মুলাদী প্রতিনিধি
মুলাদীতে আসামিদের থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় তদন্ত কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক এটা দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী রেহানা আক্তার। তবে উপপরিদর্শক মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়ে পুনঃতদন্তের দাবি জানিয়েছে আদালতে আবেদন করেছেন বাদী।
বিষয়টি নিয়ে রেহানা আক্তার গত ১৪ ডিসেম্বর সিনিয়র পুলিশ সুপার (মুলাদী) সার্কেল কার্যালয়ে যান। এএসপি মো. মতিউর রহমান আদালত রেহানা আক্তারের না রাজি আবেদন গ্রহণ করে পুন:তদন্তের দায়িত্ব দিলে বিষয়টি দেখবেন বলে আশ্বস্থ করেন।
রেহানা আক্তার জানান, তাঁর স্বামী বাটামারা ইউনিয়নের আব্দুর রহিমের যৌতুক দাবিতে বিভিন্ন সময় দেড় লাখ টাকা দেন। আব্দুর রহিম গত জুনে তাঁকে বাড়ি থেকে বের করে দেন। ২৪ জুন আদালতে মামলা করেন তিনি। গত ৪ আগস্ট আব্দুর রহিম খানের বাড়িতে গেলে আব্দুর রহিম পিটিয়ে মারাত্মক আহত করেন রেহানাকে।
ওই ঘটনায় রেহানা আক্তার বাদী হয়ে ১৬ আগস্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আব্দুর রহিম, তার ১ম স্ত্রী ও ওই পক্ষের ছেলেকে আসামি করে মামলা করেন। আদালত মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুসন্ধানের জন্য উপপরিদর্শক মিজানুর রহমানকে দায়িত্ব দেন। মিজানুর রহমান ১৫ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। রেহানা আক্তার এতে না রাজি দিয়ে পুন:তদন্তের আবেদন জানান।
রেহানা আক্তার বলেন, ‘তদন্ত কর্মকর্তা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। আমি অনেক কষ্টে তাকে দুই দফায় ৯ হাজার টাকা দিয়েছি। কিন্তু আর দিতে পারিনি। তদন্তকারী কর্মকর্তা আসামিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্রের সঙ্গে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের মিল নেই।
মিজানুর রহমান জানান, রেহানা আক্তার কিংবা আব্দুর রহিম থেকে সুবিধা নেওয়া হয়নি। সাক্ষ্যপ্রমাণ এবং চিকিৎসকদের ব্যবস্থাপত্র পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়া হয়েছে।
মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, চিকিৎসকদের প্রতিবেদনের ব্যতিক্রম করার সুযোগ নেই। তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি পর্যালোচনা করা হবে।
মুলাদীতে আসামিদের থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলায় তদন্ত কর্মকর্তা মুলাদী থানার উপপরিদর্শক এটা দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী রেহানা আক্তার। তবে উপপরিদর্শক মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। চূড়ান্ত প্রতিবেদনে নারাজি দিয়ে পুনঃতদন্তের দাবি জানিয়েছে আদালতে আবেদন করেছেন বাদী।
বিষয়টি নিয়ে রেহানা আক্তার গত ১৪ ডিসেম্বর সিনিয়র পুলিশ সুপার (মুলাদী) সার্কেল কার্যালয়ে যান। এএসপি মো. মতিউর রহমান আদালত রেহানা আক্তারের না রাজি আবেদন গ্রহণ করে পুন:তদন্তের দায়িত্ব দিলে বিষয়টি দেখবেন বলে আশ্বস্থ করেন।
রেহানা আক্তার জানান, তাঁর স্বামী বাটামারা ইউনিয়নের আব্দুর রহিমের যৌতুক দাবিতে বিভিন্ন সময় দেড় লাখ টাকা দেন। আব্দুর রহিম গত জুনে তাঁকে বাড়ি থেকে বের করে দেন। ২৪ জুন আদালতে মামলা করেন তিনি। গত ৪ আগস্ট আব্দুর রহিম খানের বাড়িতে গেলে আব্দুর রহিম পিটিয়ে মারাত্মক আহত করেন রেহানাকে।
ওই ঘটনায় রেহানা আক্তার বাদী হয়ে ১৬ আগস্ট বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আব্দুর রহিম, তার ১ম স্ত্রী ও ওই পক্ষের ছেলেকে আসামি করে মামলা করেন। আদালত মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুসন্ধানের জন্য উপপরিদর্শক মিজানুর রহমানকে দায়িত্ব দেন। মিজানুর রহমান ১৫ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। রেহানা আক্তার এতে না রাজি দিয়ে পুন:তদন্তের আবেদন জানান।
রেহানা আক্তার বলেন, ‘তদন্ত কর্মকর্তা আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। আমি অনেক কষ্টে তাকে দুই দফায় ৯ হাজার টাকা দিয়েছি। কিন্তু আর দিতে পারিনি। তদন্তকারী কর্মকর্তা আসামিদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে মামলার অভিযোগপত্র না দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। চিকিৎসকদের ব্যবস্থাপত্রের সঙ্গে তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদনের মিল নেই।
মিজানুর রহমান জানান, রেহানা আক্তার কিংবা আব্দুর রহিম থেকে সুবিধা নেওয়া হয়নি। সাক্ষ্যপ্রমাণ এবং চিকিৎসকদের ব্যবস্থাপত্র পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়া হয়েছে।
মুলাদী থানার ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, চিকিৎসকদের প্রতিবেদনের ব্যতিক্রম করার সুযোগ নেই। তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে বিষয়টি পর্যালোচনা করা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে