সম্পাদকীয়
আমাদের দেশের সর্বত্র যে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে, তারই উদাহরণ হলো বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েটের ভর্তি পরীক্ষা এবং শিক্ষক নিয়োগসহ নানা পদের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ছাত্রসংগঠনের নেতাসহ নানা পেশার লোকজন যুক্ত ছিলেন। এবার স্বয়ং সরকারি চাকরির নিয়োগে দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ নিয়ে আজকের পত্রিকায় মঙ্গলবার ‘পিএসসির ভেতরেই প্রশ্নপত্র ফাঁসের চক্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। চক্রটির অন্যতম সদস্য হলেন পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। পিএসসির উপপরিচালক মো. আবু জাফরের মাধ্যমে ২ কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁস করে তাঁরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা সরবরাহ করেন প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছে। এ চক্র এবারই প্রথম প্রশ্নপত্র ফাঁস করেনি, এর আগেও তারা পিএসসির আওতায় ক্যাডার ও নন-ক্যাডার পদের ৩০টি নিয়োগ পরীক্ষা এবং ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। আর এসব অপকর্ম করে তারা বিপুল সম্পদের মালিকও হয়েছে।
পিএসসির মতো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যখন এ ধরনের অপরাধে যুক্ত হন, তখন আস্থার আর জায়গা থাকে না। সরকারি প্রতিষ্ঠানে যোগ্য লোক নিয়োগ না পেলে, এর প্রভাব রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে পড়বে। ভালোভাবে কাজ হবে না। কারণ অযোগ্য লোক তো সঠিকভাবে কাজ করতে পারবে না। এতে রাষ্ট্র তথা জনগণেরই ক্ষতি হবে।
প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে মেধাহীনেরা সরকারি চাকরি পেলে মেধাবীরা বঞ্চিত হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে মেধাবীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলবে। এতে দেশে মেধাচর্চার বিকাশ হবে না। ভবিষ্যতে মেধাবী নাগরিক তৈরি না হলে দেশ ক্রমাগত পিছিয়ে যাবে।
রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অপরাধ, দুর্নীতি ছড়িয়ে পড়ছে, তার অন্যতম কারণ হলো ভোগবাদী প্রবণতা। এসব ঘটনা রাষ্ট্রের অবক্ষয়েরও নির্দেশক। প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যারা যুক্ত, তারা একদিকে যেমন জাতির মেধাবী সন্তানদের বঞ্চিত করছে, অন্যদিকে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
সমস্যা স্বীকার না করার একটা প্রবণতা অনেকের মধ্যেই প্রবল। পিএসসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পিএসসির পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অস্বীকার করা হয়েছে। এতে প্রমাণিত হয়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তাদের লজ্জিত করেনি। সরকারের এ রকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কীভাবে তাদের দায় এড়াতে পারে?
পিএসসির অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের যদি আইনের মাধ্যমে কঠোরতম শাস্তি দেওয়া না হয়, তাহলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানেও অপরাধপ্রবণতা ছড়িয়ে পড়বে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধ করতে রাষ্ট্রকেই অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।
আমাদের দেশের সর্বত্র যে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে, তারই উদাহরণ হলো বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা। এর আগে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বুয়েটের ভর্তি পরীক্ষা এবং শিক্ষক নিয়োগসহ নানা পদের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় কোচিং সেন্টার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ছাত্রসংগঠনের নেতাসহ নানা পেশার লোকজন যুক্ত ছিলেন। এবার স্বয়ং সরকারি চাকরির নিয়োগে দায়িত্বে থাকা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। এ নিয়ে আজকের পত্রিকায় মঙ্গলবার ‘পিএসসির ভেতরেই প্রশ্নপত্র ফাঁসের চক্র’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে।
৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। চক্রটির অন্যতম সদস্য হলেন পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। পিএসসির উপপরিচালক মো. আবু জাফরের মাধ্যমে ২ কোটি টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁসের চুক্তি করেন। চুক্তি অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁস করে তাঁরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তা সরবরাহ করেন প্রত্যেক চাকরিপ্রার্থীর কাছে। এ চক্র এবারই প্রথম প্রশ্নপত্র ফাঁস করেনি, এর আগেও তারা পিএসসির আওতায় ক্যাডার ও নন-ক্যাডার পদের ৩০টি নিয়োগ পরীক্ষা এবং ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। আর এসব অপকর্ম করে তারা বিপুল সম্পদের মালিকও হয়েছে।
পিএসসির মতো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যখন এ ধরনের অপরাধে যুক্ত হন, তখন আস্থার আর জায়গা থাকে না। সরকারি প্রতিষ্ঠানে যোগ্য লোক নিয়োগ না পেলে, এর প্রভাব রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে পড়বে। ভালোভাবে কাজ হবে না। কারণ অযোগ্য লোক তো সঠিকভাবে কাজ করতে পারবে না। এতে রাষ্ট্র তথা জনগণেরই ক্ষতি হবে।
প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে মেধাহীনেরা সরকারি চাকরি পেলে মেধাবীরা বঞ্চিত হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে মেধাবীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলবে। এতে দেশে মেধাচর্চার বিকাশ হবে না। ভবিষ্যতে মেধাবী নাগরিক তৈরি না হলে দেশ ক্রমাগত পিছিয়ে যাবে।
রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অপরাধ, দুর্নীতি ছড়িয়ে পড়ছে, তার অন্যতম কারণ হলো ভোগবাদী প্রবণতা। এসব ঘটনা রাষ্ট্রের অবক্ষয়েরও নির্দেশক। প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে যারা যুক্ত, তারা একদিকে যেমন জাতির মেধাবী সন্তানদের বঞ্চিত করছে, অন্যদিকে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
সমস্যা স্বীকার না করার একটা প্রবণতা অনেকের মধ্যেই প্রবল। পিএসসির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পিএসসির পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা অস্বীকার করা হয়েছে। এতে প্রমাণিত হয়, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তাদের লজ্জিত করেনি। সরকারের এ রকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কীভাবে তাদের দায় এড়াতে পারে?
পিএসসির অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের যদি আইনের মাধ্যমে কঠোরতম শাস্তি দেওয়া না হয়, তাহলে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানেও অপরাধপ্রবণতা ছড়িয়ে পড়বে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধ করতে রাষ্ট্রকেই অপরাধীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে