শৈলকুপায় সংঘর্ষ, আহত ১২

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২১, ০৭: ৩৪
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬: ১১

ঝিনাইদহের শৈলকুপায় এক কাঠমিস্ত্রি পারিশ্রমিকের বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে উপজেলার ৩ নম্বর দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের ১২ ব্যক্তি আহত হয় বলে জানা যায়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে থেকে ৬ ব্যক্তিকে আটক করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে রতনপুর গ্রামের হযরত জোয়ার্দ্দার তার ব্যবহারের জন্য কয়েকটি ফার্নিচার তৈরি করেন। ফার্নিচার তৈরি করে দেন একই গ্রামের কাঠমিস্ত্রি রণ হোসেন। দীর্ঘদিন পর রণ তার পারিশ্রমিকের পাওনা দুই হাজর টাকা দাবি করেন হযরত জোয়ার্দারের কাছ থেকে। টাকা চাওয়ায় রণের ওপর হামলা চালায় হযরত জোয়ার্দ্দার। এ ঘটনাকে কেন্দ্র করে রতনপুর গ্রামের মতিয়ার মেম্বর ও সাইদুল খাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় ওলিয়ার খাঁ, মতিয়ার জোয়ার্দ্দার, শিমুল জোয়ার্দ্দার, এরশাদ জোয়ার্দ্দার, মিন্টু মালিথা, টেন্টু মালিথা, হামিদ জোয়ার্দ্দার, জোয়াদ জোয়ার্দ্দারসহ ১২ ব্যক্তি আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের সময় মনসুর জোয়ার্দ্দার ও জোয়াদ জোয়ার্দ্দারের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ ব্যক্তিকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রতনপুর গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৬ ব্যক্তিকে আটক করে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত