বসার ঘরের বারান্দায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ মে ২০২২, ০৮: ৪১
Thumbnail image

বসার ঘরের সঙ্গে এক টুকরো বারান্দা না থাকলে যেন জমে না। ব্যস্ততার ফাঁকে একটু হাঁপ ছাড়ার জন্য তো বটেই, অতিথি এলে আড্ডা ও চা-পর্বের জন্যও বারান্দায় টুল পেতে বসতে মন্দ লাগে না। বাড়িতে অতিথি এলে যেহেতু বসার ঘরেই তাদের আপ্যায়ন করা হয়, তাই লাগোয়া যদি একটা বারান্দাও থাকে, তবে সে বারান্দা সাজিয়ে তোলা যেতে পারে।

  • যেসব বারান্দায় আলো কম ঢোকে সেই সব বারান্দায় উজ্জ্বল ভাব আনতে উজ্জ্বল রঙে দেয়াল রাঙিয়ে নিন। বারান্দার দেয়ালে ট্রপিক্যাল হলুদ রং ব্যবহার করতে পারেন।
  • বারান্দায় পছন্দসই টবে লাগিয়ে ফেলুন কয়েক ধরনের ফুলগাছ। রাখতে পারেন দোলনচাঁপা, বেলিসহ রঙিন কয়েক ধরনের ফুলগাছ। ইনডোর প্ল্যান্টও লাগাতে পারেন। এতে যত্ন নেওয়া সহজ হবে।
  • বারান্দায় প্রবেশের পর্দায়ও আনতে পারেন নতুনত্ব। আবহাওয়ার উপযোগী হালকা পর্দা পছন্দ করার সময় মিষ্টি হলুদ রং বেছে নিতে পারেন। হালকা পর্দাগুলোর ওপর যখন সূর্যের আলোকরশ্মি পড়ে তখন বারান্দা গলিয়ে আপনার ভেতরকার ঘর আলোকিত করে তুলবে।
  • বসার জন্য বারান্দায় বেত অথবা বাঁশের রকিং চেয়ার বা ডিভান রাখা যেতে পারে। আরও রাখতে পারেন বেতের আরামদায়ক চেয়ার।
  • মেঝেতে রাবারের কার্পেট বিছিয়ে দেওয়া যেতে পারে। এতে করে বারান্দার লুকটা একেবারেই পাল্টে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত