চাঁদপুরের ২ উপজেলায় ইউপি নির্বাচন আজ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৭: ৪০
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ১৩

চাঁদপুর জেলার মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রোববার। তৃতীয় ধাপে দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সঙ্গে চাঁদপুরেও সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুই উপজেলার ১৬২টি কেন্দ্রে শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্য ১৬টি ইউপিতে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

এ দিকে মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা হলেও হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে ইউপির নির্বাচন স্থগিত করা হয়েছে। মতলব উত্তর উপজেলায় ১৩টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ২৭৪ জন। আর মতলব দক্ষিণে ৪টি ইউনিয়নে মোট ভোটার ৬৯ হাজার ২৩০ জন। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৭টি ইউপির নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার, মতলব উত্তরে স্ট্রাইকিং ফোর্স ১৪ টি, মোবাইল টিম ৩২ টি, মতলব দক্ষিণ মোবাইল টিম ৮টি স্ট্রাইকিং ফোর্স ৪ টি,১০ প্লাটুন র‍্যাব, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। দুই উপজেলার ১৬২টি কেন্দ্রে শতাধিক কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী সকল প্রকার সরঞ্জামাদি পৌঁছে গেছে। নির্বাচন যেন সুষ্ঠু হয় ইতিমধ্যে তার জন্য পুরোপুরি প্রস্তুতি নেওয়া হয়েছে।

অপরদিকে এ নির্বাচনকে ঘিরে দুই উপজেলার ১৭টি ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করেন তারা। ভোটের মাঠে জয়ী হতে ভোটার দেন নানান প্রতিশ্রুতি দিয়েছেন। হাটে-ঘাটে, চা স্টলে চলে নির্বাচনী আলাপ আলোচনা। চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরাও ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থনা করেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত