নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ অস্থায়ী মহাসচিব হয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। তবে এলডিপি প্রেসিডেন্ট এই গুঞ্জনকে তেমন পাত্তা দিচ্ছেন না। তিনি বলেছেন, ‘আমি তো একটা দলের প্রধান আছিই। রমজান মাসে এসব বিষয়ে আলোচনা না করি।’ তবে তাঁর এমন মন্তব্যে গুঞ্জন তো কমেইনি, বরং আরও জোরালো হয়েছে।
রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এলডিপি প্রেসিডেন্ট সাংবাদিকদের এসব কথা বলেন। গণতান্ত্রিক সাংস্কৃতিক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
দলীয় সূত্র বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মহাসচিবের দায়িত্বে আর বেশি দিন থাকছেন না বলে গুঞ্জন উঠেছে। তাঁর জায়গায় অস্থায়ী মহাসচিব হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন কর্নেল অলি। এই পদের বিপরীতে স্থায়ী কমিটির দুই সদস্য সালাউদ্দিন আহমেদ ও মির্জা আব্বাসের পাশাপাশি শোনা যাচ্ছে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নামও।
সাংবাদিকেরা এ প্রসঙ্গে জানতে চাইলে খুব একটা আগ্রহ দেখাননি অলি। তিনি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি। আমার ইনফরমেশন গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।’
এদিকে আগামী দিনে লক্ষ্যপূরণে বিএনপিতে বড় রদবদলের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রগুলো বলছে, স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, মজিবুর রহমান সারোয়ার, মিজানুর রহমান মিনু, আরিফুল হক চৌধুরী, জয়নুল আবেদীন, এ জেড এম জাহিদ হোসেনসহ আরও অনেকের নাম শোনা যাচ্ছে। শিগগির নতুন মুখ দিয়ে স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ করা হবে। স্থায়ী কমিটিতে এবার তৃণমূলকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে জোরালো আলোচনা চলছে।
আন্দোলন চালু রাখার আহ্বান
এদিকে গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপি লগি-বইঠার মাধ্যমে সরকারকে হটাতে পারেনি বলে এটাকে দলের ব্যর্থতা ভাবার সুযোগ নেই। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার। এসব করে ক্ষমতায় থাকতে পারবে না। ধৈর্য ধরে আন্দোলন চালিয়ে নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘সব বিদেশি রাষ্ট্রই বিএনপির বন্ধু। কারও সঙ্গে বৈরিতা নেই। তবে যারাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে, তারাই জনগণের প্রকৃত বন্ধু।’
ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের জন্য সেল
গুম, খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতা-কর্মীদের পাশে থাকার প্রত্যয়ে সেল করেছে বিএনপি। ‘আমরা বিএনপি পরিবার’ নামের এই সেলের প্রধান পৃষ্ঠপোষক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে সেলের উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। গতকাল রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, সেলের আহ্বায়ক করা হয়েছে আতিকুর রহমান রুমনকে এবং মোকছেদুল মোমিনকে সদস্যসচিব করা হয়েছে। সেলের সদস্যরা হলেন নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ অস্থায়ী মহাসচিব হয়ে বিএনপিতে যোগ দিচ্ছেন—এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। তবে এলডিপি প্রেসিডেন্ট এই গুঞ্জনকে তেমন পাত্তা দিচ্ছেন না। তিনি বলেছেন, ‘আমি তো একটা দলের প্রধান আছিই। রমজান মাসে এসব বিষয়ে আলোচনা না করি।’ তবে তাঁর এমন মন্তব্যে গুঞ্জন তো কমেইনি, বরং আরও জোরালো হয়েছে।
রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল শুক্রবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এলডিপি প্রেসিডেন্ট সাংবাদিকদের এসব কথা বলেন। গণতান্ত্রিক সাংস্কৃতিক দল এই অনুষ্ঠানের আয়োজন করে।
দলীয় সূত্র বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মহাসচিবের দায়িত্বে আর বেশি দিন থাকছেন না বলে গুঞ্জন উঠেছে। তাঁর জায়গায় অস্থায়ী মহাসচিব হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন কর্নেল অলি। এই পদের বিপরীতে স্থায়ী কমিটির দুই সদস্য সালাউদ্দিন আহমেদ ও মির্জা আব্বাসের পাশাপাশি শোনা যাচ্ছে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নামও।
সাংবাদিকেরা এ প্রসঙ্গে জানতে চাইলে খুব একটা আগ্রহ দেখাননি অলি। তিনি বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি। আমার ইনফরমেশন গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ।’
এদিকে আগামী দিনে লক্ষ্যপূরণে বিএনপিতে বড় রদবদলের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রগুলো বলছে, স্থায়ী কমিটিতে নতুন মুখ হিসেবে মো. শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, মজিবুর রহমান সারোয়ার, মিজানুর রহমান মিনু, আরিফুল হক চৌধুরী, জয়নুল আবেদীন, এ জেড এম জাহিদ হোসেনসহ আরও অনেকের নাম শোনা যাচ্ছে। শিগগির নতুন মুখ দিয়ে স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ করা হবে। স্থায়ী কমিটিতে এবার তৃণমূলকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে জোরালো আলোচনা চলছে।
আন্দোলন চালু রাখার আহ্বান
এদিকে গতকাল রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপি লগি-বইঠার মাধ্যমে সরকারকে হটাতে পারেনি বলে এটাকে দলের ব্যর্থতা ভাবার সুযোগ নেই। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে সরকার। এসব করে ক্ষমতায় থাকতে পারবে না। ধৈর্য ধরে আন্দোলন চালিয়ে নিতে হবে।’ তিনি আরও বলেন, ‘সব বিদেশি রাষ্ট্রই বিএনপির বন্ধু। কারও সঙ্গে বৈরিতা নেই। তবে যারাই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে, তারাই জনগণের প্রকৃত বন্ধু।’
ক্ষতিগ্রস্ত নেতা-কর্মীদের জন্য সেল
গুম, খুন ও পঙ্গুত্বের শিকার দলের নেতা-কর্মীদের পাশে থাকার প্রত্যয়ে সেল করেছে বিএনপি। ‘আমরা বিএনপি পরিবার’ নামের এই সেলের প্রধান পৃষ্ঠপোষক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান উপদেষ্টা এবং কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে সেলের উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। গতকাল রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, সেলের আহ্বায়ক করা হয়েছে আতিকুর রহমান রুমনকে এবং মোকছেদুল মোমিনকে সদস্যসচিব করা হয়েছে। সেলের সদস্যরা হলেন নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাকিল আহমেদ, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪