রিমন রহমান, রাজশাহী
একসময় বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা গভীর নলকূপ থেকে ঘণ্টা মেপে সেচের পানি নিতেন নগদ টাকায়। সে সময় অভিযোগ ছিল, কম সময় পানি দিয়েও বেশি টাকা নিতেন অপারেটররা। তাই নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কৃষকদের দিয়েছে প্রিপেইড কার্ড। মিটারে এই কার্ড দিলেই চলে গভীর নলকূপ। কৃষকেরা যতক্ষণ পানি নেন, কার্ডের টাকা ততক্ষণেরই কাটে।
এতে কম সময় পানি দিয়ে কৃষকের বেশি টাকা হাতানোর উপায় বন্ধ হয়েছে গভীর নলকূপ অপারেটরদের। তবে এখনো কোনো কোনো অসাধু নলকূপ অপারেটর কৃষকদের তাঁর নিজের কার্ডে পানি দেন না। কৃষকদের বাধ্য করা হয় অপারেটরের কার্ডে পানি নিতে। তখন কম টাকার পানি দিয়ে বেশি টাকা আদায় করেন অপারেটররা। সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে খোঁজ নেওয়ার সময় তথ্য পাওয়া যায়, রাজশাহীর কাঁকনহাট সুরশুনিপাড়া এলাকার তালাই-২ গভীর নলকূপের অপারেটর মোশাররফ হোসেন তাঁর নিজের কার্ডে পানি নিতে কৃষকদের বাধ্য করেন। গত শনিবার (২ এপ্রিল) বিকেলে গভীর নলকূপটিতে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সে সময় জাহাঙ্গীর আলম নামের এক কৃষকের জমিতে সেচ দেওয়া হচ্ছিল। তবে মিটারে লাগানো ছিল অপারেটর মোশাররফের কার্ড। বিষয়টি স্বীকার করেন মোশাররফ নিজেও। তবে বাধ্য করার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, সব কৃষকের কার্ড নেই। যাঁদের কার্ড নেই, তাঁরা তাঁর কার্ডে পানি নেন। এতে প্রতি ঘণ্টায় তাঁর ৫-১০ টাকা লাভ হয়। মোশাররফ জানান, তিনি নিজেও চার বিঘা জমি চাষ করেছেন। এক বিঘা জমিতে সেচ প্রয়োজন হয় ১ হাজার ২০০ টাকার। তবে চলতি মৌসুমেই তিনি নিজের কার্ডে প্রায় ৩০ হাজার টাকা রিচার্জ করেছেন অন্যদের দেওয়ার জন্য।
উপজেলার কালিদাসপুরের গভীর নলকূপেও শনিবার বিকেলে গিয়ে অপারেটর মমিনুল ইসলামের কার্ড মিটারে লাগানো দেখা যায়। তখন আবদুস সামাদ নামের এক গ্রাম্য চিকিৎসকের জমিতে সেচ দেওয়া হচ্ছিল। মমিনুলের নিজের কার্ডে পানি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কার্ডে টাকা রিচার্জ করে আনতেই গাড়িভাড়া লাগবে ২০ টাকা। এ জন্য অনেক কৃষক নিজের কার্ডে রিচার্জ করতে যান না। তাঁরা সরাসরি ডিপে এসে আমার কার্ডে পানি চান। তখন দিতে হয়।’
শনিবার বিকেলে গোদাগাড়ীর গোলাই বিলে জমিতে সেচ দিচ্ছিলেন এক কৃষক। কার্ড নিয়ে জানতে চাইলে তিনি জানালেন, আশপাশের চারটি গভীর নলকূপ এলাকায় তাঁর জমি আছে। এর মধ্যে গোলাই-৩ গভীর নলকূপের অপারেটর মো. কালাম তাঁর নিজের কার্ডে পানি নিতে বাধ্য করেন কৃষকদের। কালামের কার্ডে পানি নিলে সঙ্গে সঙ্গে দেওয়া হয়। চাষি নিজের কার্ডে পানি চাইলে কয়েক দিন ঘোরানো হয় সিরিয়ালের কথা বলে। চাষিরা অপারেটর কালামের কাছে অসহায়।
গোলাই-৩ গভীর নলকূপে গিয়ে দেখা যায়, বিন্দারামপুর গ্রামের কৃষক মো. রেন্টুর জমিতে পানি দেওয়া হচ্ছে। তবে মিটারে লাগানো অপারেটর কালামের কার্ড। এ বিষয়ে জানতে চাইলে অপারেটর কালাম বললেন, ‘সব কৃষকের তো কার্ড নাই। তাই আমার কার্ডে পানি নেয়।’ কৃষকদের বাধ্য করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
বিএমডিএতে আবেদন করলে ১৪২ টাকার বিনিময়ে স্বল্প সময়ের মধ্যেই কৃষকদের প্রিপেইড কার্ড দেওয়া হয়। এটিএম কার্ডের মতো এই কার্ড নির্দিষ্ট স্থান থেকে রিচার্জ করতে হয়। তারপর গভীর নলকূপে থাকা মিটারে কার্ড ঢোকালে পানি ওঠে। একেকটি গভীর নলকূপে টাকা কাটে একেক রকম। প্রতি ঘণ্টায় কৃষকের সেচখরচ পড়ে ৯০ থেকে ১৩০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ বলেন, ‘আগে অপারেটর নগদ টাকায় পানি দিতেন। তাতে কৃষক ক্ষতিগ্রস্ত হতেন। সেটা থেকে বেরিয়ে আসতে কৃষকের প্রিপেইড কার্ড চালু করা হয়েছে। এখানে কৃষক তাঁর নিজের কার্ডেই পানি নেবেন। অপারেটর তাঁর নিজের কার্ডে পানি নিতে বাধ্য করতে পারবেন না। কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাঁকে বাদ দেওয়া হবে।’
একসময় বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা গভীর নলকূপ থেকে ঘণ্টা মেপে সেচের পানি নিতেন নগদ টাকায়। সে সময় অভিযোগ ছিল, কম সময় পানি দিয়েও বেশি টাকা নিতেন অপারেটররা। তাই নলকূপের নিয়ন্ত্রক সংস্থা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কৃষকদের দিয়েছে প্রিপেইড কার্ড। মিটারে এই কার্ড দিলেই চলে গভীর নলকূপ। কৃষকেরা যতক্ষণ পানি নেন, কার্ডের টাকা ততক্ষণেরই কাটে।
এতে কম সময় পানি দিয়ে কৃষকের বেশি টাকা হাতানোর উপায় বন্ধ হয়েছে গভীর নলকূপ অপারেটরদের। তবে এখনো কোনো কোনো অসাধু নলকূপ অপারেটর কৃষকদের তাঁর নিজের কার্ডে পানি দেন না। কৃষকদের বাধ্য করা হয় অপারেটরের কার্ডে পানি নিতে। তখন কম টাকার পানি দিয়ে বেশি টাকা আদায় করেন অপারেটররা। সরেজমিনে অনুসন্ধান চালিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে খোঁজ নেওয়ার সময় তথ্য পাওয়া যায়, রাজশাহীর কাঁকনহাট সুরশুনিপাড়া এলাকার তালাই-২ গভীর নলকূপের অপারেটর মোশাররফ হোসেন তাঁর নিজের কার্ডে পানি নিতে কৃষকদের বাধ্য করেন। গত শনিবার (২ এপ্রিল) বিকেলে গভীর নলকূপটিতে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। সে সময় জাহাঙ্গীর আলম নামের এক কৃষকের জমিতে সেচ দেওয়া হচ্ছিল। তবে মিটারে লাগানো ছিল অপারেটর মোশাররফের কার্ড। বিষয়টি স্বীকার করেন মোশাররফ নিজেও। তবে বাধ্য করার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, সব কৃষকের কার্ড নেই। যাঁদের কার্ড নেই, তাঁরা তাঁর কার্ডে পানি নেন। এতে প্রতি ঘণ্টায় তাঁর ৫-১০ টাকা লাভ হয়। মোশাররফ জানান, তিনি নিজেও চার বিঘা জমি চাষ করেছেন। এক বিঘা জমিতে সেচ প্রয়োজন হয় ১ হাজার ২০০ টাকার। তবে চলতি মৌসুমেই তিনি নিজের কার্ডে প্রায় ৩০ হাজার টাকা রিচার্জ করেছেন অন্যদের দেওয়ার জন্য।
উপজেলার কালিদাসপুরের গভীর নলকূপেও শনিবার বিকেলে গিয়ে অপারেটর মমিনুল ইসলামের কার্ড মিটারে লাগানো দেখা যায়। তখন আবদুস সামাদ নামের এক গ্রাম্য চিকিৎসকের জমিতে সেচ দেওয়া হচ্ছিল। মমিনুলের নিজের কার্ডে পানি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কার্ডে টাকা রিচার্জ করে আনতেই গাড়িভাড়া লাগবে ২০ টাকা। এ জন্য অনেক কৃষক নিজের কার্ডে রিচার্জ করতে যান না। তাঁরা সরাসরি ডিপে এসে আমার কার্ডে পানি চান। তখন দিতে হয়।’
শনিবার বিকেলে গোদাগাড়ীর গোলাই বিলে জমিতে সেচ দিচ্ছিলেন এক কৃষক। কার্ড নিয়ে জানতে চাইলে তিনি জানালেন, আশপাশের চারটি গভীর নলকূপ এলাকায় তাঁর জমি আছে। এর মধ্যে গোলাই-৩ গভীর নলকূপের অপারেটর মো. কালাম তাঁর নিজের কার্ডে পানি নিতে বাধ্য করেন কৃষকদের। কালামের কার্ডে পানি নিলে সঙ্গে সঙ্গে দেওয়া হয়। চাষি নিজের কার্ডে পানি চাইলে কয়েক দিন ঘোরানো হয় সিরিয়ালের কথা বলে। চাষিরা অপারেটর কালামের কাছে অসহায়।
গোলাই-৩ গভীর নলকূপে গিয়ে দেখা যায়, বিন্দারামপুর গ্রামের কৃষক মো. রেন্টুর জমিতে পানি দেওয়া হচ্ছে। তবে মিটারে লাগানো অপারেটর কালামের কার্ড। এ বিষয়ে জানতে চাইলে অপারেটর কালাম বললেন, ‘সব কৃষকের তো কার্ড নাই। তাই আমার কার্ডে পানি নেয়।’ কৃষকদের বাধ্য করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
বিএমডিএতে আবেদন করলে ১৪২ টাকার বিনিময়ে স্বল্প সময়ের মধ্যেই কৃষকদের প্রিপেইড কার্ড দেওয়া হয়। এটিএম কার্ডের মতো এই কার্ড নির্দিষ্ট স্থান থেকে রিচার্জ করতে হয়। তারপর গভীর নলকূপে থাকা মিটারে কার্ড ঢোকালে পানি ওঠে। একেকটি গভীর নলকূপে টাকা কাটে একেক রকম। প্রতি ঘণ্টায় কৃষকের সেচখরচ পড়ে ৯০ থেকে ১৩০ টাকা।
এ বিষয়ে জানতে চাইলে বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশীদ বলেন, ‘আগে অপারেটর নগদ টাকায় পানি দিতেন। তাতে কৃষক ক্ষতিগ্রস্ত হতেন। সেটা থেকে বেরিয়ে আসতে কৃষকের প্রিপেইড কার্ড চালু করা হয়েছে। এখানে কৃষক তাঁর নিজের কার্ডেই পানি নেবেন। অপারেটর তাঁর নিজের কার্ডে পানি নিতে বাধ্য করতে পারবেন না। কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাঁকে বাদ দেওয়া হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে