ঘাসের মাঠে খেলা হলে আরও ভালো হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ০৭: ০৭
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ০৬

এখন বাংলাদেশে ঘরোয়া ফুটবলের পরিচিত নাম দানিয়েল কলিনদ্রেস। বিশ্বকাপ খেলে আসা তারকা হিসেবে শুরু থেকেই আলাদা নজর কেড়েছেন কোস্টারিকার এই ফুটবলার। বসুন্ধরা কিংসের হাত ধরে বাংলাদেশে আসেন কলিনদ্রেস। এই ফরোয়ার্ডের বর্তমান ঠিকানা আবাহনী। আকাশি-নীলদের জার্সিতে দারুণ আলো ছড়িয়েছেন তিনি। চলতি মৌসুমে জিতেছেন ডাবলসও। এখন তাঁদের সুযোগ আছে ট্রেবলস জেতার। গতকাল আবাহনীর শিরোপা উৎসবের আয়োজনে কলিনদ্রেস কথা বলেছেন ফুটবলসহ নানা বিষয় নিয়ে। তারই চুম্বকাংশ এখানে তুলে ধরা হলো।

প্রশ্ন: আবাহনীর ডাবল জেতার অন্যতম কারিগর আপনি। সামনে এখন ট্রেবলের হাতছানি। এই মুহূর্তে আপনার অনুভূতি কেমন?
কলিনদ্রেস: আমি আবাহনীতে দারুণ উপভোগ করছি। এখানে অনেক খুশি।

প্রশ্ন: বসুন্ধরা থেকে আবাহনীর সংস্কৃতি কিছুটা আলাদা। এখানে কতটা উপভোগ করছেন?
কলিনদ্রেস: পার্থক্য নিয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা সেটা দেখছেন।

প্রশ্ন: এখন আবাহনীর হয়ে ট্রেবল জয়ের হাতছানি। বসুন্ধরার হয়ে আগেও ট্রেবল জিতেছেন। তেমনই আরেকটা সম্ভাবনার সামনে আপনি দাঁড়িয়ে। এটা জিততে কতটা আশাবাদী?
কলিনদ্রেস: আমার জন্য এখন আবাহনীই সবকিছু। সবাই মিলে দলের জন্য আমরা ট্রেবল জিততে চাই। এটাই এখন আমাদের লক্ষ্য।

প্রশ্ন: অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে বাংলা বললেন। বাংলা কী নিয়মিত চর্চা করছেন?
কলিনদ্রেস: আমি কিছু শব্দ শিখেছি, যখন আমি কোনো সুপার মার্কেটে যাই, রিকশাওয়ালাদের সঙ্গে বাংলা বলার চেষ্টা করি। এটা খুবই ভালো যে সবকিছু আমি উপভোগ করছি।

প্রশ্ন: শুধু এখানেই বলছেন নাকি বাইরেও বাংলা বলার চেষ্টা করেন?
কলিনদ্রেস: যখন আমার কোনো জায়গায় যাওয়ার দরকার হয়, আমি তাদের সঙ্গে বাংলা বলার চেষ্টা করি। ডানে-বাঁয়ে, রিকশা কই, কত টাকা—এ রকম কিছু শব্দ (বলি)।

প্রশ্ন: বাংলাদেশে আপনি নিজ দেশ কোস্টারিকাকে প্রতিনিধিত্ব করার বিষয়টিকে কীভাবে দেখেন?
কলিনদ্রেস: আমি কোস্টারিকার নাগরিক, আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করছি। খুবই খুশি যে আমার পারফরম্যান্স দিয়ে দেশকে প্রতিনিধিত্ব করছি।

প্রশ্ন: আবাহনী দারুণ করছে। বসুন্ধরা, সাইফ কিংবা রহমতগঞ্জের মতো দলগুলোর পারফরম্যান্স ভালো। শিরোপা লড়াইয়েও এখন প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। এটাকে আপনি কীভাবে দেখছেন?
কলিনদ্রেস: আমিও মনে করি, এখন লিগে আগের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়েছে। পাশাপাশি লিগের মানও আগের চেয়ে অনেক বেড়েছে। আশা করি, সামনের দিনগুলোয় গ্রাউন্ডসগুলো আরও ভালো হবে। কর্তৃপক্ষ আমাদের জন্য ভালো খেলার ব্যবস্থা করে দেবে। ঘাসের মাঠে খেলা হলে আরও ভালো হবে।

প্রশ্ন: বাংলাদেশি ফুটবলারদের সঙ্গে খেলাটা কেমন উপভোগ করেন?
কলিনদ্রেস: আমরা যাঁরা বিদেশি, তাঁরা এখানে খুশি এবং বাংলাদেশের ফুটবল এগিয়ে নিতে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আমরা এখন ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি।

প্রশ্ন: বাংলাদেশের কোন খাবারগুলো আপনার বিশেষ পছন্দের?
কলিনদ্রেস: চিকেন বিরিয়ানি, মাটন আমার পছন্দ। সকালের নাস্তায় নান রুটি প্রিয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত