Ajker Patrika

‘বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ১০
‘বিদেশ যাওয়ার আগে প্রশিক্ষণের বিকল্প নেই’

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ স ম জামশেদ খোন্দকার বলেছেন, ‘প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে আমাদের দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। সে জন্য বিদেশ যাওয়ার আগে সময়োপযোগী প্রশিক্ষণের বিকল্প নেই। যোগ্যতা ও কারিগরি কর্মদক্ষতার সনদপত্র ছাড়া বিদেশে গেলে অনেক কষ্টে পড়তে হবে। তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে হবে। সরকারও আশানুরূপ রেমিট্যান্স পাবে না।’

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভিবাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’।

চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (ডিএমও), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ ব্যাংক ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে চারজন সফল প্রবাসীর হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি রোধে মধ্যস্বত্বভোগী বা দালালদের নির্মূলে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। প্রশিক্ষিত কর্মী তৈরি করে সরকারিভাবে বিদেশে পাঠালে তাঁদের অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হয় না।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিকেটিটিসির অধ্যক্ষ বেগম নওরীন সুলতানা ও মহিলা টিটিসির অধ্যক্ষ বেগম আশরিফা তানজীম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. জাহাঙ্গীর আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট সুমন কান্তি দেব, প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, ইপসার প্রোগ্রাম ব্যবস্থাপক আবদুস সবুর ও ব্র্যাকের তথ্য কর্মকর্তা মো. রিসান রেজা ও সফল প্রবাসীর মেয়ে সাদিয়া সালাম।

বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র কুমার চাকমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে একইদিন দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কর্মীদের আগমনী ও বিদায় অভ্যর্থনা জ্ঞাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত