বিনোদন ডেস্ক
১৯৭১: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের হাতে বন্দী ছয় যোদ্ধার করুণ কাহিনি দেখানো হয়েছে ‘১৯৭১’ সিনেমায়। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিকে বলিউডের অন্যতম সেরা ক্ল্যাসিক ছবির স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সিনেমাটি। পরিচালনায় অমৃত সাগর, অভিনয়ে মনোজ বাজপেয়ি, রবি কিষান, কুমুদ মিশ্র প্রমুখ।
দ্য গাজী অ্যাটাক: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানি নৌবাহিনীর ‘পিএনএস গাজী’ সাবমেরিনটি ডুবিয়ে দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর কয়েকজন অফিসার। এ জন্য টানা ১৮ দিন সমুদ্রের তলদেশে থাকতে হয়েছিল তাঁদের। সেই ঘটনা নিয়েই ‘দ্য গাজী অ্যাটাক’। অভিনয় করেছেন রানা ডাগুবাতি, তাপসী পান্নু প্রমুখ। পরিচালনায় সংকল্প রেড্ডি।
চিলড্রেন অব ওয়ার: ২৫ মার্চের গণহত্যা থেকে শুরু করে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নারী নির্যাতন ও হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় দেবব্রত। অভিনয় করেছেন ঋদ্ধি সেন, রুচা ইনামদার, রুদ্রনীল, রাইমা সেন, পবন মালহোত্রা, ভিক্টর ব্যানার্জি প্রমুখ।
মুক্তি: মনু চোবে পরিচালিত ২২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে কীভাবে ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবের কারণে পাল্টে গিয়েছিল যুদ্ধের গতিপ্রবাহ। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘মুক্তি’ সিনেমাটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। মিলিন্দ সোমান, যশপাল শর্মা অভিনীত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে মুক্তিযুদ্ধের অন্যতম তথ্যসমৃদ্ধ একটি বিদেশি নির্মাণ হিসেবে বিবেচনা করা হয়।
পিপ্পা: মুক্তির অপেক্ষায় থাকা ‘পিপ্পা’ সিনেমায় উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা। সম্প্রতি প্রকাশ পাওয়া টিজারে শুরুতে শোনা যায়, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন। এরপর ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের প্রস্তুতি তুলে ধরা হয়েছে। সেখানে উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতার গল্পও। এতে একটি দৃশ্যে মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে। রাজা কৃষ্ণা মেনন পরিচালিত এই সিনেমায় দেখা যাবে ইশান কাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনিওলি, সোনি রাজদানকে।
১৯৭১: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের হাতে বন্দী ছয় যোদ্ধার করুণ কাহিনি দেখানো হয়েছে ‘১৯৭১’ সিনেমায়। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিকে বলিউডের অন্যতম সেরা ক্ল্যাসিক ছবির স্বীকৃতি দেওয়া হয়েছে। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সিনেমাটি। পরিচালনায় অমৃত সাগর, অভিনয়ে মনোজ বাজপেয়ি, রবি কিষান, কুমুদ মিশ্র প্রমুখ।
দ্য গাজী অ্যাটাক: বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্তানি নৌবাহিনীর ‘পিএনএস গাজী’ সাবমেরিনটি ডুবিয়ে দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর কয়েকজন অফিসার। এ জন্য টানা ১৮ দিন সমুদ্রের তলদেশে থাকতে হয়েছিল তাঁদের। সেই ঘটনা নিয়েই ‘দ্য গাজী অ্যাটাক’। অভিনয় করেছেন রানা ডাগুবাতি, তাপসী পান্নু প্রমুখ। পরিচালনায় সংকল্প রেড্ডি।
চিলড্রেন অব ওয়ার: ২৫ মার্চের গণহত্যা থেকে শুরু করে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে নারী নির্যাতন ও হত্যাযজ্ঞের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে এই সিনেমায়। সিনেমাটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় দেবব্রত। অভিনয় করেছেন ঋদ্ধি সেন, রুচা ইনামদার, রুদ্রনীল, রাইমা সেন, পবন মালহোত্রা, ভিক্টর ব্যানার্জি প্রমুখ।
মুক্তি: মনু চোবে পরিচালিত ২২ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে দেখানো হয়েছে কীভাবে ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকবের কারণে পাল্টে গিয়েছিল যুদ্ধের গতিপ্রবাহ। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘মুক্তি’ সিনেমাটিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। মিলিন্দ সোমান, যশপাল শর্মা অভিনীত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে মুক্তিযুদ্ধের অন্যতম তথ্যসমৃদ্ধ একটি বিদেশি নির্মাণ হিসেবে বিবেচনা করা হয়।
পিপ্পা: মুক্তির অপেক্ষায় থাকা ‘পিপ্পা’ সিনেমায় উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘটনা। সম্প্রতি প্রকাশ পাওয়া টিজারে শুরুতে শোনা যায়, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন। এরপর ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের প্রস্তুতি তুলে ধরা হয়েছে। সেখানে উঠে এসেছে বাংলাদেশের স্বাধীনতার গল্পও। এতে একটি দৃশ্যে মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা গেছে। রাজা কৃষ্ণা মেনন পরিচালিত এই সিনেমায় দেখা যাবে ইশান কাট্টার, ম্রুণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনিওলি, সোনি রাজদানকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে