কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
বসন্ত বাতাসে আজ উড়ছে বইমেলা!
গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা যেন একটু বেশি সুবাস ছড়াচ্ছে। আজ ভালোবাসার দিন, আজ বসন্তের দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি খুব সকাল থেকে সরব নারী-পুরুষের উপস্থিতিতে। বেশির ভাগ নারীর পরনে শাড়ি। সব সময় ক্যাজুয়াল লুকে স্বচ্ছন্দবোধ করা ছেলেটির পরনে পাঞ্জাবি। শাহবাগ মোড় থেকে টিএসসি এলাকায় নানান আয়োজনে বসন্তবরণের অনুষ্ঠানে ব্যস্ত ছিল বিভিন্ন সংগঠন।
নানার হাত ধরে এই আয়োজন দেখতে এসেছিল ছয় বছরের তাসনিম তারহানুম তুষি। পরনের শাড়ি ঠিক করে মঞ্চ থেকে ভেসে আসা গানের তালে হাতও নড়ছে তার। তুষির নানা আব্দুল বাকি জানান, সে সাজতে ও নাচতে খুব ভালোবাসে। সকালবেলা খালাকে সেজেগুজে বাইরে যেতে দেখে সে-ও নানার সঙ্গে চলে এসেছে।
পড়ন্ত বিকেলে বইমেলা প্রাঙ্গণেও বসন্ত আবহ ছিল প্রবলভাবে। কেউ কিনছেন বই, কেউ তুলছেন ছবি, কেউবা শিল্পীর পেনসিলের আঁচড়ে এঁকে নিচ্ছেন নিজের ছবি। কারও মাথায় ফুল দিয়ে বানানো মুকুট, কারও হাতে ফুলের বালা, কারও খোঁপায় শোভা পাচ্ছে রঙিন ফুলের গুচ্ছ। একদিকে চোখে পড়ল লাল কালো চেক থামি। কাছে গিয়ে জানা গেল, পাহাড়ি তিন কন্যা গত মাসেই খাগড়াছড়ি থেকে রাজধানীতে এসেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। সমতলের বসন্ত উদ্যাপন কেমন লাগছে জানতে চাইলে থামি পরা কোহি চাকমা জানালেন, বইমেলার এত বড় আয়োজন তিনি আগে দেখেননি! ঢাকায় আসার পর সবার মুখে শুনেছেন মাসব্যাপী বইমেলার কথা। এই দিনে সবাই বইমেলায় আসে, শাহবাগে আসে। তাই তাঁরা তিন বান্ধবীও চলে এসেছেন। কোহি চাকমা তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরলেও বাকি দুজন পরেছেন হলুদ শাড়ি। তিনজনের মাথাতেই শোভা পাচ্ছে ফুলের মুকুট।
বিশেষ দিনে বেশি বই বিক্রির আশা করেন বিক্রেতারা। পাঠকদের চোখ তাঁদের প্রিয় মুখ আর প্রিয় লেখকের বইয়ের দিকেই ঘুরেফিরে যায়। বসন্তের প্রথম দিনটি ছিল বইমেলার ১৪তম দিন।
ঘুরতে ঘুরতে চলে আসি অনুপম প্রকাশনীর স্টলের সামনে। বিক্রেতারা জানান, নতুন বইয়ের পাশাপাশি তাঁদের স্টল থেকে বেশি বিক্রি হচ্ছে ‘জহির রায়হানের রচনাসমগ্র’। এ সংকলনে রয়েছে লেখকের আটটি উপন্যাস, গল্প, কবিতা ও প্রবন্ধ। নতুন বইয়ের মধ্যে বিক্রি হচ্ছে কিশোরদের বিজ্ঞান ও গবেষণাধর্মী বই ‘গল্পে জল্পে জীববিজ্ঞান’। নালন্দা প্রকাশনী জানিয়েছে, সেখানে বেশি বিক্রি হচ্ছে লতিফুল ইসলাম শিবলীর লেখা ঐতিহাসিক উপন্যাস ‘নূর’। পলাশীর যুদ্ধের পরের তিন দশকে সংঘটিত হওয়া ফকির সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ফকির মজনু শাহ। তাঁকে কেন্দ্র করেই লেখা হয়েছে ‘নূর’ নামের এই উপন্যাস। এদিকে সময় প্রকাশনে জুড়ে বসেছে আনিসুল হকের ‘ভয়ঙ্কর ভূত’ আর মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘প্রলয়’। চারুলিপি প্রকাশনীর বিক্রেতারা জানান, নতুন আসা বইগুলোর মধ্যে বেশি বিক্রি হচ্ছে নকশাল আন্দোলনের সময়কাল নিয়ে অন্বেষা তিথির লেখা চতুর্ভুজ প্রেমের উপন্যাস ‘তবু রয়ে গেলে’ এবং মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিধর্মী বই ‘মন ভাঙা পরী’।
বিকেল গড়িয়ে সন্ধ্যার রক্তিম আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল বইমেলার আনাচকানাচে। কোনো একটি স্টল থেকে তখন ভেসে আসছে অনুপমের গান, ‘...মাথা নত করে রব/ বসন্ত এসে গেছে...’।
বসন্ত বাতাসে আজ উড়ছে বইমেলা!
গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, চন্দ্রমল্লিকা যেন একটু বেশি সুবাস ছড়াচ্ছে। আজ ভালোবাসার দিন, আজ বসন্তের দিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি খুব সকাল থেকে সরব নারী-পুরুষের উপস্থিতিতে। বেশির ভাগ নারীর পরনে শাড়ি। সব সময় ক্যাজুয়াল লুকে স্বচ্ছন্দবোধ করা ছেলেটির পরনে পাঞ্জাবি। শাহবাগ মোড় থেকে টিএসসি এলাকায় নানান আয়োজনে বসন্তবরণের অনুষ্ঠানে ব্যস্ত ছিল বিভিন্ন সংগঠন।
নানার হাত ধরে এই আয়োজন দেখতে এসেছিল ছয় বছরের তাসনিম তারহানুম তুষি। পরনের শাড়ি ঠিক করে মঞ্চ থেকে ভেসে আসা গানের তালে হাতও নড়ছে তার। তুষির নানা আব্দুল বাকি জানান, সে সাজতে ও নাচতে খুব ভালোবাসে। সকালবেলা খালাকে সেজেগুজে বাইরে যেতে দেখে সে-ও নানার সঙ্গে চলে এসেছে।
পড়ন্ত বিকেলে বইমেলা প্রাঙ্গণেও বসন্ত আবহ ছিল প্রবলভাবে। কেউ কিনছেন বই, কেউ তুলছেন ছবি, কেউবা শিল্পীর পেনসিলের আঁচড়ে এঁকে নিচ্ছেন নিজের ছবি। কারও মাথায় ফুল দিয়ে বানানো মুকুট, কারও হাতে ফুলের বালা, কারও খোঁপায় শোভা পাচ্ছে রঙিন ফুলের গুচ্ছ। একদিকে চোখে পড়ল লাল কালো চেক থামি। কাছে গিয়ে জানা গেল, পাহাড়ি তিন কন্যা গত মাসেই খাগড়াছড়ি থেকে রাজধানীতে এসেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। সমতলের বসন্ত উদ্যাপন কেমন লাগছে জানতে চাইলে থামি পরা কোহি চাকমা জানালেন, বইমেলার এত বড় আয়োজন তিনি আগে দেখেননি! ঢাকায় আসার পর সবার মুখে শুনেছেন মাসব্যাপী বইমেলার কথা। এই দিনে সবাই বইমেলায় আসে, শাহবাগে আসে। তাই তাঁরা তিন বান্ধবীও চলে এসেছেন। কোহি চাকমা তাঁদের ঐতিহ্যবাহী পোশাক পরলেও বাকি দুজন পরেছেন হলুদ শাড়ি। তিনজনের মাথাতেই শোভা পাচ্ছে ফুলের মুকুট।
বিশেষ দিনে বেশি বই বিক্রির আশা করেন বিক্রেতারা। পাঠকদের চোখ তাঁদের প্রিয় মুখ আর প্রিয় লেখকের বইয়ের দিকেই ঘুরেফিরে যায়। বসন্তের প্রথম দিনটি ছিল বইমেলার ১৪তম দিন।
ঘুরতে ঘুরতে চলে আসি অনুপম প্রকাশনীর স্টলের সামনে। বিক্রেতারা জানান, নতুন বইয়ের পাশাপাশি তাঁদের স্টল থেকে বেশি বিক্রি হচ্ছে ‘জহির রায়হানের রচনাসমগ্র’। এ সংকলনে রয়েছে লেখকের আটটি উপন্যাস, গল্প, কবিতা ও প্রবন্ধ। নতুন বইয়ের মধ্যে বিক্রি হচ্ছে কিশোরদের বিজ্ঞান ও গবেষণাধর্মী বই ‘গল্পে জল্পে জীববিজ্ঞান’। নালন্দা প্রকাশনী জানিয়েছে, সেখানে বেশি বিক্রি হচ্ছে লতিফুল ইসলাম শিবলীর লেখা ঐতিহাসিক উপন্যাস ‘নূর’। পলাশীর যুদ্ধের পরের তিন দশকে সংঘটিত হওয়া ফকির সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ফকির মজনু শাহ। তাঁকে কেন্দ্র করেই লেখা হয়েছে ‘নূর’ নামের এই উপন্যাস। এদিকে সময় প্রকাশনে জুড়ে বসেছে আনিসুল হকের ‘ভয়ঙ্কর ভূত’ আর মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘প্রলয়’। চারুলিপি প্রকাশনীর বিক্রেতারা জানান, নতুন আসা বইগুলোর মধ্যে বেশি বিক্রি হচ্ছে নকশাল আন্দোলনের সময়কাল নিয়ে অন্বেষা তিথির লেখা চতুর্ভুজ প্রেমের উপন্যাস ‘তবু রয়ে গেলে’ এবং মোশতাক আহমেদের প্যারাসাইকোলজিধর্মী বই ‘মন ভাঙা পরী’।
বিকেল গড়িয়ে সন্ধ্যার রক্তিম আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল বইমেলার আনাচকানাচে। কোনো একটি স্টল থেকে তখন ভেসে আসছে অনুপমের গান, ‘...মাথা নত করে রব/ বসন্ত এসে গেছে...’।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে