ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
একজনের দুই হাত নেই, অন্যজনের নেই দুই পা। তবুও অদম্য শক্তিতে এগিয়ে চলেছেন তারা। একজন ফুলপুরের ভাইটকান্দি গ্রামের মৃত মুক্তার হোসেনের প্রতিবন্ধী মেয়ে মরিয়ম। অন্যজন ময়মনসিংহের কেওয়াটখালী মড়লপাড়ার শামসউদ্দিন দুলালের ছেলে রুবেল পারভেজ। পরিশ্রম আর মেধায় পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনীতে ৪.৩৯ এবং জেএসসিতে ৪.৯৩ জিপিএ পায় মরিয়ম। আর দুই পা হারানো রুবেল কৃত্রিম পা নিয়েই নিজ চেষ্টায় স্বাবলম্বী।
মরিয়ম সিদ্দিকী জানায়, দুহাত ছাড়াই জন্মের পর ছয় মাস বয়সে হারাতে হয় বাবাকে। পরে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে একটি বাসায় কাজ করতেন মা। আর সে অন্যের সহযোগিতায় চলত।
মরিয়মের কথায়, ‘এক সময় ভিক্ষাবৃত্তি ছেড়ে স্কুলে ভর্তি হই। সবার সঙ্গেই পায়ের আঙুলের মাঝে কলম রেখে লিখতে কোনো সমস্যা হয় না। পা দিয়ে নিজেই খাবার খেতে পারি। কাপড়-চোপড়ও পরি। থালা-বাসন মাজা, কলের পানি তোলা, মোবাইল চালাতে সমস্যা হয় না।’
ফুলপুর মহিলা কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেন বলেন, মরিয়ম অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছে। দুই হাত না থাকলেও সাহস আর মেধায় অন্যদের চেয়ে এগিয়ে সে। প্রতিষ্ঠান থেকে তাকে সব সহযোগিতা করা হচ্ছে।
এদিকে বিদ্যুতের শকে দুই পা হারানো রুবেল কৃত্রিম পা নিয়ে অন্য প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হওয়ার সাহস জুগিয়ে যাচ্ছেন। ৩০ বছর আগে পা হারানো রুবেল নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি প্রতিবন্ধীদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে প্রতিষ্ঠা করেছেন নীড প্রতিবন্ধী একাডেমি।
রুবেল পারভেজ বলেন, ১৯৯০ সালে পাখির ছানা সংগ্রহ করতে গাছে ওঠেন। নামার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাণে বাঁচলেও কাটা পড়ে দুই পা।
পরে ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন নীড প্রতিবন্ধী একাডেমি। সেখানে ১৫৪ জন শিক্ষার্থী রয়েছে। তাদের বিনা খরচে পড়াশোনার পাশাপাশি সব সহযোগিতা করে যাচ্ছেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালিউল্লাহ বলেন, প্রতিবন্ধীদের ভাতা ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই টাকা যেন এদিক-সেদিক না হয় সে জন্য নিয়মিত তদারকি করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘প্রতিবন্ধী হয়েও অনেকে নিজ যোগ্যতায় আত্মনির্ভরশীল। রুবেল তাদের একজন। সে যেভাবে কাজ করছে, সত্যিই সেটা বড় পাওয়া। সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি তাদের সহযোগিতা করা হবে।’
একজনের দুই হাত নেই, অন্যজনের নেই দুই পা। তবুও অদম্য শক্তিতে এগিয়ে চলেছেন তারা। একজন ফুলপুরের ভাইটকান্দি গ্রামের মৃত মুক্তার হোসেনের প্রতিবন্ধী মেয়ে মরিয়ম। অন্যজন ময়মনসিংহের কেওয়াটখালী মড়লপাড়ার শামসউদ্দিন দুলালের ছেলে রুবেল পারভেজ। পরিশ্রম আর মেধায় পা দিয়ে লিখে প্রাথমিক সমাপনীতে ৪.৩৯ এবং জেএসসিতে ৪.৯৩ জিপিএ পায় মরিয়ম। আর দুই পা হারানো রুবেল কৃত্রিম পা নিয়েই নিজ চেষ্টায় স্বাবলম্বী।
মরিয়ম সিদ্দিকী জানায়, দুহাত ছাড়াই জন্মের পর ছয় মাস বয়সে হারাতে হয় বাবাকে। পরে তাকে ঢাকায় নিয়ে যান। সেখানে একটি বাসায় কাজ করতেন মা। আর সে অন্যের সহযোগিতায় চলত।
মরিয়মের কথায়, ‘এক সময় ভিক্ষাবৃত্তি ছেড়ে স্কুলে ভর্তি হই। সবার সঙ্গেই পায়ের আঙুলের মাঝে কলম রেখে লিখতে কোনো সমস্যা হয় না। পা দিয়ে নিজেই খাবার খেতে পারি। কাপড়-চোপড়ও পরি। থালা-বাসন মাজা, কলের পানি তোলা, মোবাইল চালাতে সমস্যা হয় না।’
ফুলপুর মহিলা কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেন বলেন, মরিয়ম অষ্টম শ্রেণিতে ভর্তি হয়েছে। দুই হাত না থাকলেও সাহস আর মেধায় অন্যদের চেয়ে এগিয়ে সে। প্রতিষ্ঠান থেকে তাকে সব সহযোগিতা করা হচ্ছে।
এদিকে বিদ্যুতের শকে দুই পা হারানো রুবেল কৃত্রিম পা নিয়ে অন্য প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল হওয়ার সাহস জুগিয়ে যাচ্ছেন। ৩০ বছর আগে পা হারানো রুবেল নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি প্রতিবন্ধীদের সমাজে মাথা উঁচু করে বাঁচতে প্রতিষ্ঠা করেছেন নীড প্রতিবন্ধী একাডেমি।
রুবেল পারভেজ বলেন, ১৯৯০ সালে পাখির ছানা সংগ্রহ করতে গাছে ওঠেন। নামার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রাণে বাঁচলেও কাটা পড়ে দুই পা।
পরে ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন নীড প্রতিবন্ধী একাডেমি। সেখানে ১৫৪ জন শিক্ষার্থী রয়েছে। তাদের বিনা খরচে পড়াশোনার পাশাপাশি সব সহযোগিতা করে যাচ্ছেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালিউল্লাহ বলেন, প্রতিবন্ধীদের ভাতা ও উপবৃত্তি দেওয়া হচ্ছে। এই টাকা যেন এদিক-সেদিক না হয় সে জন্য নিয়মিত তদারকি করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘প্রতিবন্ধী হয়েও অনেকে নিজ যোগ্যতায় আত্মনির্ভরশীল। রুবেল তাদের একজন। সে যেভাবে কাজ করছে, সত্যিই সেটা বড় পাওয়া। সরকারি সুযোগ-সুবিধার পাশাপাশি তাদের সহযোগিতা করা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে