সত্যেন সেন

Thumbnail image

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের অন্যতম সত্যেন সেন। একই সঙ্গে তিনি  ঔপন্যাসিক, সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃৎ, সাংবাদিক, গীতিকার, সুরকার, রাজনীতিবিদ ছিলেন। তাঁর পুরো নাম সত্যেন্দ্রমোহন সেন। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে শরীর সচল থাকা পর্যন্ত তিনি বিরতি দেননি সাংগঠনিক কাজে। জীবনভর স্বপ্ন দেখেছেন একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য। আর এর জন্য শ্রমিক, কৃষকসহ সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। 

তাঁর জন্ম বর্তমান মুন্সিগঞ্জ জেলার (আদি বিক্রমপুর) টঙ্গিবাড়ী উপজেলার সোনারং গ্রামে। কলেজে ভর্তির সঙ্গে সঙ্গেই তিনি যুক্ত হয়ে পড়েন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম যুগান্তর দলে। একজন আত্মনিবেদিত কর্মী হিসেবে অল্প কিছুদিনের মধ্যেই তিনি হয়ে ওঠেন সবার প্রিয়। বিপ্লব আর পড়াশোনা একসঙ্গেই চলতে থাকে। এফএ ও বিএ পাস করার পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে এমএতে ভর্তি হন। ১৯৩১ সালে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে কারাবরণ করেন। জেল থেকেই তিনি এমএ পাস করেন। জেল থেকে মুক্ত হয়ে বিক্রমপুরে ফিরে তিনি কৃষক আন্দোলনে যোগ দেন। চল্লিশের দশকে একজন পুরোদস্তুর কৃষক আন্দোলনের কর্মীতে পরিণত হন। একই সঙ্গে ঢাকার আশপাশের নানা কারখানায় শ্রমিকদের ট্রেড ইউনিয়নে সংগঠিত করার কাজে উদ্যোগী হন। 

তিনি ব্রিটিশ শাসনামলে তিনবার কারাবরণ করেছেন। শেষবার পাঁচ বছর জেল খাটেন। ১৯৩৮ সালে মুক্ত হওয়ার পর ভাষাতত্ত্বে গবেষণার জন্য শান্তিনিকেতন থেকে তিনি ‘গবেষণা বৃত্তি’ পান। এরপর তিনি ১৯৪৯ ও ১৯৫৪ সালে আবার গ্রেপ্তার হন। জেল থেকে বের হয়ে ১৯৫৪ সালে দৈনিক সংবাদ পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন। আবারও ১৯৫৮ ও ১৯৬৫ সালে গ্রেপ্তার হয়ে জেল খাটেন। 

ষাটের দশকে তিনি সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলন গড়ার দিকে মনোনিবেশ করেন। সেই পরিপ্রেক্ষিতে ১৯৬৯ সালে রণেশ দাশগুপ্ত, শহীদুল্লা কায়সারসহ একঝাঁক তরুণকে নিয়ে উদীচী প্রতিষ্ঠা করেন। 

মহান এই মানুষটি ১৯৮১ সালের ৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত