জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জমি দখল করে গড়ে তোলা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর ব্রিজ, কালীগঞ্জ, দত্তনগর ও চ্যাংখালী সড়ক থেকে এসব স্থাপনা উচ্ছেদ করে সওজ। পরে তারকাঁটা দিয়ে বেড়া দেওয়া হয়।
এদিকে, এসব স্থাপনা উচ্ছেদে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। জীবননগর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘একজনের থেকে মাসিক চুক্তিতে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতাম। আগে বাবা দোকান চালাতেন। তাঁর মৃত্যুর পর আমি আর ছোট ভাই চালাতাম। এ দোকানের টাকা দিয়ে আমাদের সংসার চলে। ৭ মাস আগেও দোকান ভাঙা হয়েছিল। আমাদের সব শেষ হয়ে গেল।’
দা, বটি বিক্রেতা মো. জহিরুল বলেন, ‘ব্যবসার টাকা দিয়ে সংসারের ৫ জনের পেট চলে। কিছু ঋণ আছে। ৭ মাসের মধ্যে দুইবার দোকান ভেঙে দিল। এখন কীভাবে খাবার জোগাড় করব? কীভাবেই বা ঋণের শোধ করব?’
কাঠমিস্ত্রি আনিছুর বলেন, ‘লোকের দোকানে কাজ করে পেট চলে। কিছুদিন আগে দোকানের মালিক মারা গেছেন। গতবার দোকান ভেঙে দেওয়ার কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। এবার আবার দোকান ভেঙে দিল।’
ব্যবসায়ী মনি বলেন, ‘বারবার দোকান ভেঙে দিল আমরা কীভাবে চলব। দীর্ঘদিন থেকে বাজারে ব্যবসা করি। ব্যবসা ছাড়া এখন কোনো কাজও করতে পারব না। সরকার আমাদের জন্য কোনো ব্যবস্থা করলে ভালো হতো।’
সওজের খুলনা বিভাগীয় জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, ‘জানুয়ারি মাসে জীবননগর বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ব্যবসায়ীরা আবার সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেন। এ কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কয়েকবার নোটিশ দেওয়া হয়। মাইকিংও করা হয়েছিল।’
অনিন্দিতা রায় বলেন, ‘ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেননি। এ জন্য পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর সড়কের জায়গা তারকাঁটা দিয়ে ঘেরা করা হয়েছে।’
অনিন্দিতা রায় আরও বলেন, ‘সড়কের জায়গায় আর কোনো অবৈধ স্থাপনা করতে দেওয়া হবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে নেতৃত্ব দেন সওজের খুলনা বিভাগীয় জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এ সময় জীবননগর থানার ওসি আব্দুল খালেক, উপপরিদর্শক সিদ্ধার্থ মণ্ডল, ইমামুল প্রমুখ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জমি দখল করে গড়ে তোলা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর ব্রিজ, কালীগঞ্জ, দত্তনগর ও চ্যাংখালী সড়ক থেকে এসব স্থাপনা উচ্ছেদ করে সওজ। পরে তারকাঁটা দিয়ে বেড়া দেওয়া হয়।
এদিকে, এসব স্থাপনা উচ্ছেদে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। জীবননগর বাসস্ট্যান্ডের ফল ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘একজনের থেকে মাসিক চুক্তিতে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতাম। আগে বাবা দোকান চালাতেন। তাঁর মৃত্যুর পর আমি আর ছোট ভাই চালাতাম। এ দোকানের টাকা দিয়ে আমাদের সংসার চলে। ৭ মাস আগেও দোকান ভাঙা হয়েছিল। আমাদের সব শেষ হয়ে গেল।’
দা, বটি বিক্রেতা মো. জহিরুল বলেন, ‘ব্যবসার টাকা দিয়ে সংসারের ৫ জনের পেট চলে। কিছু ঋণ আছে। ৭ মাসের মধ্যে দুইবার দোকান ভেঙে দিল। এখন কীভাবে খাবার জোগাড় করব? কীভাবেই বা ঋণের শোধ করব?’
কাঠমিস্ত্রি আনিছুর বলেন, ‘লোকের দোকানে কাজ করে পেট চলে। কিছুদিন আগে দোকানের মালিক মারা গেছেন। গতবার দোকান ভেঙে দেওয়ার কারণে কিছুদিন কাজ বন্ধ ছিল। এবার আবার দোকান ভেঙে দিল।’
ব্যবসায়ী মনি বলেন, ‘বারবার দোকান ভেঙে দিল আমরা কীভাবে চলব। দীর্ঘদিন থেকে বাজারে ব্যবসা করি। ব্যবসা ছাড়া এখন কোনো কাজও করতে পারব না। সরকার আমাদের জন্য কোনো ব্যবস্থা করলে ভালো হতো।’
সওজের খুলনা বিভাগীয় জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় বলেন, ‘জানুয়ারি মাসে জীবননগর বাসস্ট্যান্ড ও আশপাশের সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল। ব্যবসায়ীরা আবার সড়কের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেন। এ কারণে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য কয়েকবার নোটিশ দেওয়া হয়। মাইকিংও করা হয়েছিল।’
অনিন্দিতা রায় বলেন, ‘ব্যবসায়ীরা দোকান সরিয়ে নেননি। এ জন্য পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পর সড়কের জায়গা তারকাঁটা দিয়ে ঘেরা করা হয়েছে।’
অনিন্দিতা রায় আরও বলেন, ‘সড়কের জায়গায় আর কোনো অবৈধ স্থাপনা করতে দেওয়া হবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে নেতৃত্ব দেন সওজের খুলনা বিভাগীয় জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এ সময় জীবননগর থানার ওসি আব্দুল খালেক, উপপরিদর্শক সিদ্ধার্থ মণ্ডল, ইমামুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে