে অবস্থানসহ নানা রকম অনিয়মের ঘটনাগুলো ঘটে এই সুযোগে। আদতে তাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না। তারা যেন একেকটা শোপিস শিক্ষাপ্রতিষ্ঠানের। ক্যাম্পাসে যেকোনো নৃশংস ঘটনার দায় কেন কর্তৃপক্ষের ওপর কখনো বর্তায় না? কেন ছাত্রদের ভেতরে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে ও নিরাপত্তার অভয় দিতে তারা পারছে না? অভিভাবকদের অনেকেই মনে করেন, কর্তৃপক্ষকে দায়মুক্ত করে রাখার প্রবণতাই শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে নিরাপদ হতে দেয় না।
সম্প্রতি উচ্চ আদালত বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের ঘোষণাকে স্থগিত করেছেন। কারণ, রাজনীতি করা প্রত্যেক ছাত্রের একটি সাংবিধানিক অধিকার। বুয়েটের উপাচার্য বলছেন, হাইকোর্টের রায় সবার মানা উচিত। অবশ্যই মানা উচিত। ভালো কথা বলেছেন তিনি। কিন্তু বুয়েট কর্তৃপক্ষ যখন সব শিক্ষার্থীর নিরাপত্তাবিধানের জন্য বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ঘোষণা করল, তারপর কী করে ছাত্রশিবির সংগঠন তৎপর হলো—এমন প্রশ্নের জবাবই বা কী দেবেন উপাচার্য? আর রাজনীতি করার অধিকার যেমন একজন ছাত্রের আছে, তেমনি শিক্ষাঙ্গনে নিরাপদে অবস্থান ও পড়াশোনা করার অধিকারও থাকে। নাকি সব ছাত্রের নিরাপদ থাকার ও পড়াশোনা করার অধিকার বাংলাদেশের সংবিধানসম্মত নয়?
বড় হতাশ হই, কষ্ট পাই, যখন দেখি সুশীল সমাজও রাজনৈতিক মতাদর্শগতভাবে টুকরো টুকরো হয়ে আছে। দেশ তো স্বাধীন হয়েছে এক মহান মুক্তিযুদ্ধের চেতনায় এবং যুদ্ধে। দেশটা স্বাধীন না হলে তো এত সব রাজনৈতিক সংগঠন ও তাদের অঙ্গসংগঠন থাকত না, তাই না? হয়তো দেশটা পরাধীন থাকলে মুক্তিকামী মানুষের রাজনৈতিক সংগঠন থাকত ভিন্নভাবে, যেমন ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে। আওয়ামী লীগ কিন্তু ভাষা আন্দোলন, স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের সক্রিয় একটি রাজনৈতিক দল। তখন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ আর স্বাধীনতা-পরবর্তী ছাত্রলীগ কিন্তু এক নয়। এক করে দেখাটাও বড় বোকামি। পরিশেষে বলব, উন্নয়নের জন্য স্বাধীন দেশে প্রয়োজন মেধা, শিক্ষা ও যোগ্যতা। আমাদের সেই দিকে যত্নবান হওয়া জরুরি। আর বুয়েটকে যেন কোনো গোষ্ঠী বুলেট হিসেবে ব্যবহার করার সুযোগ না পায়, রাষ্ট্রের কাছে সেই দাবি।
লেখক: কথাসাহিত্যিক ও কলাম লেখক
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে