কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে সরকারি পাহাড় কেটে বিক্রির অভিযোগের ঘটনায় চার সরকারি কর্মচারীসহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন, কক্সবাজার জেলা কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি ও কক্সবাজার পৌরসভার কানাইয়া বাজার এলাকার মোহাম্মদ বাবুল (৪৫), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল সওদাগর (৬২), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জুলফিকার আলি ভুট্টো (৫২), কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিসসহায়ক মোহাম্মদ ইয়াছিন (৪০), কক্সবাজার পৌরসভার কলাতলীর মোহাম্মদ হোসাইন ফকির ওরফে মাছন ফকির (৫৫), টেকনাফ উপজেলার হ্নীলার শাহজাহান (৪৩), কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার দিল মোহাম্মদ (৩৫) এবং কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার ছিদ্দিক মাঝি (৪৫)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনীর উল গীয়াস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সরকারি পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। মামলাটি পরিবেশ আদালতে পাঠানো হবে এবং তা তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর।
প্রায় দুই মাস আগে কক্সবাজার শহরের কলাতলীর ৫১ একর আবাসন এলাকার পূর্ব পাশে জয়নাল সওদাগরেরঘোনা এলাকায় ৫ একর সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রির অভিযোগ ওঠে। জেলা কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুলের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র এ পাহাড় কাটায় জড়িত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে এবং পাহাড় কাটা বন্ধ করতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপলস দুই সচিবসহ ১২ সরকারি কর্মকর্তাকে চিঠি দেয়।
এদিকে সুলতান মোহাম্মদ বাবুলসহ সরকারি কর্মচারীদের পাহাড় কাটার ঘটনায় জড়িত থাকায় কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৩০ মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, ‘পাহাড় কাটায় অভিযোগ ওঠায় কর্মচারীদের বিরুদ্ধে নোটিশ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
কক্সবাজারে সরকারি পাহাড় কেটে বিক্রির অভিযোগের ঘটনায় চার সরকারি কর্মচারীসহ আট জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় আসামিরা হলেন, কক্সবাজার জেলা কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি ও কক্সবাজার পৌরসভার কানাইয়া বাজার এলাকার মোহাম্মদ বাবুল (৪৫), কক্সবাজার পৌরসভার টেকপাড়ার জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল সওদাগর (৬২), কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জুলফিকার আলি ভুট্টো (৫২), কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের অফিসসহায়ক মোহাম্মদ ইয়াছিন (৪০), কক্সবাজার পৌরসভার কলাতলীর মোহাম্মদ হোসাইন ফকির ওরফে মাছন ফকির (৫৫), টেকনাফ উপজেলার হ্নীলার শাহজাহান (৪৩), কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার দিল মোহাম্মদ (৩৫) এবং কক্সবাজার পৌরসভার কলাতলী ৫১ একর এলাকার ছিদ্দিক মাঝি (৪৫)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনীর উল গীয়াস মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে কক্সবাজার শহরের কলাতলী এলাকায় সরকারি পাহাড় কেটে পরিবেশ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। মামলাটি পরিবেশ আদালতে পাঠানো হবে এবং তা তদন্ত করবে পরিবেশ অধিদপ্তর।
প্রায় দুই মাস আগে কক্সবাজার শহরের কলাতলীর ৫১ একর আবাসন এলাকার পূর্ব পাশে জয়নাল সওদাগরেরঘোনা এলাকায় ৫ একর সরকারি পাহাড় কেটে প্লট বানিয়ে বিক্রির অভিযোগ ওঠে। জেলা কালেক্টরেট ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি সুলতান মোহাম্মদ বাবুলের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র এ পাহাড় কাটায় জড়িত।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে এবং পাহাড় কাটা বন্ধ করতে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপলস দুই সচিবসহ ১২ সরকারি কর্মকর্তাকে চিঠি দেয়।
এদিকে সুলতান মোহাম্মদ বাবুলসহ সরকারি কর্মচারীদের পাহাড় কাটার ঘটনায় জড়িত থাকায় কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে গত ৩০ মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ বলেন, ‘পাহাড় কাটায় অভিযোগ ওঠায় কর্মচারীদের বিরুদ্ধে নোটিশ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে