তানিম আহমেদ, ঢাকা
দলীয় কোন্দলের কারণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম দুই নির্বাচনে পরাজিত হয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই বিরোধ মিটিয়ে তিনবারের চেষ্টা গোমতি তীর পাড়ে ভিড়ল নৌকা। দলটির নেতাদের দাবি, কুসিক নির্বাচন তাঁদের সামনে দুটি দৃষ্টান্ত তৈরি করেছে। এক. সংগঠন ঐক্যবদ্ধ থাকলে যেকোনো প্রতিকূলতায় বিজয় সুনিশ্চিত। দুই. রাজনৈতিক দল সহযোগিতা করলে নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট উপহার দিতে পারে, তা প্রমাণিত হয়েছে।
গত ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৪৪৩ ভোটে জিতে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১২ সালে আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং ২০১৭ সালে তাঁর মেয়ে আঞ্জুম সুলতানা সীমা (নৌকা প্রতীক) হেরে গিয়েছিলেন সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর কাছে। তবে এবার রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। পাঁচ বছর আগে নৌকার প্রার্থী সীমা পেয়েছিলেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।
কুসিকের গত দুটি নির্বাচনে বিএনপির ছিল একক প্রার্থী। আওয়ামী লীগ ছিল কোন্দলে জর্জরিত। যার প্রভাব পড়ে ফলাফলে। কিন্তু এইবারের ভোটে বিএনপি সরাসরি অংশ না নিলেও তাদের দুই নেতা ভোটে অংশ নেন। এতে দলটির নেতা-কর্মীরা বিভক্ত ছিল। ফল যায় আওয়ামী লীগের পক্ষে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ‘নির্বাচনে বিদ্রোহী প্রার্থী না থাকলে আমাদের জিততে কষ্ট হয় না, আমরা একটা সুস্পষ্ট দিকনির্দেশনা পেয়েছি। অন্যদিকে বিএনপির দুজন প্রার্থী থাকার কারণে তারা আমাদের চেয়েও বেশি ভোট পেয়েছে। একজন খুব অল্প ভোটে হেরে গেছে।’
দেশে যে উন্নয়ন হয়েছে তার পক্ষে মানুষ কুমিল্লায় নৌকাকে বিজয়ী করেছে বলে মনে করেন দলের সভাপতিমণ্ডলীর অপর সদস্য ফারুক খান। তিনি বলেন, ‘এ ভোটের আরেকটি বিষয় প্রমাণ হলে প্রার্থী ভালো হলে এবং তিনি যদি সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে তৃণমূলে নৌকা মার্কা এখনো জনপ্রিয়।’
সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও ২০১৭ সালে পরাজিত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, কুমিল্লায় আওয়ামী একত্রিত থাকায় বিজয়ী হয়েছে। এটা সামনের রাজনীতিতেও চলমান থাকবে।
কুসিকের এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত চরিত্র ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত আমি কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলাম। এরপর থেকে পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আমাদের কেউ বিজয়ী হয়নি। এটার জন্য কিছুটা আমাদের নিজস্ব লোকের মুনাফেকি ছিল, আর কিছুটা মনোনয়ন ঠিক ছিল না।’ তিনি বলেন, ‘এই বার কুমিল্লার সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য একজনকে (রিফাত) মনোনয়ন দিয়েছে। তাই দলীয় কর্মীদের সম্মিলিত চেষ্টায় নির্বাচনে জয়লাভ করেছি।’
কুসিক নির্বাচন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের জন্য বড় পরীক্ষা ছিল। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট করে সেই পরীক্ষা তাঁরা ভালোভাবেই পাস করেছেন বলে মনে করে আওয়ামী লীগ। ফলাফল ঘোষণা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাকে পাত্তা দিচ্ছেন না দলের নেতারা।
আওয়ামী লীগ নেতারা বলেছেন, সাক্কু ফলাফল নিয়ে খুশি না হলেও, কায়সার যে পুরো ভোট ব্যবস্থা নিয়ে ইতিবাচক কথা বলেছেন। এটা তাদের সামনের রাজনীতিতে কাজে দেবে। এ ছাড়া ইভিএমে ধীর গতির অভিযোগ ব্যতীত নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটাররা সন্তুষ্ট ছিলেন।
কাজী জাফর উল্লাহ বলেন, এ নির্বাচনে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশনকে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো বাধার সৃষ্টি করা হয়নি। তাদের অধীনে যে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণ হয়েছে।
ফারুক খান বলেন, সব রাজনৈতিক দল যদি সহযোগিতা করে তাহলে যে ভালো নির্বাচন সম্ভব সেটা কুমিল্লায় প্রমাণ হয়েছে।
ফলাফল ঘোষণা কারচুপি হয়েছে বলে সাক্কুর অভিযোগ প্রসঙ্গে জাফর উল্লাহ বলেন, হেরে যাওয়ার পর অনেকেই অনেক কথা বলে। কিন্তু বাস্তবতা তো পরিষ্কার, তাঁদের দুই প্রার্থী থাকায় পরাজিত হয়েছেন। যে বিদ্রোহী প্রার্থীর সংকটের কারণে আমরা এত দিন ভুক্তভোগী ছিলাম।
দলীয় কোন্দলের কারণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম দুই নির্বাচনে পরাজিত হয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই বিরোধ মিটিয়ে তিনবারের চেষ্টা গোমতি তীর পাড়ে ভিড়ল নৌকা। দলটির নেতাদের দাবি, কুসিক নির্বাচন তাঁদের সামনে দুটি দৃষ্টান্ত তৈরি করেছে। এক. সংগঠন ঐক্যবদ্ধ থাকলে যেকোনো প্রতিকূলতায় বিজয় সুনিশ্চিত। দুই. রাজনৈতিক দল সহযোগিতা করলে নির্বাচন কমিশন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট উপহার দিতে পারে, তা প্রমাণিত হয়েছে।
গত ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ৪৪৩ ভোটে জিতে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে ২০১২ সালে আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং ২০১৭ সালে তাঁর মেয়ে আঞ্জুম সুলতানা সীমা (নৌকা প্রতীক) হেরে গিয়েছিলেন সাবেক বিএনপি নেতা মনিরুল হক সাক্কুর কাছে। তবে এবার রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। পাঁচ বছর আগে নৌকার প্রার্থী সীমা পেয়েছিলেন ৫৭ হাজার ৮৬৩ ভোট।
কুসিকের গত দুটি নির্বাচনে বিএনপির ছিল একক প্রার্থী। আওয়ামী লীগ ছিল কোন্দলে জর্জরিত। যার প্রভাব পড়ে ফলাফলে। কিন্তু এইবারের ভোটে বিএনপি সরাসরি অংশ না নিলেও তাদের দুই নেতা ভোটে অংশ নেন। এতে দলটির নেতা-কর্মীরা বিভক্ত ছিল। ফল যায় আওয়ামী লীগের পক্ষে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, ‘নির্বাচনে বিদ্রোহী প্রার্থী না থাকলে আমাদের জিততে কষ্ট হয় না, আমরা একটা সুস্পষ্ট দিকনির্দেশনা পেয়েছি। অন্যদিকে বিএনপির দুজন প্রার্থী থাকার কারণে তারা আমাদের চেয়েও বেশি ভোট পেয়েছে। একজন খুব অল্প ভোটে হেরে গেছে।’
দেশে যে উন্নয়ন হয়েছে তার পক্ষে মানুষ কুমিল্লায় নৌকাকে বিজয়ী করেছে বলে মনে করেন দলের সভাপতিমণ্ডলীর অপর সদস্য ফারুক খান। তিনি বলেন, ‘এ ভোটের আরেকটি বিষয় প্রমাণ হলে প্রার্থী ভালো হলে এবং তিনি যদি সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে তৃণমূলে নৌকা মার্কা এখনো জনপ্রিয়।’
সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও ২০১৭ সালে পরাজিত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেন, কুমিল্লায় আওয়ামী একত্রিত থাকায় বিজয়ী হয়েছে। এটা সামনের রাজনীতিতেও চলমান থাকবে।
কুসিকের এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত চরিত্র ও স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার আজকের পত্রিকাকে বলেন, ‘১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত আমি কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলাম। এরপর থেকে পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে আমাদের কেউ বিজয়ী হয়নি। এটার জন্য কিছুটা আমাদের নিজস্ব লোকের মুনাফেকি ছিল, আর কিছুটা মনোনয়ন ঠিক ছিল না।’ তিনি বলেন, ‘এই বার কুমিল্লার সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য একজনকে (রিফাত) মনোনয়ন দিয়েছে। তাই দলীয় কর্মীদের সম্মিলিত চেষ্টায় নির্বাচনে জয়লাভ করেছি।’
কুসিক নির্বাচন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের জন্য বড় পরীক্ষা ছিল। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট করে সেই পরীক্ষা তাঁরা ভালোভাবেই পাস করেছেন বলে মনে করে আওয়ামী লীগ। ফলাফল ঘোষণা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাকে পাত্তা দিচ্ছেন না দলের নেতারা।
আওয়ামী লীগ নেতারা বলেছেন, সাক্কু ফলাফল নিয়ে খুশি না হলেও, কায়সার যে পুরো ভোট ব্যবস্থা নিয়ে ইতিবাচক কথা বলেছেন। এটা তাদের সামনের রাজনীতিতে কাজে দেবে। এ ছাড়া ইভিএমে ধীর গতির অভিযোগ ব্যতীত নির্বাচনের পরিবেশ নিয়ে ভোটাররা সন্তুষ্ট ছিলেন।
কাজী জাফর উল্লাহ বলেন, এ নির্বাচনে প্রমাণ হয়েছে নির্বাচন কমিশনকে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে কোনো বাধার সৃষ্টি করা হয়নি। তাদের অধীনে যে সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণ হয়েছে।
ফারুক খান বলেন, সব রাজনৈতিক দল যদি সহযোগিতা করে তাহলে যে ভালো নির্বাচন সম্ভব সেটা কুমিল্লায় প্রমাণ হয়েছে।
ফলাফল ঘোষণা কারচুপি হয়েছে বলে সাক্কুর অভিযোগ প্রসঙ্গে জাফর উল্লাহ বলেন, হেরে যাওয়ার পর অনেকেই অনেক কথা বলে। কিন্তু বাস্তবতা তো পরিষ্কার, তাঁদের দুই প্রার্থী থাকায় পরাজিত হয়েছেন। যে বিদ্রোহী প্রার্থীর সংকটের কারণে আমরা এত দিন ভুক্তভোগী ছিলাম।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪