কুশিয়ারা নদীর সেতু নির্মাণ স্থান পরিদর্শন

সিলেট সংবাদদাতা
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২১, ০৭: ২৩
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৩

সিলেটের কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ স্থান পরিদর্শন করেছেন সিলেট-৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব ও মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। বালাগঞ্জ ও রাজনগরের নদীর দুই পারে গতকাল শনিবার সকালে সেতু নির্মাণের স্থান ঘুরে দেখেন তাঁরা। এর আগে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সেতু নির্মাণের নকশা দেখানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সড়ক ও জনপদ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সওজ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ মিয়া, পূর্ব পৌলনপুরের ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন প্রমুখ।

কুশিয়ারা নদীর ওপর সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই দুই উপজেলার মানুষ। সেতু হলে সিলেটের বালাগঞ্জ ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার মধ্যে সরাসরি বন্ধনের দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি বালাগঞ্জ, রাজনগরসহ ওসমানীনগর, ফেঞ্চুগঞ্জের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত