রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে নির্মাণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুউচ্চ এক ম্যুরাল। শহরের সিঅ্যান্ডবি মোড়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এটি নির্মাণ করেছে। নির্মাণের শুরু থেকেই রাসিক দাবি করে, সারা দেশের মধ্যে এটিই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল।
ম্যুরালটি আজ শনিবার উদ্বোধনের কথা রয়েছে। রাজশাহীতে আজ থেকেই বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথমেই বঙ্গবন্ধুর এই ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে মিলনমেলার আনুষ্ঠানিকতা। ভারতীয় কয়েকজন মন্ত্রী ও বাংলাদেশি রাজনীতিকদের এই ম্যুরালটিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
আর তখনই ম্যুরালটির উদ্বোধন ঘোষণা করা হবে। গত ১৬ ডিসেম্বরেই ম্যুরালটির উদ্বোধনের কথা ছিল। কাজ শেষ না হওয়ায় উদ্বোধন করা যায়নি। এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি। তবে কয়েক দিন ধরে দিনরাত এক করে কাজ চলেছে। অতিথিদের শ্রদ্ধা নিবেদনের পর আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
রাসিকের প্রকৌশল শাখা জানিয়েছে, প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করা হচ্ছে। এর উচ্চতা ৫৮ ফুট। ম্যুরালের মূল অংশে বঙ্গবন্ধুর ছবিটি ৫০ ফুট উচ্চতা এবং ৪০ ফুট দৈর্ঘ্য। এটির ফাউন্ডেশনে ২২টি পাইলিং করা হয়েছে। সীমানাপ্রাচীরের দুপাশে ৭০০ বর্গফুট টেরা কাটার কাজ করা হচ্ছে। এক ধারে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। অন্যদিকে ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। গ্যালারি, ল্যান্ডস্কেপিংয়ে উন্নত গ্রানাইট দিয়ে সজ্জিত করা হচ্ছে ম্যুরালটি। এটিই দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল।
এদিকে, ম্যুরালটির কাজ প্রায় শেষ হওয়ায় সিঅ্যান্ডবি মোড়টিকে ‘বঙ্গবন্ধু চত্বর’ হিসেবে নামকরণের দাবি উঠেছে। গত ২৩ ফেব্রুয়ারি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা এ দাবি জানান।
সভা সূত্র জানায়, আলোচনার একপর্যায়ে জেলা প্রশাসক আবদুল জলিল ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মধ্যে ফোনালাপ হয়। বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ফোনালাপে মেয়র এবং জেলা প্রশাসক এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ডিসি স্যার বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সিঅ্যান্ডবি মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে নামকরণের সম্ভাবনা আছে।’
রাজশাহীতে নির্মাণ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুউচ্চ এক ম্যুরাল। শহরের সিঅ্যান্ডবি মোড়ে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এটি নির্মাণ করেছে। নির্মাণের শুরু থেকেই রাসিক দাবি করে, সারা দেশের মধ্যে এটিই বঙ্গবন্ধুর সবচেয়ে বড় ম্যুরাল।
ম্যুরালটি আজ শনিবার উদ্বোধনের কথা রয়েছে। রাজশাহীতে আজ থেকেই বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রথমেই বঙ্গবন্ধুর এই ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে মিলনমেলার আনুষ্ঠানিকতা। ভারতীয় কয়েকজন মন্ত্রী ও বাংলাদেশি রাজনীতিকদের এই ম্যুরালটিতে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।
আর তখনই ম্যুরালটির উদ্বোধন ঘোষণা করা হবে। গত ১৬ ডিসেম্বরেই ম্যুরালটির উদ্বোধনের কথা ছিল। কাজ শেষ না হওয়ায় উদ্বোধন করা যায়নি। এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি। তবে কয়েক দিন ধরে দিনরাত এক করে কাজ চলেছে। অতিথিদের শ্রদ্ধা নিবেদনের পর আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন থেকে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে।
রাসিকের প্রকৌশল শাখা জানিয়েছে, প্রায় ৫ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করা হচ্ছে। এর উচ্চতা ৫৮ ফুট। ম্যুরালের মূল অংশে বঙ্গবন্ধুর ছবিটি ৫০ ফুট উচ্চতা এবং ৪০ ফুট দৈর্ঘ্য। এটির ফাউন্ডেশনে ২২টি পাইলিং করা হয়েছে। সীমানাপ্রাচীরের দুপাশে ৭০০ বর্গফুট টেরা কাটার কাজ করা হচ্ছে। এক ধারে গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ সংস্কৃতির নানা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। অন্যদিকে ভাষা আন্দোলন থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। গ্যালারি, ল্যান্ডস্কেপিংয়ে উন্নত গ্রানাইট দিয়ে সজ্জিত করা হচ্ছে ম্যুরালটি। এটিই দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল।
এদিকে, ম্যুরালটির কাজ প্রায় শেষ হওয়ায় সিঅ্যান্ডবি মোড়টিকে ‘বঙ্গবন্ধু চত্বর’ হিসেবে নামকরণের দাবি উঠেছে। গত ২৩ ফেব্রুয়ারি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা এ দাবি জানান।
সভা সূত্র জানায়, আলোচনার একপর্যায়ে জেলা প্রশাসক আবদুল জলিল ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মধ্যে ফোনালাপ হয়। বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ফোনালাপে মেয়র এবং জেলা প্রশাসক এ সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ডিসি স্যার বিষয়টি নিয়ে মেয়র মহোদয়ের সঙ্গে কথা বলেছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সিঅ্যান্ডবি মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে নামকরণের সম্ভাবনা আছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে