নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে সহিংসতা থামছেই না। নির্বাচন ঘিরে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মারামারির ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি সংঘর্ষে জড়াচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একই দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
শুধু চলতি মাসেই দুই জেলায় ভোটের সহিংসতায় মারা গেছেন চারজন। আর আহতের সংখ্যা প্রতিদিনই গড়ে অর্ধশত। এই অবস্থায় নির্বাচন কমিশনও অনেকটা উদ্বিগ্ন। এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল দেশব্যাপী ৮৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। গতকাল মধ্যরাতেই শেষ হয়েছে প্রচারণা।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য বলছে, ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার রাতে সিধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. শামছুদ্দিনকে হুমকি এবং তাঁর বাড়ির সামনে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঝিনাইদহের শৈলকুপায় নৌকার প্রার্থীর মোটরসাইকেলবহরে হামলা চালিয়ে ৯টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ি এবং তাঁর কর্মী-সমর্থকদের দোকান ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অর্জুন সেনের তিনটি নির্বাচনী অফিসসহ একটি মন্দিরে গতকাল আগুন দেওয়া হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কে এম আলাউদ্দিন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুর হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ায় গতকাল দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।
ইউপি নির্বাচন সামনে রেখে উত্তাপ দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়ও। গতকাল ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক প্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সাতক্ষীরার শ্যামনগরে নিজের পক্ষে ভোট চাইতে এরপর পৃষ্ঠা ২ কলাম ২ গিয়ে হামলার শিকার হয়েছেন ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থী। গতকাল বিকাল ৫টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের দেওল গ্রামে ঘটনাটি ঘটে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের ব্যাপারীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে গতকাল দুই প্রার্থীর কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ কর্মী আহত হয়েছেন।
ইউপি, পৌর নির্বাচনসহ নানা নির্বাচনী সংঘাতে নভেম্বর পর্যন্ত ৯২ জনের প্রাণহানি ঘটেছে। আর ডিসেম্বরে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ইউপি, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ৪৬৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৬ হাজার ৪৮ জন এবং নিহত হয়েছেন ৮৫ জন। নিহতদের মধ্যে আওয়ামী লীগের ৪১ জন, বিএনপির ২ জন, সাধারণ মানুষ ২২ জন, পুলিশের গুলিতে ১৫ জন এবং ১ জন সাংবাদিক মারা গেছেন।
অন্যদিকে বেসরকারি সংস্থা মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) জানায়, এবারের ইউপি নির্বাচন শুরু হওয়ার পর থেকে গত নভেম্বর মাসেই নির্বাচনী সহিংসতায় ৪৭ জন প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত তিন ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর গত জানুয়ারি থেকেই তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের উত্তেজনা তৈরি হয় এবং বিবদমান গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটতে থাকে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে সহিংসতা থামছেই না। নির্বাচন ঘিরে প্রতিদিনই দেশের কোথাও না কোথাও মারামারির ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি সংঘর্ষে জড়াচ্ছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও একই দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
শুধু চলতি মাসেই দুই জেলায় ভোটের সহিংসতায় মারা গেছেন চারজন। আর আহতের সংখ্যা প্রতিদিনই গড়ে অর্ধশত। এই অবস্থায় নির্বাচন কমিশনও অনেকটা উদ্বিগ্ন। এমন পরিস্থিতির মধ্যেই আগামীকাল দেশব্যাপী ৮৪২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। গতকাল মধ্যরাতেই শেষ হয়েছে প্রচারণা।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ১০০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য বলছে, ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার রাতে সিধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মো. শামছুদ্দিনকে হুমকি এবং তাঁর বাড়ির সামনে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। ঝিনাইদহের শৈলকুপায় নৌকার প্রার্থীর মোটরসাইকেলবহরে হামলা চালিয়ে ৯টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়ি এবং তাঁর কর্মী-সমর্থকদের দোকান ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী অর্জুন সেনের তিনটি নির্বাচনী অফিসসহ একটি মন্দিরে গতকাল আগুন দেওয়া হয়েছে।
নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কে এম আলাউদ্দিন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী অফিস ভাঙচুর হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ায় গতকাল দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।
ইউপি নির্বাচন সামনে রেখে উত্তাপ দেখা দিয়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায়ও। গতকাল ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও রাজাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে এক প্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। সাতক্ষীরার শ্যামনগরে নিজের পক্ষে ভোট চাইতে এরপর পৃষ্ঠা ২ কলাম ২ গিয়ে হামলার শিকার হয়েছেন ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী এক প্রার্থী। গতকাল বিকাল ৫টার দিকে শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের দেওল গ্রামে ঘটনাটি ঘটে। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের ব্যাপারীর নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নে গতকাল দুই প্রার্থীর কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ কর্মী আহত হয়েছেন।
ইউপি, পৌর নির্বাচনসহ নানা নির্বাচনী সংঘাতে নভেম্বর পর্যন্ত ৯২ জনের প্রাণহানি ঘটেছে। আর ডিসেম্বরে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্যমতে, এ বছরের জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত ইউপি, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে ৪৬৯টি সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৬ হাজার ৪৮ জন এবং নিহত হয়েছেন ৮৫ জন। নিহতদের মধ্যে আওয়ামী লীগের ৪১ জন, বিএনপির ২ জন, সাধারণ মানুষ ২২ জন, পুলিশের গুলিতে ১৫ জন এবং ১ জন সাংবাদিক মারা গেছেন।
অন্যদিকে বেসরকারি সংস্থা মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন (এমএসএফ) জানায়, এবারের ইউপি নির্বাচন শুরু হওয়ার পর থেকে গত নভেম্বর মাসেই নির্বাচনী সহিংসতায় ৪৭ জন প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত তিন ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর গত জানুয়ারি থেকেই তৃণমূল পর্যায়ে বিভিন্ন ধরনের উত্তেজনা তৈরি হয় এবং বিবদমান গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটতে থাকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে