অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে খাদ্যের সন্ধানে এক টিলা থেকে আরেক টিলায় ছুটছে ৪০-৪৫টি বন্য হাতির পাল। এই পালের সঙ্গে হাতির দুটি বাচ্চাও রয়েছে। ক্ষুধার তাড়নায় হাতির পাল দিশেহারা। খাচ্ছে টিলায় থাকা গাছের ছাল-বাকল।
বর্তমানে হাতির পালটি চকিদার টিলায় বাঁশ বাগানে অবস্থান করছে। ময়মনসিংহ বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা হাতির গতিবিধি পর্যবেক্ষণ করছেন। কেউ যেন হাতি পালকে উত্ত্যক্ত করতে না পারে, সবাইকে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।
জানা গেছে, হাতি দল বেঁধে সমতল ভূমিতে চলাফেরা ও আহার করতে সহজ মনে করে থাকে। তাই সময়-অসময়ে হাতির পাল সীমান্তপথ পাড়ি দিয়ে সমতল বনাঞ্চলের আবাসিক ও কৃষি প্রধান এলাকায় চলে
আসে। পাহাড়ে বসবাসরতদের বাড়িঘর, ফসলাদির জমি ও বিভিন্ন বাগানে প্রবেশ করে ফসল নষ্ট করে। গত ২২ বছর ধরে এসব বন্যহাতি সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোয় অসংখ্য ঘরবাড়ি ও ফসল নষ্ট করেছে। এদিকে এক সপ্তাহ ধরে ৪০-৪৫টি হাতির পাল নাকুগাঁও সীমান্তের বানের টিলায় চার দিকভদিয়ে অবস্থান করে। গত রোব ও সোমবার হাতির পালটি খাদ্যের সন্ধানে কাটাবাড়ি কাঠাতলা টিলায় অবস্থান করে।
গতকাল মঙ্গলবার চকিদারটিলার বাঁশ বাগানে অবস্থান করে। হাতির অবস্থান ও দেখভালের দায়িত্বে আছেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আবদুল করিমসহ বন বিভাগের লোকজন।
টিলা থেকে লোকালয়ে ও ফসলি জমিতে হানা দিতে না পারে তার জন্য এলাকাবাসীও সতর্ক রয়েছেন। এ সময় নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
গত সোমবার পড়ন্ত বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৪০-৪৫ টি বন্য হাতির পাল দল বেঁধে কাঠালতলী টিলা থেকে আরেক টিলায় খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। হাতির খাবার না থাকায় বন বিভাগের বিভিন্ন সামাজিক বনায়নের গাছের ছাল-বাকল তুলে খাচ্ছে হাতি। টিলার মাটি শুঁড় দিয়ে হাতির নিজের শরীরে ছোড়ে মারছে।
এ সময় হাতির দুটি ছোট বাচ্চা দলের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। এই দৃশ্য দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। মানুষের বিচরণ দেখে একাধিকবার একটি হাতি লোকজনকে তাড়া দিয়ে হুমকি দেয়। এ সময় লোকজন পেছন দিকে দৌড়ে টিলা থেকে সমতলে নেমে আসে।
এ্যালিফেন্ট রেসপন্স টিমের সদস্য মনতিষ সাংমা বলেন, ‘হাতির পালটি খাদ্যের সন্ধানে টিলা থেকে টিলায় ঘুরে বেড়াচ্ছে। কেউ যেন হাতির কোনো রকম ক্ষতি করতে না পারে সে জন্য আমরা সার্বক্ষণিক দায়িত্বে রয়েছি।’
দাওধারা গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘পাহাড়ের ঢালে ঋণ করে দুই কাঠা জমিতে বোরো আবাদ করছি। এই ফসলে পাঁচ সদস্যের পরিবারের খাওয়নের ব্যবস্থা অয়। হাতিপাল টিলায় থাকায় আমরা দুশ্চিন্তায় আছি। ।’
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘হাতির পালটি খাদ্যের সন্ধানে একটিলা থেকে আরেক টিলায় ঘুরছে। কেউ যেন হাতিকে কোনো রকম ক্ষতি করতে না পারেন। তার জন্য দুপুর থেকে পাহাড়েই রয়েছি।’
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আবদুল করিম বলেন, ‘এক সপ্তাহ ধরে হাতির পালটি উপজেলার সীমান্তে রয়েছে। হাতি দেখতে মানুষ ভিড় করছেন। আমরা হাতির গতিবিধি পর্যবেক্ষণে রয়েছি। কেউ যেন হাতি পালকে উত্ত্যক্ত করতে না পারে, তার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। হাতির পালটি মঙ্গলবার চকিদার টিলার বাঁশ বাগানে অবস্থান করছে।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে খাদ্যের সন্ধানে এক টিলা থেকে আরেক টিলায় ছুটছে ৪০-৪৫টি বন্য হাতির পাল। এই পালের সঙ্গে হাতির দুটি বাচ্চাও রয়েছে। ক্ষুধার তাড়নায় হাতির পাল দিশেহারা। খাচ্ছে টিলায় থাকা গাছের ছাল-বাকল।
বর্তমানে হাতির পালটি চকিদার টিলায় বাঁশ বাগানে অবস্থান করছে। ময়মনসিংহ বন বিভাগের কর্মকর্তারা বলছেন, তারা হাতির গতিবিধি পর্যবেক্ষণ করছেন। কেউ যেন হাতি পালকে উত্ত্যক্ত করতে না পারে, সবাইকে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে।
জানা গেছে, হাতি দল বেঁধে সমতল ভূমিতে চলাফেরা ও আহার করতে সহজ মনে করে থাকে। তাই সময়-অসময়ে হাতির পাল সীমান্তপথ পাড়ি দিয়ে সমতল বনাঞ্চলের আবাসিক ও কৃষি প্রধান এলাকায় চলে
আসে। পাহাড়ে বসবাসরতদের বাড়িঘর, ফসলাদির জমি ও বিভিন্ন বাগানে প্রবেশ করে ফসল নষ্ট করে। গত ২২ বছর ধরে এসব বন্যহাতি সীমান্তবর্তী পাহাড়ি গ্রামগুলোয় অসংখ্য ঘরবাড়ি ও ফসল নষ্ট করেছে। এদিকে এক সপ্তাহ ধরে ৪০-৪৫টি হাতির পাল নাকুগাঁও সীমান্তের বানের টিলায় চার দিকভদিয়ে অবস্থান করে। গত রোব ও সোমবার হাতির পালটি খাদ্যের সন্ধানে কাটাবাড়ি কাঠাতলা টিলায় অবস্থান করে।
গতকাল মঙ্গলবার চকিদারটিলার বাঁশ বাগানে অবস্থান করে। হাতির অবস্থান ও দেখভালের দায়িত্বে আছেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আবদুল করিমসহ বন বিভাগের লোকজন।
টিলা থেকে লোকালয়ে ও ফসলি জমিতে হানা দিতে না পারে তার জন্য এলাকাবাসীও সতর্ক রয়েছেন। এ সময় নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
গত সোমবার পড়ন্ত বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৪০-৪৫ টি বন্য হাতির পাল দল বেঁধে কাঠালতলী টিলা থেকে আরেক টিলায় খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন। হাতির খাবার না থাকায় বন বিভাগের বিভিন্ন সামাজিক বনায়নের গাছের ছাল-বাকল তুলে খাচ্ছে হাতি। টিলার মাটি শুঁড় দিয়ে হাতির নিজের শরীরে ছোড়ে মারছে।
এ সময় হাতির দুটি ছোট বাচ্চা দলের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়। এই দৃশ্য দেখতে উৎসুক মানুষ ভিড় করেন। মানুষের বিচরণ দেখে একাধিকবার একটি হাতি লোকজনকে তাড়া দিয়ে হুমকি দেয়। এ সময় লোকজন পেছন দিকে দৌড়ে টিলা থেকে সমতলে নেমে আসে।
এ্যালিফেন্ট রেসপন্স টিমের সদস্য মনতিষ সাংমা বলেন, ‘হাতির পালটি খাদ্যের সন্ধানে টিলা থেকে টিলায় ঘুরে বেড়াচ্ছে। কেউ যেন হাতির কোনো রকম ক্ষতি করতে না পারে সে জন্য আমরা সার্বক্ষণিক দায়িত্বে রয়েছি।’
দাওধারা গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘পাহাড়ের ঢালে ঋণ করে দুই কাঠা জমিতে বোরো আবাদ করছি। এই ফসলে পাঁচ সদস্যের পরিবারের খাওয়নের ব্যবস্থা অয়। হাতিপাল টিলায় থাকায় আমরা দুশ্চিন্তায় আছি। ।’
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘হাতির পালটি খাদ্যের সন্ধানে একটিলা থেকে আরেক টিলায় ঘুরছে। কেউ যেন হাতিকে কোনো রকম ক্ষতি করতে না পারেন। তার জন্য দুপুর থেকে পাহাড়েই রয়েছি।’
ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জার আবদুল করিম বলেন, ‘এক সপ্তাহ ধরে হাতির পালটি উপজেলার সীমান্তে রয়েছে। হাতি দেখতে মানুষ ভিড় করছেন। আমরা হাতির গতিবিধি পর্যবেক্ষণে রয়েছি। কেউ যেন হাতি পালকে উত্ত্যক্ত করতে না পারে, তার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে। হাতির পালটি মঙ্গলবার চকিদার টিলার বাঁশ বাগানে অবস্থান করছে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে