টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা, টমটমে রোহিঙ্গা চালক ও সহযোগীরা বেপরোয়া হয়ে উঠেছে। অদক্ষ রোহিঙ্গা চালকেদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, একই সঙ্গে বাড়ছে যানজটও। শুধু টেকনাফ পৌর শহর নয়, হ্নীলা, বাহার ছড়া, সাবরাং, ও হোয়াইক্যং বাজারে এসব চালকেরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে পরিচয়পত্র ও বৈধ কাগজপত্র তল্লাশি করাসহ বিভিন্ন অপরাধের জন্য প্রসিকিউশন দেওয়া এবং দিকনির্দেশনামূলক অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।
সরেজমিনে দেখা যায়, শনিবার টেকনাফ পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে থ্রি হুইলার, সিএনজি চালিত অটোরিকশা, টমটম চালক ও সহযোগীদের বিরুদ্ধে এনআইডি কার্ড এবং কাগজপত্র চেক করা হচ্ছে। এ সময় যেসব যানবাহন চালকদের লাইসেন্স, এনআইডি বা জন্মনিবন্ধন কার্ড পাওয়া যায়নি, সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্রাফিক পুলিশ বলছে, ‘অন্যান্য উপজেলার চেয়ে টেকনাফ অনেকটা ভিন্ন। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসাবে অবৈধভাবে রোহিঙ্গারা প্রতিনিয়ত টেকনাফ পৌর শহরের অলি গতিতে থ্রীই হুইলার, সিএনজি ও টমটম চালাচ্ছে। আবার অনেকে এসব যানবাহন নিয়ে মাদক বহন করছে। ফলে অদক্ষ রোহিঙ্গা চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, বাড়ছে যানজটও।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌর শহরে বিভিন্ন মোড়ে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া ও এটিএসআই খোরশেদ আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় একশত টমটম ও থ্রি-হুইলার সিএনজির আইডি কার্ড চেক করেছেন। গত কয়েক দিনের অভিযানে পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। এরপরও বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা চালক বা হেলপারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন ট্রাফিক পুলিশ।
এ সব তথ্য নিশ্চিত করে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন বলেন, ‘টেকনাফ ট্রাফিক পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় ১০০ টমটম ও থ্রি-হুইলার সিএনজির আইডি কার্ড যাচাই-বাঁচাই করেছি। কয়েক দিনের অভিযানে টেকনাফ পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা, টমটমে রোহিঙ্গা চালক ও সহযোগীরা বেপরোয়া হয়ে উঠেছে। অদক্ষ রোহিঙ্গা চালকেদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, একই সঙ্গে বাড়ছে যানজটও। শুধু টেকনাফ পৌর শহর নয়, হ্নীলা, বাহার ছড়া, সাবরাং, ও হোয়াইক্যং বাজারে এসব চালকেরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছেন। রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে পরিচয়পত্র ও বৈধ কাগজপত্র তল্লাশি করাসহ বিভিন্ন অপরাধের জন্য প্রসিকিউশন দেওয়া এবং দিকনির্দেশনামূলক অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ।
সরেজমিনে দেখা যায়, শনিবার টেকনাফ পৌর শহরের গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে থ্রি হুইলার, সিএনজি চালিত অটোরিকশা, টমটম চালক ও সহযোগীদের বিরুদ্ধে এনআইডি কার্ড এবং কাগজপত্র চেক করা হচ্ছে। এ সময় যেসব যানবাহন চালকদের লাইসেন্স, এনআইডি বা জন্মনিবন্ধন কার্ড পাওয়া যায়নি, সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ট্রাফিক পুলিশ বলছে, ‘অন্যান্য উপজেলার চেয়ে টেকনাফ অনেকটা ভিন্ন। বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসাবে অবৈধভাবে রোহিঙ্গারা প্রতিনিয়ত টেকনাফ পৌর শহরের অলি গতিতে থ্রীই হুইলার, সিএনজি ও টমটম চালাচ্ছে। আবার অনেকে এসব যানবাহন নিয়ে মাদক বহন করছে। ফলে অদক্ষ রোহিঙ্গা চালকদের কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে, বাড়ছে যানজটও।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ পৌর শহরে বিভিন্ন মোড়ে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া ও এটিএসআই খোরশেদ আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় একশত টমটম ও থ্রি-হুইলার সিএনজির আইডি কার্ড চেক করেছেন। গত কয়েক দিনের অভিযানে পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায়। এরপরও বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা চালক বা হেলপারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন ট্রাফিক পুলিশ।
এ সব তথ্য নিশ্চিত করে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন বলেন, ‘টেকনাফ ট্রাফিক পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে প্রায় ১০০ টমটম ও থ্রি-হুইলার সিএনজির আইডি কার্ড যাচাই-বাঁচাই করেছি। কয়েক দিনের অভিযানে টেকনাফ পৌর এলাকায় অনেক রোহিঙ্গা চালক বা হেলপারের সংখ্যা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। বিভিন্ন অলিগলিতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। এই অভিযানের পর আগের তুলনায় অনেক টমটম চলাচল কমে গেছে। রোহিঙ্গা পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নিচ্ছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে