শিমুল চৌধুরী, ভোলা
আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলের তৃণমূল নেতা-কর্মীরা। আসন্ন কমিটির নেতৃত্বেই ভোলায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। নির্বাচন ঘিরে বিরোধীদের আন্দোলন-সংগ্রাম মোকাবিলা করতে হবে এই নেতৃত্বকেই। তাই দীর্ঘ ছয় বছর পর নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন, সাংগঠনিক কী পরিবর্তন আসতে পারে, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে।
এ সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীরাও উজ্জীবিত হয়ে উঠছেন। তাঁরা ব্যস্ত নানা তৎপরতায়। সম্মেলনে পদপ্রত্যাশী নেতারাও তৎপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগে। আসছে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা এখন স্থান পাচ্ছে সাত উপজেলার গ্রামগঞ্জের চায়ের আড্ডায়। গত সম্মেলনের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুরোনো নেতারাই থাকছেন, নাকি এবার নতুন মুখ আসছে? এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পদপ্রত্যাশীদের নাম ও ছবিসংবলিত বিলবোর্ড, ফেস্টুন ও তোরণ স্থাপন করে জানান দেওয়া হচ্ছে।
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু ১১ জুন জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, জেলার তৃণমূল পর্যায়ের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে সম্মেলনের কমিটি। তবে জেলার শীর্ষ দুটি পদে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার মনোনীতরাই ঠাঁই পাবেন। আবার এ ক্ষেত্রে ভোলা সদর আসনের এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের মতামতকেও গুরুত্ব দেওয়া হতে পারে।
ভোলা শহরের সরকারি বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংসদ সদস্য তোফায়েল আহমেদকে প্রধান অতিথি থাকার কথা রয়েছে। ওই সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানায়।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন সভাপতি পদে বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা এবং বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং জেলা যুবলীগের সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নাম শোনা যাচ্ছে। এখন নানা হিসাব-নিকাশ ও মেরুকরণ চলছে পদপ্রত্যাশী এসব নেতাকে নিয়ে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন বিষয়ে সাধারণ সম্পাদক পদে কে আসবেন, সে বিষয়ে মন্তব্য না করলেও তিনি এবারও সভাপতি পদে পদ পাবেন বলে আশা করছেন।
এ বিষয়ে সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু গত বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘দল আমাকে যে পদে যোগ্য মনে করে, সে পদে রাখবে। যাকে দিলে ভোলা জেলা আওয়ামী লীগ শক্তিশালী হবে, দল তাকেই দেবে। এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই। তবে সম্মেলনের আগে আমাদের নেত্রী, ভোলা জেলা আওয়ামী লীগের অভিভাবক তোফায়েল আহমেদসহ ভোলার ৪ সংসদ সদস্য ও কাউন্সিলররা বসে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।’ আসন্ন সম্মেলনে কাউন্সিলরদের প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শহরের সরকারি বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি।
আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলের তৃণমূল নেতা-কর্মীরা। আসন্ন কমিটির নেতৃত্বেই ভোলায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ। নির্বাচন ঘিরে বিরোধীদের আন্দোলন-সংগ্রাম মোকাবিলা করতে হবে এই নেতৃত্বকেই। তাই দীর্ঘ ছয় বছর পর নতুন কমিটির নেতৃত্বে কারা আসছেন, সাংগঠনিক কী পরিবর্তন আসতে পারে, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে।
এ সম্মেলন ঘিরে দলীয় নেতা-কর্মীরাও উজ্জীবিত হয়ে উঠছেন। তাঁরা ব্যস্ত নানা তৎপরতায়। সম্মেলনে পদপ্রত্যাশী নেতারাও তৎপর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগে। আসছে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা এখন স্থান পাচ্ছে সাত উপজেলার গ্রামগঞ্জের চায়ের আড্ডায়। গত সম্মেলনের মতো সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুরোনো নেতারাই থাকছেন, নাকি এবার নতুন মুখ আসছে? এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে পদপ্রত্যাশীদের নাম ও ছবিসংবলিত বিলবোর্ড, ফেস্টুন ও তোরণ স্থাপন করে জানান দেওয়া হচ্ছে।
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু ১১ জুন জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, জেলার তৃণমূল পর্যায়ের কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে সম্মেলনের কমিটি। তবে জেলার শীর্ষ দুটি পদে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার মনোনীতরাই ঠাঁই পাবেন। আবার এ ক্ষেত্রে ভোলা সদর আসনের এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের মতামতকেও গুরুত্ব দেওয়া হতে পারে।
ভোলা শহরের সরকারি বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিতব্য জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংসদ সদস্য তোফায়েল আহমেদকে প্রধান অতিথি থাকার কথা রয়েছে। ওই সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্র জানায়।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁরা হলেন সভাপতি পদে বর্তমান জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা এবং বর্তমান সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলু।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব এবং জেলা যুবলীগের সভাপতি ও ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনিরের নাম শোনা যাচ্ছে। এখন নানা হিসাব-নিকাশ ও মেরুকরণ চলছে পদপ্রত্যাশী এসব নেতাকে নিয়ে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা আসন্ন ত্রিবার্ষিক সম্মেলন বিষয়ে সাধারণ সম্পাদক পদে কে আসবেন, সে বিষয়ে মন্তব্য না করলেও তিনি এবারও সভাপতি পদে পদ পাবেন বলে আশা করছেন।
এ বিষয়ে সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু গত বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘দল আমাকে যে পদে যোগ্য মনে করে, সে পদে রাখবে। যাকে দিলে ভোলা জেলা আওয়ামী লীগ শক্তিশালী হবে, দল তাকেই দেবে। এ ক্ষেত্রে আমার কিছু বলার নেই। তবে সম্মেলনের আগে আমাদের নেত্রী, ভোলা জেলা আওয়ামী লীগের অভিভাবক তোফায়েল আহমেদসহ ভোলার ৪ সংসদ সদস্য ও কাউন্সিলররা বসে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন।’ আসন্ন সম্মেলনে কাউন্সিলরদের প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শহরের সরকারি বালক উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২০ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে