পুলিশ একাডেমিতে অবমুক্ত হলো ২৫টি পাখি

চারঘাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ০৭: ৪৪
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৬: ৩৯

সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির লেকে কালিম ও সরালি প্রজাতির ২৫টি পাখি মুক্ত অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক এসব পাখি অবমুক্ত করেন।

গত শনিবার দুর্গাপুরের নারিকেলবাড়িয়া গ্রামের গাজিয়ার রহমান ও জাহিদুল ইসলামের বাড়ি থেকে ২টি জলময়ূর, ১৯২টি বেগুনি কালেম, ৬টি পাতি সরালি ও ১টি ধলা বুক ডাহুক উদ্ধার করা হয়।

উদ্ধার করা পাখিগুলো রাজশাহীতে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রেখে প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য সরবরাহ ও পরিচর্যা করা হয়। গতকাল ২৫টি পাখি বাংলাদেশ পুলিশ একাডেমির লেকে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও একাডেমির পুলিশ সুপার (কারিকুলাম) আনসার উদ্দিন খান পাঠান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন ও ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত