চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে প্রতিষ্ঠার পর থেকে সংস্কার হয়নি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। ইতিমধ্যে অনেক সেবা গ্রহীতা দুর্ঘটনার শিকার হয়েছেন।
এদিকে কার্যালয়ে ১১টি পদের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ৬টি পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। ২০ বছর ধরে ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা দিয়েই চলছে কাজ। ফলে প্রতিষ্ঠানটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
উপজেলার পূর্ব প্রান্তের পাঁচগাঁও ইউনিয়নের কাচারি বাজারের ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই কার্যালয়।
সরেজমিনে জানা যায়, কার্যালয়টি সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই ভেতরে পানি ঢুকে পড়ে। স্যাঁতসেঁতে হয়ে যায় দেয়াল ও ফ্লোর। কার্যালয়ে প্রবেশের আঁকাবাঁকা পথে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চিকিৎসক সুজন মিয়া, আজিজুল হাকিমসহ কয়েকজন সেবা গ্রহীতা দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ছাড়া অসুস্থ গবাদিপশু নিয়ে আসা অটোরিকশা কার্যালয়ে ঢোকার সময় খালে পড়ে আঘাত পাওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে সীমানা দেয়ালের নিচের মাটি সরে যাওয়ায় বহিরাগতদের অনুপ্রবেশে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা। এ ছাড়া কর্মকর্তাদের আবাসিক ঘরে থাকার অবস্থা না থাকলেও বেতন থেকে বাসা ভাড়া দিতে হয় তাঁদের। তা ছাড়া পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন শতাধিক পশুপালনকারী ব্যবসায়ীরা এই কার্যালয়ে সেবা নিতে আসেন। অথচ কার্যালয়ে ১১টি পদের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ৬টি পদ শূন্য। ২০ বছর ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়েই চলছে কার্যক্রম।
দশঘরিয়া বাজারের খামারি শামীম ওসমান জানান, প্রাণী সম্পদ কার্যালয়টি উপজেলার থেকে দুরে হওয়ায় সেখানে গিয়ে সেবা নিতে আগ্রহ থাকে না।
সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল আহসান পিন্টু জানান, ‘জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সব সময় মনে একটা ভয় থাকে।’
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক সাইদুর রহমান জানান, উপজেলা সমন্বয় সভায় এসব সমস্যা অবগত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব সমস্যার বিষয়ে জানানো হয়েছে। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইউএনও এএসএম মোসা বলেন, ‘এসব উন্নয়নমূলক কাজ প্রাণিসম্পদ অধিদপ্তরের। আমরা উপজেলা থেকে সহযোগিতা করার চেষ্টা করছি।’
নোয়াখালীর চাটখিলে প্রতিষ্ঠার পর থেকে সংস্কার হয়নি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। এতে জীবনের ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। ইতিমধ্যে অনেক সেবা গ্রহীতা দুর্ঘটনার শিকার হয়েছেন।
এদিকে কার্যালয়ে ১১টি পদের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ৬টি পদ দীর্ঘ দিন ধরে শূন্য রয়েছে। ২০ বছর ধরে ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা দিয়েই চলছে কাজ। ফলে প্রতিষ্ঠানটি থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
উপজেলার পূর্ব প্রান্তের পাঁচগাঁও ইউনিয়নের কাচারি বাজারের ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত এই কার্যালয়।
সরেজমিনে জানা যায়, কার্যালয়টি সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই ভেতরে পানি ঢুকে পড়ে। স্যাঁতসেঁতে হয়ে যায় দেয়াল ও ফ্লোর। কার্যালয়ে প্রবেশের আঁকাবাঁকা পথে প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা চিকিৎসক সুজন মিয়া, আজিজুল হাকিমসহ কয়েকজন সেবা গ্রহীতা দুর্ঘটনার শিকার হয়েছেন। এ ছাড়া অসুস্থ গবাদিপশু নিয়ে আসা অটোরিকশা কার্যালয়ে ঢোকার সময় খালে পড়ে আঘাত পাওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে সীমানা দেয়ালের নিচের মাটি সরে যাওয়ায় বহিরাগতদের অনুপ্রবেশে বিঘ্নিত হচ্ছে নিরাপত্তা। এ ছাড়া কর্মকর্তাদের আবাসিক ঘরে থাকার অবস্থা না থাকলেও বেতন থেকে বাসা ভাড়া দিতে হয় তাঁদের। তা ছাড়া পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন শতাধিক পশুপালনকারী ব্যবসায়ীরা এই কার্যালয়ে সেবা নিতে আসেন। অথচ কার্যালয়ে ১১টি পদের মধ্যে প্রাণী সম্পদ কর্মকর্তাসহ ৬টি পদ শূন্য। ২০ বছর ধরে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়েই চলছে কার্যক্রম।
দশঘরিয়া বাজারের খামারি শামীম ওসমান জানান, প্রাণী সম্পদ কার্যালয়টি উপজেলার থেকে দুরে হওয়ায় সেখানে গিয়ে সেবা নিতে আগ্রহ থাকে না।
সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ফখরুল আহসান পিন্টু জানান, ‘জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। সব সময় মনে একটা ভয় থাকে।’
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক সাইদুর রহমান জানান, উপজেলা সমন্বয় সভায় এসব সমস্যা অবগত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব সমস্যার বিষয়ে জানানো হয়েছে। তবে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইউএনও এএসএম মোসা বলেন, ‘এসব উন্নয়নমূলক কাজ প্রাণিসম্পদ অধিদপ্তরের। আমরা উপজেলা থেকে সহযোগিতা করার চেষ্টা করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৭ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে