বিনোদন প্রতিবেদক, ঢাকা
গ্রামের সাধারণ নারী কুলসুম। স্বামী ও দুই সন্তান নিয়ে তার সংসার। স্বপ্ন দেখে সন্তানদের মানুষের মতো মানুষ করার, স্বামী-সন্তান নিয়ে সুখে-শান্তিতে সংসার করার। সেই সুখের স্বপ্নে আসে কালো মেঘের হাতছানি। স্বামী জড়িয়ে পড়ে পরকীয়ায়। এ ঘটনায় কুলসুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিছুতেই তা মেনে নিতে পারে না সে। সংসারে অশান্তি নেমে আসে। তবু হাল ছাড়ে না কুলসুম। শক্ত হাতে আঁকড়ে ধরে জীবননৌকার বৈঠাখানি। সন্তানদের বড় করতে হবে, মানুষ করতে হবে। সেই দায়িত্ববোধ তাকে শক্ত মানুষে পরিণত করে।
কাজের সন্ধানে ঢাকায় চলে আসে কুলসুম। পরিচয় হয় এক নারীর সঙ্গে। গল্পে আসে নতুন মোড়। এভাবেই এগিয়ে যায়। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে কৌশিক শংকর দাশ নির্মাণ করছেন ‘দাফন’ নামের সিনেমা। কুলসুম চরিত্রে অভিনয় করছেন রুনা খান।
২০২২ সালের শেষ দিকে কুষ্টিয়ায় শুরু হয় সিনেমার শুটিং; এরপর ঢাকায়। সম্প্রতি পুরো টিম আবারও প্যাচওয়ার্ক শুটে গিয়েছিল কুষ্টিয়ায়। আর দুই দিন শুটিং করলেই শেষ হবে কাজ। নির্মাতা জানালেন, আগামী জানুয়ারির মধ্যে পুরো কাজ শেষ করা হবে। এরপর সুবিধাজনক সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘দাফন’।
নির্মাতা কৌশিক শংকর দাশ বলেন, ‘দাফন নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এক নারীর সংগ্রামের গল্প দেখা যাবে এতে। সব বাধা-প্রতিকূলতা পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার গল্প। প্রথম যখন গল্পটি শুনেছিলাম, তখনই মনে হয়েছিল এ ঘটনা নিয়ে সিনেমা বানাব, দর্শকদের সামনে তুলে ধরব ঘটনাটি।’
রুনা খান বলেন, ‘কৌশিকদা যখন আমার সঙ্গে গল্পটি শেয়ার করেন, তখন গল্প ও চরিত্র—দুটোই ভীষণ পছন্দ হয়। আমি তো চরিত্রটির জন্য মুখিয়ে ছিলাম। সবাই খুব ভালো কাজ করেছেন। কৌশিকদা তাঁর পেশাদারত্বের জায়গা থেকে সর্বোচ্চ আয়োজন নিয়ে কাজটি করেছেন।’
দাফন সিনেমার চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও আওরঙ্গজেব। রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন সাইফ খান, প্রিয়ন্তী উর্বী, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে।
গ্রামের সাধারণ নারী কুলসুম। স্বামী ও দুই সন্তান নিয়ে তার সংসার। স্বপ্ন দেখে সন্তানদের মানুষের মতো মানুষ করার, স্বামী-সন্তান নিয়ে সুখে-শান্তিতে সংসার করার। সেই সুখের স্বপ্নে আসে কালো মেঘের হাতছানি। স্বামী জড়িয়ে পড়ে পরকীয়ায়। এ ঘটনায় কুলসুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কিছুতেই তা মেনে নিতে পারে না সে। সংসারে অশান্তি নেমে আসে। তবু হাল ছাড়ে না কুলসুম। শক্ত হাতে আঁকড়ে ধরে জীবননৌকার বৈঠাখানি। সন্তানদের বড় করতে হবে, মানুষ করতে হবে। সেই দায়িত্ববোধ তাকে শক্ত মানুষে পরিণত করে।
কাজের সন্ধানে ঢাকায় চলে আসে কুলসুম। পরিচয় হয় এক নারীর সঙ্গে। গল্পে আসে নতুন মোড়। এভাবেই এগিয়ে যায়। একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে কৌশিক শংকর দাশ নির্মাণ করছেন ‘দাফন’ নামের সিনেমা। কুলসুম চরিত্রে অভিনয় করছেন রুনা খান।
২০২২ সালের শেষ দিকে কুষ্টিয়ায় শুরু হয় সিনেমার শুটিং; এরপর ঢাকায়। সম্প্রতি পুরো টিম আবারও প্যাচওয়ার্ক শুটে গিয়েছিল কুষ্টিয়ায়। আর দুই দিন শুটিং করলেই শেষ হবে কাজ। নির্মাতা জানালেন, আগামী জানুয়ারির মধ্যে পুরো কাজ শেষ করা হবে। এরপর সুবিধাজনক সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে ‘দাফন’।
নির্মাতা কৌশিক শংকর দাশ বলেন, ‘দাফন নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনার অনুপ্রেরণায়। এক নারীর সংগ্রামের গল্প দেখা যাবে এতে। সব বাধা-প্রতিকূলতা পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার গল্প। প্রথম যখন গল্পটি শুনেছিলাম, তখনই মনে হয়েছিল এ ঘটনা নিয়ে সিনেমা বানাব, দর্শকদের সামনে তুলে ধরব ঘটনাটি।’
রুনা খান বলেন, ‘কৌশিকদা যখন আমার সঙ্গে গল্পটি শেয়ার করেন, তখন গল্প ও চরিত্র—দুটোই ভীষণ পছন্দ হয়। আমি তো চরিত্রটির জন্য মুখিয়ে ছিলাম। সবাই খুব ভালো কাজ করেছেন। কৌশিকদা তাঁর পেশাদারত্বের জায়গা থেকে সর্বোচ্চ আয়োজন নিয়ে কাজটি করেছেন।’
দাফন সিনেমার চিত্রনাট্য লিখেছেন কৌশিক শংকর দাশ ও আওরঙ্গজেব। রুনা খান ছাড়া আরও অভিনয় করেছেন সাইফ খান, প্রিয়ন্তী উর্বী, মাসুদ মহিউদ্দিন প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে