আয়নাল হোসেন, ঢাকা
ষাটোর্ধ্ব আবদুল কুদ্দুস। দীর্ঘ চার দশক আগে অভাবের তাড়নায় নিজ জেলা সুনামগঞ্জের দিরাই এলাকা ছেড়ে ঢাকার দোহার থানা এলাকায় পাড়ি জমান। শুরুতে রাখালের একটি কাজও পায়ে যান তিনি। পরে সংসারজীবনও শুরু করেন এখানে। জীবনসংসারের চাহিদা পূরণে হাত তুলে নেন ৫ কেজি ওজনের কুড়াল। শুরুতে মাত্র ২৫ টাকায় সারা দিন কুড়াল চালাতেন। তবে বয়সের ভারে এখন কাজের গতি কমে গেছে তাঁর।
আবদুল কুদ্দুস বলেন, অভাবে সংসার হওয়ায় ৪০ বছর আগে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হন তিনি। দোহারে আসার পর বিভিন্ন বাড়িতে তিনি রাখালের কাজ করেছেন। কখনো দিন মজুরি করেছেন। পরে তিনি মাসিক ৫০০ টাকা বেতনে উপজেলার বাস্তা এলাকার এক বাড়িতে রাখালের কাজ নেন তিনি।
কুদ্দুস আরও জানান, আগে তিনি ৫ কেজি ওজনের কুড়াল চালাতে পারতেন। তখন দিনে ১০ মণ লাকড়ি কাটতে পারতেন তিনি। বয়স বেড়ে যাওয়ায় আগের মতো কুড়াল চালাতে পারেন না। এ জন্য এখন আড়াই কেজি ওজনের একটি কুড়ালে লাকড়ি কাটার কাজ করছেন। এখনো তিনি ইচ্ছা করলে দিনে ১০ মণ লাকড়ি কাটতে পারবেন। জীবনে কখনো তিনি কাজে ফাঁকি দিতেন না বলে জানান তিনি।
কুদ্দুস বলেন, আগে যেকোনো বড় গাছেই উঠতে পারতেন তিনি। কিন্তু এখন লাকড়ি কাটতে পারলও আগের মতো গাছে উঠতে পারেন না। লাকড়ি কাটার কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে আহতও হয়েছেন কয়েকবার। গাছের ফালি শরীরের ওপরে পড়ে তাঁর পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে এখনো তিনি কুড়ালকে ছাড়তে পারছেন না।
কুদ্দুস বলেন, জীবনের শুরুতে দিনে ২৫ টাকা রোজে কাজ করেছেন তিনি। বর্তমানে দিনে ৮০০ টাকা রোজ কাজ করার সুযোগ আছে, তবে এখন আগের মতো কাজ করতে পারেন না তিনি। মাঝেমধ্যে অল্প পরিমাণ লাকড়ি কাটার কাজ করছেন। এতে তিনি দিনে ৫০০-৬০০ টাকা আয় হয় তার। এ দিয়ে সংসারের হাল ধরে রেখেছেন তিনি।
ষাটোর্ধ্ব আবদুল কুদ্দুস। দীর্ঘ চার দশক আগে অভাবের তাড়নায় নিজ জেলা সুনামগঞ্জের দিরাই এলাকা ছেড়ে ঢাকার দোহার থানা এলাকায় পাড়ি জমান। শুরুতে রাখালের একটি কাজও পায়ে যান তিনি। পরে সংসারজীবনও শুরু করেন এখানে। জীবনসংসারের চাহিদা পূরণে হাত তুলে নেন ৫ কেজি ওজনের কুড়াল। শুরুতে মাত্র ২৫ টাকায় সারা দিন কুড়াল চালাতেন। তবে বয়সের ভারে এখন কাজের গতি কমে গেছে তাঁর।
আবদুল কুদ্দুস বলেন, অভাবে সংসার হওয়ায় ৪০ বছর আগে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হন তিনি। দোহারে আসার পর বিভিন্ন বাড়িতে তিনি রাখালের কাজ করেছেন। কখনো দিন মজুরি করেছেন। পরে তিনি মাসিক ৫০০ টাকা বেতনে উপজেলার বাস্তা এলাকার এক বাড়িতে রাখালের কাজ নেন তিনি।
কুদ্দুস আরও জানান, আগে তিনি ৫ কেজি ওজনের কুড়াল চালাতে পারতেন। তখন দিনে ১০ মণ লাকড়ি কাটতে পারতেন তিনি। বয়স বেড়ে যাওয়ায় আগের মতো কুড়াল চালাতে পারেন না। এ জন্য এখন আড়াই কেজি ওজনের একটি কুড়ালে লাকড়ি কাটার কাজ করছেন। এখনো তিনি ইচ্ছা করলে দিনে ১০ মণ লাকড়ি কাটতে পারবেন। জীবনে কখনো তিনি কাজে ফাঁকি দিতেন না বলে জানান তিনি।
কুদ্দুস বলেন, আগে যেকোনো বড় গাছেই উঠতে পারতেন তিনি। কিন্তু এখন লাকড়ি কাটতে পারলও আগের মতো গাছে উঠতে পারেন না। লাকড়ি কাটার কাজ করতে গিয়ে তিনি বিভিন্ন সময়ে আহতও হয়েছেন কয়েকবার। গাছের ফালি শরীরের ওপরে পড়ে তাঁর পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে এখনো তিনি কুড়ালকে ছাড়তে পারছেন না।
কুদ্দুস বলেন, জীবনের শুরুতে দিনে ২৫ টাকা রোজে কাজ করেছেন তিনি। বর্তমানে দিনে ৮০০ টাকা রোজ কাজ করার সুযোগ আছে, তবে এখন আগের মতো কাজ করতে পারেন না তিনি। মাঝেমধ্যে অল্প পরিমাণ লাকড়ি কাটার কাজ করছেন। এতে তিনি দিনে ৫০০-৬০০ টাকা আয় হয় তার। এ দিয়ে সংসারের হাল ধরে রেখেছেন তিনি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে