সবজি চাষে সফল মনির

আরিফুল হক তারেক, মুলাদী
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০৪: ২১
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১০: ৩১

শীতকালীন সবজি চাষ করে মাসে ৩৫ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন মুলাদীর মনির হোসেন। প্রায় পৌনে ২ একর জমিতে বিভিন্ন সবজি চাষ করেছেন তিনি। তাঁকে দেখে পার্শ্ববর্তী এলাকার বেকার যুবকেরা আগ্রহী হয়ে উঠছেন সবজি চাষে।

মনির হোসেন উপজেলার চরকালেখান ইউনিয়নের মোসলেম উদ্দীন মোল্লার ছেলে। বর্তমানে তিনি গাছুয়া ইউনিয়নের মধ্য গাছুয়া গ্রামে তাঁর শ্বশুর বাড়িতে বাস করেন। এখানেই চাষাবাদ করছেন। পৌনে দুই একর জমিতে গাজর, লাউ, টমেটো, মরিচ, বেগুন, লালশাক, ধনে পাতাসহ বিভিন্ন সবজির চাষ করেছেন।

মনির হোসেন বলেন, ‘মধ্য গাছুয়া গ্রামে জয়ন্তী নদীর তীরে শ্বশুর পরিবারে প্রায় ১ একর ৭৫ শতাংশ জমি রয়েছে। ওই জমিতে টমেটো, লালশাক, পালং শাক, গাজর, মরিচ, লাউ, বেগুন, ধনিয়া শাকসহ বিভিন্ন শীতকালীন সবজি চাষ করেছি। এ বছর মরিচ, গাজর ও বেগুনের ফলন ভালো হয়েছে। এ ছাড়া প্রচুর লাল শাক ও পালং শাক হয়েছে।’

মনির হোসেন আরও বলেন, শ্বশুরের অনুপস্থিতিতে ওই পরিবারের দায়িত্ব পড়ায় সেখানে থাকতে হচ্ছে। নদী ও রাস্তার পার্শ্বে জমি থাকায় সবজি চাষের পরিকল্পনা শুরু করি। ধীরে ধীরে সবজি খেতের পরিমাণ বাড়াতে থাকি। প্রতিদিন সবজি খেত পরিচর্যা করতে হচ্ছে। কাজের চাপ বাড়লে দৈনিক মজুরিতে ২-৩ জন লোক নেওয়া হয়। সবজি বিক্রি করে উৎপাদন ও পরিবহন খরচ বাদ দিয়ে ভালোভাবেই সংসার চলছে।

খেতে উৎপাদিত শাক সবজি পার্শ্ববর্তী মৃধারহাট, পদ্মারহাট, নোমরহাট, মিয়ারহাট, খেজুরতলাসহ বিভিন্ন বাজারে বিক্রি করেন। সবজির ফলন ভালো হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চাহিদা পূরণ হচ্ছে। কিছু কিছু সবজি পাইকারি বিক্রি করা হয়েছে। তবে পচন ধরে অনেক লাউ গাছ মারা গেছে। গাছুয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলামকে ফোন দিলেও তিনি লাউ খেত দেখতে আসেননি।

উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন। উপসহকারী কৃষি কর্মকর্তা তন্নী আক্তার বলেন, বছর দুই আগে সবজি চাষি মনির হোসেনকে লাল শাক প্রদর্শনী দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কৃষি দপ্তরের আশানুরূপ ফলন দেখাতে পারেননি। এ বছর ভালো ফলন করে থাকলে যথাসাধ্য প্রণোদনা ও পরামর্শ দিয়ে সহায়তা করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল হাসান জানান, সফল সবজি চাষি মনির হোসেনকে প্রয়োজনীয় সহযোগিতা করার ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত