মাহিদুল ইসলাম, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশে কৃষিজমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে বসতঘর, দোকানপাট। ফসলের পরিবর্তে এসব জমিতে শোভা পাচ্ছে ইট-কাঠের দালানকোঠা। অপরিকল্পিতভাবে এসব দালানকোঠা তৈরি করায় কমে যাচ্ছে ফসলি জমি।
উপজেলার শমশেরনগর, পতনঊষার, মুন্সিবাজার, আদমপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, এক দশক আগেও যেসব জমিতে ফসল হতো। সেসব এখন ভরাট হয়ে গেছে। এসব জায়গায় গড়ে তোলা হয়েছে স্থাপনা।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে, ১৯৯৬ সালে এই উপজেলায় আবাদি জমির পরিমাণ ছিল ৪৭ দশমিক ৬৮১ একর। ২০০৮ সালে আবাদি জমির পরিমাণ দাঁড়ায় ৪০ দশমিক ৪০৪ একর। আর গত এক যুগে ৭ দশমিক ২৭৭ একর আবাদি জমি ভরাট হয়ে গেছে।
মৌলভীবাজার জেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নূরুল মুহাইমিন মিল্টন এ বিষয়ে বলেন, ‘অবাধে কৃষিজমি ভরাটের কারণে খাদ্যের যেমন ঘাটতি হচ্ছে, তেমনি পরিবেশের ক্ষতি হচ্ছে। কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন কার্যকর করলে আবাদি জমি নষ্ট হতো না। এ বিষয়ে আমাদের আরও সচেতন হয়ে কাজ করা প্রয়োজন।’
জেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, প্রতিবছর দশমিক ২৫ শতাংশ বা ৪৫ হেক্টর পরিমাণ কৃষিজমি কমে যাচ্ছে। কৃষি অধিদপ্তরের মতে, প্রতিবছর দেশে এক শতাংশ হারে কৃষিজমি কমছে। এ ছাড়াও কৃষি উৎপাদন ও মাছের জলাশয় বিলীন হচ্ছে। ফসলি জমি রক্ষায় কৃষিজমির মাটি কাটা ও স্থাপনা নির্মাণ বন্ধ করতে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু বলেন, কৃষিজমি রূপান্তর করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুমতি নিয়ে ভরাট বা বাড়ি তৈরি করতে হয়। কিন্তু বর্তমানে কৃষিজমি রূপান্তরের বিষয়ে কেউ অনুমতি না নিয়ে যে যাঁর মতো ভরাট করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বলেন, এভাবে কৃষিজমি ভরাট করলে একটা সময় খাদ্যসংকট দেখা দিতে পারে। এ অঞ্চলে প্রবাসী বেশি থাকায় রাস্তার পাশে বসতবাড়ি প্রচুর পরিমাণে নির্মাণ করছেন। কৃষিজমি খনন বা ভরাট করতে হলে ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে অনুমতি নিতে হয়।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সড়কের ১০ ফুট দূরত্ব পর্যন্ত আইন অনুযায়ী কেউ পুকুর বা বসতঘর নির্মাণ করতে পারবেন না।
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশে কৃষিজমি ভরাট করে গড়ে তোলা হচ্ছে বসতঘর, দোকানপাট। ফসলের পরিবর্তে এসব জমিতে শোভা পাচ্ছে ইট-কাঠের দালানকোঠা। অপরিকল্পিতভাবে এসব দালানকোঠা তৈরি করায় কমে যাচ্ছে ফসলি জমি।
উপজেলার শমশেরনগর, পতনঊষার, মুন্সিবাজার, আদমপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, এক দশক আগেও যেসব জমিতে ফসল হতো। সেসব এখন ভরাট হয়ে গেছে। এসব জায়গায় গড়ে তোলা হয়েছে স্থাপনা।
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্যমতে, ১৯৯৬ সালে এই উপজেলায় আবাদি জমির পরিমাণ ছিল ৪৭ দশমিক ৬৮১ একর। ২০০৮ সালে আবাদি জমির পরিমাণ দাঁড়ায় ৪০ দশমিক ৪০৪ একর। আর গত এক যুগে ৭ দশমিক ২৭৭ একর আবাদি জমি ভরাট হয়ে গেছে।
মৌলভীবাজার জেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নূরুল মুহাইমিন মিল্টন এ বিষয়ে বলেন, ‘অবাধে কৃষিজমি ভরাটের কারণে খাদ্যের যেমন ঘাটতি হচ্ছে, তেমনি পরিবেশের ক্ষতি হচ্ছে। কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন কার্যকর করলে আবাদি জমি নষ্ট হতো না। এ বিষয়ে আমাদের আরও সচেতন হয়ে কাজ করা প্রয়োজন।’
জেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে, প্রতিবছর দশমিক ২৫ শতাংশ বা ৪৫ হেক্টর পরিমাণ কৃষিজমি কমে যাচ্ছে। কৃষি অধিদপ্তরের মতে, প্রতিবছর দেশে এক শতাংশ হারে কৃষিজমি কমছে। এ ছাড়াও কৃষি উৎপাদন ও মাছের জলাশয় বিলীন হচ্ছে। ফসলি জমি রক্ষায় কৃষিজমির মাটি কাটা ও স্থাপনা নির্মাণ বন্ধ করতে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু বলেন, কৃষিজমি রূপান্তর করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুমতি নিয়ে ভরাট বা বাড়ি তৈরি করতে হয়। কিন্তু বর্তমানে কৃষিজমি রূপান্তরের বিষয়ে কেউ অনুমতি না নিয়ে যে যাঁর মতো ভরাট করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান বলেন, এভাবে কৃষিজমি ভরাট করলে একটা সময় খাদ্যসংকট দেখা দিতে পারে। এ অঞ্চলে প্রবাসী বেশি থাকায় রাস্তার পাশে বসতবাড়ি প্রচুর পরিমাণে নির্মাণ করছেন। কৃষিজমি খনন বা ভরাট করতে হলে ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে অনুমতি নিতে হয়।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, সড়কের ১০ ফুট দূরত্ব পর্যন্ত আইন অনুযায়ী কেউ পুকুর বা বসতঘর নির্মাণ করতে পারবেন না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে