নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যশোর কেন্দ্রীয় কারাগারে চুয়াডাঙ্গার আবদুল মোকিম ও গোলাম রসুল ঝড়ুর মৃত্যুদণ্ড যথাযথ প্রক্রিয়ায় কার্যকর করা হয়েছে। আপিল বিভাগে করা আবেদন নিষ্পত্তির আগেই মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ সঠিক নয়। গতকাল বৃহস্পতিবার আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এমনই জানিয়েছেন।
গতকাল সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আপিল নিষ্পত্তির আগে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ সঠিক নয়। জেল আপিল শুনানির সময় কোনো আইনজীবী থাকে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আপিলকারীদের আবেদন বিচারপতিদের সামনে উপস্থাপন করা হয়। বিচারপতিরা শুনানি করে নিষ্পত্তি করেন।
একইভাবে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যথাযথ নিয়ম মেনেই দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। কোনো আপিল বিচারাধীন ছিল বলে আমাদের জানা নেই।’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৯৯৪ সালের ২৮ জুন সাবেক ইউপি সদস্য মো. মনোয়ার হোসেন খুন হন। বিচার শেষে ওই ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম আজাদ, আবদুল মোকিম ও গোলাম রসুল ঝড়ু। নিম্ন আদালতের রায়ের পর নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। হাইকোর্ট মোকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে ২০১৩ সালে রায় ঘোষণা করেন। পরে তাঁরা এর বিরুদ্ধে আপিল করেন।
আপিল খারিজ হলে দুই আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। সেটি খারিজ হলে জেল কোডের বিধান মেনে যশোর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৬ নভেম্বর দুজনের ফাঁসি কার্যকর করে। ফাঁসি কার্যকরের প্রায় চার বছর পর দুজনের ফৌজদারি আপিল (মোকিম-আপিল নম্বর-১১১/২০১৩) ও (ঝড়ু-আপিল নম্বর-১০৭/২০১৩) শুনানির জন্য আপিল বিভাগের দৈনন্দিন কার্য তালিকায় ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আসামি জেলখানা থেকে যে আপিল করেছিলেন, সেটি ছিল জেল আপিল। তিনজন বিচারপতি সে আপিল শুনানি করে ২০১৬ সালের ১৫ নভেম্বর রায়ের মাধ্যমে তা খারিজ করে দেন। কিন্তু তিনি আরও একটি আপিল করেন, যেটি বুধবার কার্যতালিকায় ছিল। সংবিধান সংশোধনের ফলে লিভ টু আপিল শুনানি হয় না, সরাসরি আপিল শুনানি হয়। এ কারণে ওই আবেদনটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ছিল।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই আপিল আলাদাভাবে করা হয়েছে, ট্যাগ করা হয়নি। এ কারণে রয়ে গেছে। আমাদের দেশে এখনো অ্যানালগ সিস্টেম, ডিজিটাল হয়নি। ডিজিটালাইজড হলে এসব সমস্যা আর থাকবে না।
যশোর কেন্দ্রীয় কারাগারে চুয়াডাঙ্গার আবদুল মোকিম ও গোলাম রসুল ঝড়ুর মৃত্যুদণ্ড যথাযথ প্রক্রিয়ায় কার্যকর করা হয়েছে। আপিল বিভাগে করা আবেদন নিষ্পত্তির আগেই মৃত্যুদণ্ড কার্যকরের অভিযোগ সঠিক নয়। গতকাল বৃহস্পতিবার আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল নিজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এমনই জানিয়েছেন।
গতকাল সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, আপিল নিষ্পত্তির আগে দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদ সঠিক নয়। জেল আপিল শুনানির সময় কোনো আইনজীবী থাকে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আপিলকারীদের আবেদন বিচারপতিদের সামনে উপস্থাপন করা হয়। বিচারপতিরা শুনানি করে নিষ্পত্তি করেন।
একইভাবে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘যথাযথ নিয়ম মেনেই দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। কোনো আপিল বিচারাধীন ছিল বলে আমাদের জানা নেই।’
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৯৯৪ সালের ২৮ জুন সাবেক ইউপি সদস্য মো. মনোয়ার হোসেন খুন হন। বিচার শেষে ওই ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আবুল কালাম আজাদ, আবদুল মোকিম ও গোলাম রসুল ঝড়ু। নিম্ন আদালতের রায়ের পর নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। হাইকোর্ট মোকিম ও ঝড়ুর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে ২০১৩ সালে রায় ঘোষণা করেন। পরে তাঁরা এর বিরুদ্ধে আপিল করেন।
আপিল খারিজ হলে দুই আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। সেটি খারিজ হলে জেল কোডের বিধান মেনে যশোর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৬ নভেম্বর দুজনের ফাঁসি কার্যকর করে। ফাঁসি কার্যকরের প্রায় চার বছর পর দুজনের ফৌজদারি আপিল (মোকিম-আপিল নম্বর-১১১/২০১৩) ও (ঝড়ু-আপিল নম্বর-১০৭/২০১৩) শুনানির জন্য আপিল বিভাগের দৈনন্দিন কার্য তালিকায় ওঠে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, আসামি জেলখানা থেকে যে আপিল করেছিলেন, সেটি ছিল জেল আপিল। তিনজন বিচারপতি সে আপিল শুনানি করে ২০১৬ সালের ১৫ নভেম্বর রায়ের মাধ্যমে তা খারিজ করে দেন। কিন্তু তিনি আরও একটি আপিল করেন, যেটি বুধবার কার্যতালিকায় ছিল। সংবিধান সংশোধনের ফলে লিভ টু আপিল শুনানি হয় না, সরাসরি আপিল শুনানি হয়। এ কারণে ওই আবেদনটি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ছিল।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই আপিল আলাদাভাবে করা হয়েছে, ট্যাগ করা হয়নি। এ কারণে রয়ে গেছে। আমাদের দেশে এখনো অ্যানালগ সিস্টেম, ডিজিটাল হয়নি। ডিজিটালাইজড হলে এসব সমস্যা আর থাকবে না।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৩ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৭ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৭ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৭ দিন আগে