Ajker Patrika

পাচারকালে দুই দিনে ২০টি গরু আটক

বান্দরবান প্রতিনিধি
পাচারকালে দুই দিনে ২০টি গরু আটক

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পাচারের সময় পুলিশ অভিযান চালিয়ে দুই দিনে ২০টি গরু আটক করেছে। এর মধ‍্যে চৈক্ষ‍্যং ইউনিয়ন থেকে গতকাল মঙ্গলবার ভোরে ১৪টি ও গত সোমবার ভোরে সদর ইউনিয়ন এলাকা থেকে ৬টি গরু আটক করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম এসব তথ‍্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের লামা-আলীকদম সড়কের পাট্টাখাইয়াস্থ মুড়ি ফ্যাক্টরি এলাকা থেকে আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজোয়ানুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে মিয়ানমার থেকে পাচার করে নিয়ে আসা ১৪টি গরু উদ্ধার করে। উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা।

আলীকদম থানা সূত্র জানায়, এ-সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে এর এক দিন আগে সোমবার ভোর ৪টার দিকে একই উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছফুর ঘোনাস্থ পাহাড়ের ঢালে এসআই মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে রাত্রীকালীন টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচার করে নিয়ে আসা মিয়ানমারের ৬টি গরু উদ্ধার করে।

উদ্ধারকৃত গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।

তবে অভিযানে গরু আটক হলেও এসব ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এর আগে গত সপ্তাহে তিন দিনে আলীকদমের বিভিন্ন এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬৬টি গরু ও মহিষ আটক করা হলেও কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধভাবে গরু-মহিষ পাচার হয়ে আলীকদম সীমান্ত দিয়ে এদেশে আসছে। এরপর গরু-মহিষগুলো বিভিন্ন এলাকায় চলে যায়। মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে গরু-মহিষ অবৈধভাবে আনার কাজে প্রভাবশালী একাধিক চক্র (সিন্ডিকেট) রয়েছে। এসব চক্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব‍্যবসায়ী ব্যক্তিরা জড়িত।

এদিকে মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু ও মহিষ ব‍্যবসার কারণে কিছু ব‍্যক্তি আর্থিকভাবে লাভবান হলেও সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

সূত্রমতে, বিশেষ করে সন্ধ‍্যার পর থেকে গরু-মহিষ অবৈধভাবে আনা চক্রের সদস‍্যদের তৎপরতা বেড়ে যায়। সারা রাত মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে গরু-মহিষ এদেশে আনা হয়।

পুলিশ সুপার বলেন, মিয়ানমার থেকে অবৈধভাবে আলীকদমসহ বান্দরবানের যেকোনো সীমান্ত দিয়েই গরু-মহিষ এদেশে আনা হোক কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব অবৈধ কার্যক্রম বন্ধে সজাগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত