ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে সোনিয়া আক্তার (২০) নামের এক সহকারী নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত ১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ এলাকার আজিজুর রহমানের মেয়ে। পুলিশের ধারণা, কীটনাশক খেয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তাঁর কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ।
হাসপাতাল ও পুলিশের একটি সূত্র জানায়, সোনিয়া আক্তার প্রায় তিন বছর আগে আল ফালাহ হাসপাতালে সহকারী নার্স হিসেবে যোগদান করেন। চাকরির সুবাদে পাশের রেসিডেন্সিয়াল স্কুলের কর্মচারী মোহাম্মদ শীতলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শীতলের বাড়ি জেলার কসবা উপজেলার নেমতাবাদে। দুই বছর ধরে সোনিয়া ও শীতলের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
সবশেষ গত রোববার সন্ধ্যায় দুজনের সরাসরি সাক্ষাতে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সোনিয়াকে থাপ্পড় দেন শীতল। এরপর সোনিয়া তাঁর হাসপাতালে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় প্রেমিক শীতলকে আটক করেছে পুলিশ।
সোনিয়ার মামা মনির হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অথচ হাসপাতালের কেউ আমাদের এখনো কিছু জানায়নি এবং মর্গেও কেউ আসেনি।তার মৃত্যুর সঠিক কারণ জানতে চাই।’
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, সোনিয়া আক্তার ‘কেরির বড়ি’ খেয়ে আত্মহত্যা করেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতাল থেকে সোনিয়া আক্তার (২০) নামের এক সহকারী নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত ১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ এলাকার আজিজুর রহমানের মেয়ে। পুলিশের ধারণা, কীটনাশক খেয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তাঁর কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ।
হাসপাতাল ও পুলিশের একটি সূত্র জানায়, সোনিয়া আক্তার প্রায় তিন বছর আগে আল ফালাহ হাসপাতালে সহকারী নার্স হিসেবে যোগদান করেন। চাকরির সুবাদে পাশের রেসিডেন্সিয়াল স্কুলের কর্মচারী মোহাম্মদ শীতলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শীতলের বাড়ি জেলার কসবা উপজেলার নেমতাবাদে। দুই বছর ধরে সোনিয়া ও শীতলের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
সবশেষ গত রোববার সন্ধ্যায় দুজনের সরাসরি সাক্ষাতে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সোনিয়াকে থাপ্পড় দেন শীতল। এরপর সোনিয়া তাঁর হাসপাতালে গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় প্রেমিক শীতলকে আটক করেছে পুলিশ।
সোনিয়ার মামা মনির হোসেন বলেন, ‘হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। অথচ হাসপাতালের কেউ আমাদের এখনো কিছু জানায়নি এবং মর্গেও কেউ আসেনি।তার মৃত্যুর সঠিক কারণ জানতে চাই।’
সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, সোনিয়া আক্তার ‘কেরির বড়ি’ খেয়ে আত্মহত্যা করেছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে