উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড নোয়াখালীতে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০৭: ১৬
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১২: ১৭

নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে শাহিদ (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত যুবক কিশোর গ্যাংয়র নেতা বলে জানিয়েছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়। আটক শাহিদ মধ্য জিরতলী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহিদসহ কয়েকজন যুবক জিরতলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত করে আসছিল। তা ছাড়া প্রতিদিন বিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে ছাত্রীদের শ্লীলতাহানি করার চেষ্টা করত। তাদের বাধা দিতে এলে লোকজনকে মারধর করা হতো। এসব ঘটনায় বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতিবাদ করলে কয়েক দিন ধরে নারী শিক্ষকদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করা শুরু করে তারা।

জানতে চাইলে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে আমরা বিদ্যালয় এলাকায় অভিযান চালাই। এ সময় বিদ্যালয় ক্যাম্পাসের ভেতর থেকে অভিযুক্ত শাহিদকে আটক করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের শ্লীলতাহানির চেষ্টা ও উত্ত্যক্ত করার অপরাধে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘দণ্ডপ্রাপ্ত যুবক স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের প্রধান বলে একাধিক সূত্রে জানা গেছে। এসব ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানেত পেরেছি। তাদেরও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত