রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারী শ্রমজীবী ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাসদ। সেই সঙ্গে সংগঠনটি এই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর শাপলা চত্বরে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস।
সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান, জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, জেলা বাসদের সদস্য অমল সরকার, সাদেক হোসেন, মিজানুর রহমান, ভূমিহীন নেতা বাসদ সংগঠক রাশেদ, মনোয়ার, মঞ্জিলা রহিমা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ১০টি জেলার মধ্যে আটটিই রংপুর বিভাগে। এই অঞ্চলে ভারী কোনো শিল্পকারখানা নেই। গ্রামাঞ্চলে সারা বছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে দরিদ্র লোকের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে অনেক রিকশা ও ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসাবাড়ির কাজের লোক এবং ভাসমান দোকানদার ভূমিহীন-গৃহহীন। তাঁরা অনেক কষ্টে অন্যের জায়গায় দিনাতিপাত করছেন।
বক্তারা আরও বলেন, মুজিববর্ষের শুরুতে সরকার ঢাকঢোল পিটিয়ে কোনো কোনো জেলায় অল্প কিছু ঘর নির্মাণ করলেও রংপুর নগরীর প্রকৃত ভূমিহীনেরা এখনো কিছু বরাদ্দ পাননি। বক্তারা ভূমিহীনদের ভূমি ও স্থায়ী গৃহ নির্মাণের জোর দাবি জানান। পাশাপাশি অসহায় দুস্থ শ্রমজীবী মানুষের জন্য ওএমএস ও রেশন চালুর দাবি করেন।
সমাবেশ শেষে ভূমিহীনদের নিয়ে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক আসিব আহসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বসবাসকারী শ্রমজীবী ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বাসদ। সেই সঙ্গে সংগঠনটি এই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর শাপলা চত্বরে এ সমাবেশ করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস।
সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির রংপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান, জাসদ রংপুর মহানগর সভাপতি গৌতম রায়, জেলা বাসদের সদস্য অমল সরকার, সাদেক হোসেন, মিজানুর রহমান, ভূমিহীন নেতা বাসদ সংগঠক রাশেদ, মনোয়ার, মঞ্জিলা রহিমা খাতুন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের দারিদ্র্যপীড়িত ১০টি জেলার মধ্যে আটটিই রংপুর বিভাগে। এই অঞ্চলে ভারী কোনো শিল্পকারখানা নেই। গ্রামাঞ্চলে সারা বছর কাজ না থাকায় বিভাগীয় এই শহরে দরিদ্র লোকের সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে অনেক রিকশা ও ভ্যানচালক, দোকান কর্মচারী, হকার, বাসাবাড়ির কাজের লোক এবং ভাসমান দোকানদার ভূমিহীন-গৃহহীন। তাঁরা অনেক কষ্টে অন্যের জায়গায় দিনাতিপাত করছেন।
বক্তারা আরও বলেন, মুজিববর্ষের শুরুতে সরকার ঢাকঢোল পিটিয়ে কোনো কোনো জেলায় অল্প কিছু ঘর নির্মাণ করলেও রংপুর নগরীর প্রকৃত ভূমিহীনেরা এখনো কিছু বরাদ্দ পাননি। বক্তারা ভূমিহীনদের ভূমি ও স্থায়ী গৃহ নির্মাণের জোর দাবি জানান। পাশাপাশি অসহায় দুস্থ শ্রমজীবী মানুষের জন্য ওএমএস ও রেশন চালুর দাবি করেন।
সমাবেশ শেষে ভূমিহীনদের নিয়ে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক আসিব আহসানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে