চুরির অটোসহ গ্রেপ্তার তিন

গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ০৭: ১৩
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭: ১৯

গফরগাঁওয়ে যাত্রী সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের মদকপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জের বন্দর থানার কেওয়াঢালা গ্রামের মো. আনোয়ার, মাদারীপুরের কালকিনী উপজেলার করারিয়া গ্রামের এক নারী ও তাঁদের সহযোগী ফরিদ মিয়া। এ সময় অপর তিন সহযোগী পালিয়ে যান।

পুলিশ জানায়, উপজেলার বারোবাড়িয়া ইউপির বাড়া গ্রামের অটোচালক নাছির মিয়া গফরগাঁও গরুহাটা অটো স্ট্যান্ডে এক মাস আগে যাত্রীর জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় যাত্রী সেজে উপজেলার রসুলপুর ইউনিয়নে যাওয়ার কথা বলে আনোয়ার ও ওই নারী অটোতে ওঠেন। ওই নারী নিজেকে সেবিকা পরিচয় দিয়ে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওষুধ নেওয়ার কথা বলে গেটের কাছে অটো থামান।

পরে অটোচালক নাসিরকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে প্রবেশ করে তাঁকে কৌশলে রেখে চলে আসেন। তবে দীর্ঘ সময়ে ওই নারী ফিরে না আসায় চালক নাছিরের সন্দেহ হলে গেটের কাছে গিয়ে দেখেন অটোসহ যাত্রী উধাও। গত মঙ্গলবার দুপুরে বারোবাড়িয়া এলাকা দিয়ে অটোটি নিয়ে যাওয়ার পথে স্থানীয় বাসিন্দারা তিনজনকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ অটোসহ তাঁদের থানায় নিয়ে যান।

অটোচালক নাসির বলেন, ‘চুরি হওয়ার পর থেকে অনেক জায়গায় খোঁজ করছি। এক মাস পর পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় চোর ধরা পড়েছে।’

এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত