টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে মাইকে প্রচার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ৩৭
Thumbnail image

করোনার সংক্রমণ রোধে আগামী ২৬ ফেব্রুয়ারি সারা দেশে ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। টিকা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে মাইকিং করছে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিট। রেড ক্রিসেন্ট ইউনিট সূত্রে জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রচার এই প্রচার কার্যক্রম চলবে।

গতকাল বুধবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে, স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সিভিল কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকেরা এবং জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার উপপরিচালক এনায়েতুল্লাহ একরাম পলাশ বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে এই মাইকিং কার্যক্রম নেওয়া হয়েছে। মাইকিং কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৪ জেলার ৬৮টি রেড ক্রিসেন্ট ইউনিটে একযোগে চলবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত