Ajker Patrika

ফসলি জমিতে পুকুর কাটায় জলাবদ্ধতা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১২: ৪৬
ফসলি জমিতে পুকুর কাটায় জলাবদ্ধতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে ফসলি জমিতে পুকুর কাটায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। তলিয়ে গেছে কয়েক বিঘা জমির ধান। কৃষকদের অভিযোগ, এর আগে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। সম্প্রতি পুকুর কাটায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী চাষি সুনিল কুমার হালদার বলেন, ‘এ মাঠে সাড়ে চার বিঘা জমি আছে। যার পুরোটাই ধান। আর ধান থেকে হয় আমার সারা বছরের খোরাক। কোনো বছরই এভাবে ধান পানিতে তলায় না।’ তিনি বলেন, ‘জমির সামনে পুকুর কাটায় পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। এ কারণে এ মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুকুর কাটার সময় বাধা দেওয়া হয়েছিল। এ ছাড়া বিষয়টি নিয়ে নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করা হয়।’

আরেক চাষি জাহিদ হোসেন বলেন, ‘পাশাপাশি দুটি মাঠ রয়েছে। পাশের মাঠের জমির পানি এ মাঠ দিয়ে বের হয়। আর এ মাঠের মধ্যে সম্প্রতি পুকুরটি হওয়ায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগে পানি আটকাতো। তবে তা দ্রুত চলে যেত।’ তিনি আরও বলেন, ‘এ এলাকার যত পানি সব বের হয় এ মাঠ দিয়ে। যা এখন বন্ধ হয়ে গেছে।’

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মহাসিন আলী বলেন, ‘বিষয়টি আমি জানি। এ ব্যাপারে আপনার সঙ্গে পরে কথা বলছি।’

ইউএনও মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমার সময় ওই অভিযোগ করা হয়নি। আমি এসে পুকুর দেখেছি। আর পুকুর পাড়ে ড্রাগন চাষ হচ্ছে। দেখি, খোঁজ-খবর নিয়ে কী করা যায়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত