‘পাতা খেলা’ দেখতে হাজারো মানুষের ঢল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০৭: ১৪
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৩: ২২

দিনাজপুরের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘পাতা খেলা’। গত শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

সুজাপুর গ্রামবাসীর উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠের চারপাশে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। হারিয়ে যাওয়া এ খেলা নিয়মিত আয়োজনের অনুরোধ করেছেন দর্শকেরা। আয়োজকেরা আশ্বাস দিয়েছেন ধারাবাহিকতা ধরে রাখার।

খেলা উপলক্ষে এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়। বিভিন্ন এলাকা থেকে আসা ১০টি তান্ত্রিক দল তন্ত্রমন্ত্র দিয়ে পাতারূপী তিনজন মানুষকে মাঠের মাঝখান থেকে নিজেদের দিকে টানার প্রতিযোগিতা করে। প্রতিযোগিতায় যে তান্ত্রিক দল দুটি পাতাকে আয়ত্তে নিতে পারে, সেই দলকে বিজয়ী এবং যে তান্ত্রিক দল একটি পাতা নিজেদের আয়ত্তে নিতে পারে তাকে রানার্সআপ ঘোষণা করা হয়।

খবিরুল ইসলামের নেতৃত্বে তান্ত্রিক দল এক ও দুই নম্বর পাতাকে মন্ত্রবলে নিজেদের আয়ত্তে নিয়ে বিজয়ী হয়। একইভাবে উপজেলার আলাদিপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুস সাকিব বাবুলের তান্ত্রিক দল ৩ নম্বর পাতাটি মন্ত্রবলে নিজেদের আয়ত্তে নিয়ে রানার্সআপ হয়। এ খেলা দেখে খুশি দর্শকেরা। সবার দাবি, প্রতিবছর আয়োজন হোক এমন খেলার। এদিকে আয়োজকেরা জানান, মানুষকে আনন্দ দিতেই খেলার আয়োজন করেছেন তাঁরা।

তান্ত্রিকদের মতে, প্রাচীনকাল থেকে গুনীকেরা খেলত এই পাতা খেলা। আর এ জন্য যে মন্ত্র প্রয়োজন, তা অতি কঠিন।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল ও বিশেষ অতিথি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত