Ajker Patrika

শিশু একাডেমির কার্যালয় নির্মিত হয়নি ২৬ বছরেও

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 
শিশু একাডেমির কার্যালয় নির্মিত হয়নি ২৬ বছরেও

২৬ বছরেও রংপুরের মিঠাপুকুরে বাংলাদেশ শিশু একাডেমির নিজস্ব কার্যালয় নির্মাণ করা হয়নি। এতে ছোট্ট একটি টিনশেডের ঘরে ১৩০ শিশু শিক্ষার্থীকে নিয়ে গাদাগাদি করে পাঠদান করানো হচ্ছে। বন্ধ হয়ে গেছে একাধিক শিশুবান্ধব কার্যক্রম। অভিভাবকদের বসার ব্যবস্থা নেই, নেই শৌচাগার।

জানা গেছে, সারা দেশে উপজেলা পর্যায়ে ছয়টি উপজেলায় বাংলাদেশ শিশু একাডেমির কার্যক্রম রয়েছে। এসব উপজেলা হলো—রংপুরের মিঠাপুকুর, মুন্সিগঞ্জের শ্রীনগর, ফেনীর পরশুরাম, বরিশালের বাবুগঞ্জ, যশোরের কেশবপুর ও মৌলভীবাজারের কুলাউড়া। ১৯৯৬ সাল থেকে এসব উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম চলমান থাকলেও এখনো কোনো নিজস্ব কার্যালয় নির্মাণ করা হয়নি। স্থায়ী জনবলের সংখ্যা দুই, অস্থায়ী ছয়ন। ছয়জনের মধ্যে একজন মারা যাওয়ায় একটি পদ শূন্য রয়েছে। প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ প্রকল্পে একজন করে মাসিক বেতন পান। সংগীত, নৃত্য ও চিত্রাঙ্কন বিভাগে কর্মরত প্রশিক্ষক ও যন্ত্রবাদকেরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন।

মিঠাপুকুর শিশু একাডেমির কর্মকর্তা এম এ ওয়াহেদ আজকের পত্রিকাকে বলেন, ‘শুরুতে শিক্ষা, সংগীত-নৃত্য, চিত্রাঙ্কনসহ ১৬টি প্রকল্পের কার্যক্রম চালু ছিল। বর্তমানে ১০টি প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। অর্থাভাবে বন্ধ হয়ে যাওয়া প্রকল্পগুলোর  অন্যতম ছিল শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, বিজ্ঞানমেলা, পাঠাগার ও জাদুঘরভিত্তিক কার্যক্রম, শিশুবিবাহ, শ্রম, নির্যাতন, শব্দের বানান ও উচ্চারণ শেখা, প্রারম্ভিক মেধার বিকাশ ও পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি।

রুতে শিক্ষা, সংগীত-নৃত্য, চিত্রাঙ্কনসহ ১৬টি প্রকল্পের কার্যক্রম চালু ছিল। বর্তমানে ১০টি প্রকল্পের কাজ বন্ধ। 

এম এ ওয়াহেদ শিশুদের স্বার্থে নিজস্ব কার্যালয় বা শিশুভবন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন।

অভিভাবক নুরবানু বলেন, ‘শিশুসন্তানকে নিয়ে এসে খোলা আকাশের নিচে বসে থাকতে হয়। শৌচাগার ও পানীয়জলের ব্যবস্থা নেই। অভিভাবকদের পক্ষে গত বৃহস্পতিবার বসার জন্য শেড ও শৌচাগার নির্মাণের জন্য উপজেলা প্রশাসনে অনুরোধ করা হয়েছে।’

শিশুভবন নির্মাণ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ফাতেমা-তুজ-জোহরা বলেন, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টি সরকারের দৃষ্টিগোচরে নেওয়ার 
ব্যবস্থা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত