কথা নয় কাজ দিয়েই আলোচনায় আসতে চাই

Thumbnail image

ঢাকাই সিনেমার নতুন মুখ সায়মা স্মৃতি। ১০ নভেম্বর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘যন্ত্রণা’। বানিয়েছেন আরিফুর জামান আরিফ। ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমায় সায়মা স্মৃতির সঙ্গে আরও অভিনয় করেছেন আদর আজাদ ও মানসী প্রকৃতি। নবাগতা এই নায়িকার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ। 

‘যন্ত্রণা’ দিয়ে বড় পর্দায় অভিষেক হলো। কেমন অনুভূতি হচ্ছে?
অনেক অনুভূতি আছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমারও হয়েছে তাই। মানুষ বলে না, খুশিতে আকাশে ভাসে। আমিও আনন্দে আকাশে ভাসছি। 

সিনেমাটি গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয়। সে সময় কি মন খারাপ হয়েছিল? 
যখন সিনেমাটি পিছিয়ে দেওয়া হলো, তখন তো মনটা খারাপ হয়েছেই। তবে বেশি দিন পেছায়নি বলে মন ভালো হতেও সময় লাগেনি। 

হলে গিয়ে দেখেছেন সিনেমা? 
প্রথম দিন আমাদের পুরো টিম মিলে সিনেমা হলে দর্শকের সঙ্গে বসে দেখেছি। 

প্রথমবার বড় পর্দায় নিজেকে দেখার অনুভূতি কেমন ছিল?
মনে হচ্ছিল স্বপ্ন দেখছি। যখন আমার প্রথম দৃশ্য আসল বিশ্বাস করতে পারছিলাম না। 

পর্দায় নিজের অভিনয় দেখে কী মনে হলো? উতরে যেতে পেরেছেন? 
সিনেমা দেখে মনে হলো, পর্দায় আমাকে ভালো লেগেছে। আর অভিনয়ের বিচার করবেন দর্শক। তাঁদের কাছে ভালো লাগলেই নিজেকে পাস মনে করব।
 
কেমন সাড়া পেলেন দর্শকের?
প্রত্যাশার চেয়েও বেশি। এত দর্শক হবে ভাবিনি। সিনেমা দেখে তাঁরা তালি বাজাচ্ছিলেন। পুরো বিষয়টি সুন্দর স্বপ্নের মতো মনে হচ্ছিল।
 
সিনেমার প্রচারে আপনার সঙ্গে আরেক নায়িকা মানসী প্রকৃতির দূরত্ব দেখা গেছে। কেন বলুন তো?
শুটিং শুরু হওয়ার ১২ দিন আগে সিনেমায় যুক্ত হয়েছি আমি। তাই তিনজনের একসঙ্গে ছবি তোলা হয়নি। এটা আমার প্রথম সিনেমা। তাই যেসব নিউজে আমার ছবি ব্যবহার হয়েছে সেগুলো শেয়ার করেছি। মানসীও হয়তো একই চিন্তা করেছেন। তাঁর ছবিসংবলিত নিউজগুলো শেয়ার করেছেন। আমাদের মাঝে একটু দূরত্ব ছিল এটা অস্বীকার করব না। কিন্তু কেন তার উত্তর আমার কাছে নেই। 

শুটিংয়ের সময়ও কি দূরত্ব ছিল? 
শুটিং সেটে তিনি আমার সঙ্গে কোনো কথা বলেননি। আমি নিজে থেকে জিজ্ঞেস করতাম কী খবর, কেমন আছেন? কিন্তু তিনি আমার সঙ্গে কথা বলতেন না। কেন বলতেন না জানি না। আমি মনে করি সহশিল্পীদের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত। 

আদর আজাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? 
খুব ভালো। তিনি আমাকে অনেক সহায়তা করেছেন। পর্দায় অভিনয় ফুটিয়ে তুলতে নায়ক-নায়িকার বন্ডিংটা অনেক গুরুত্বপূর্ণ। তাঁর কাছ থেকে পুরো সমর্থন পেয়েছি। দর্শকও আমাদের কেমেস্ট্রি পছন্দ করেছেন। 

সিনেমার ট্রেলার দেখে অনেকে সমালোচনা করেছেন। আপনার কাছে কেমন মনে হয়েছে? 
আমি সিনেমায় নতুন। সবকিছু অত ভালো বুঝি না। আমার কাছে অতটা খারাপ লাগেনি। তবে ভালোর তো শেষ নেই। নিশ্চয়ই আরও ভালো করার সুযোগ ছিল। 

প্রচারণার সময় শাকিব খান ও জায়েদ খানকে নিয়ে কথা বলেছেন আপনি। অনেকেই বলেছেন আলোচনায় আসতেই এমনটা করেছেন। আসলেই কি তাই?
শাকিব খান ও জায়েদ খান সিনিয়র শিল্পী। তাঁদের নিয়ে আমার ভালো লাগার কথা বলেছি। তাঁদের প্রতি শ্রদ্ধা থেকেই কথাগুলো বলা। আলোচনায় থাকার জন্য নয়। আমি আসলে কথা নয়, কাজ দিয়েই আলোচনায় আসতে চাই। 

নতুন কোনো কাজের খবর আছে?
এম কে জামানের ‘হাওর কন্যা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এ মাসেই শুটিং শুরু হওয়ার কথা। আরও কয়েকটি কাজ নিয়ে কথা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত