শিশুর জন্য অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮: ০৩
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ০৯: ২৮

প্লেন চালানোর ইচ্ছা থাকলে স্মার্টফোনে ডাউনলোড করতে পারো ফান কিডস প্লেন গেমটি।

এতে প্লেন, হেলিকপ্টার, ফাইটার জেট-সবই চালাতে পারবে। আঙুল দিয়ে ট্যাপ করে রাখলেই প্লেন উড়বে। জায়গায় জায়গায় বেলুন ও তারা সংগ্রহ করতে প্রয়োজন বুঝে প্লেনের গতি কমাতে হবে। ট্যাপ করা ছেড়ে দিলেই গতি কমে যাবে। বেলুন ফুটো করে এগিয়ে যেতে যেতেই পাওয়া যায় মেমোরি কার্ড, পাজল ও উপহারের বাক্স।

মিনি গেমটিতে ৩০টি লেভেল ও ৫ ধরনের আবহসংগীত আছে। লেভেল যত বেশি হবে, গেমও তত কঠিন হবে। প্রতিটি লেভেল শেষে মিলবে উপহারের বাক্স। এর মধ্য থেকে বের হবে ছোট্ট একটি প্রাণী।

দুই থেকে আট বছর বয়সী সব শিশুই গেমটি খেলতে পারবে। বড়রাও গেমটি খেলে আনন্দ পাবেন। ৩৫ মেগাবাইটের গেমটিতে পাওয়া যাবে ২০টি ভিন্ন নকশার প্লেন।

একই রকম আরেকটি মিনি গেম হলো ফান কিডস কারস। পার্থক্য হলো, এখানে প্লেনের বদলে গাড়ি চালাতে হবে। গাড়িগুলোর আবার মুখ, চোখ, নাকও আছে।২২ মেগাবাইটের গেমটির রেটিং ৪।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত