ঢাবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে ৩০তম সম্মেলনের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধরের শিকার হয়েছেন সিলেটের এক ছাত্রলীগ নেতা। এতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
আহত ওই ছাত্রলীগ নেতার নাম এম এম আব্দুল্লাহ আল হাদী ওরফে মুন্না (২৫)। তিনি সিলেটের কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার জন্য ঢাকায় আসেন তিনি। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাকস (ডাস)-এর সামনে সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী রুদ্রিক রাব্বী ও জগন্নাথ হল ছাত্রলীগের কর্মী পলাশের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তার ওপর এ হামলা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত মুন্না বলেন, আমাকে মারধর করার পর তারা আমার পকেটে থাকা পাঁচ হাজার ছয়শো টাকা নিয়ে নেন এবং আমার হাতে থাকা একটি মোবাইল ফোন আছাড় মেরে ভেঙে ফেলেন।
এ বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত আমির হামজা বলেন, আমার ব্যাপারে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। উদ্দেশ্যে প্রণোদিতভাবে এবং ইমেজ ক্ষুণ্ন করার লক্ষ্য আমাকে ফাঁসানো হচ্ছে। আমি ৭টা থেকে ৯টা পর্যন্ত টিএসসিতে ছিলাম। রাত ৯টার পর থেকে জয় ভাইয়ের (ছাত্রলীগ সভাপতি) জন্মদিন উপলক্ষে কেক আনা ও অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে বলে জানান মুন্না। মামলার আবেদনের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বলেন, এ রকম একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। বিষয়টি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঘটনা ঘটেছে, তাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি আমরা তদন্ত করব এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিব।
বাংলাদেশ ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে ৩০তম সম্মেলনের দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারধরের শিকার হয়েছেন সিলেটের এক ছাত্রলীগ নেতা। এতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
আহত ওই ছাত্রলীগ নেতার নাম এম এম আব্দুল্লাহ আল হাদী ওরফে মুন্না (২৫)। তিনি সিলেটের কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি। সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার জন্য ঢাকায় আসেন তিনি। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্ন্যাকস (ডাস)-এর সামনে সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা, ঢাকা কলেজ ছাত্রলীগ কর্মী রুদ্রিক রাব্বী ও জগন্নাথ হল ছাত্রলীগের কর্মী পলাশের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল তার ওপর এ হামলা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত মুন্না বলেন, আমাকে মারধর করার পর তারা আমার পকেটে থাকা পাঁচ হাজার ছয়শো টাকা নিয়ে নেন এবং আমার হাতে থাকা একটি মোবাইল ফোন আছাড় মেরে ভেঙে ফেলেন।
এ বিষয়ে যোগাযোগ করলে অভিযুক্ত আমির হামজা বলেন, আমার ব্যাপারে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। উদ্দেশ্যে প্রণোদিতভাবে এবং ইমেজ ক্ষুণ্ন করার লক্ষ্য আমাকে ফাঁসানো হচ্ছে। আমি ৭টা থেকে ৯টা পর্যন্ত টিএসসিতে ছিলাম। রাত ৯টার পর থেকে জয় ভাইয়ের (ছাত্রলীগ সভাপতি) জন্মদিন উপলক্ষে কেক আনা ও অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে বলে জানান মুন্না। মামলার আবেদনের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার বলেন, এ রকম একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। বিষয়টি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ঘটনা ঘটেছে, তাই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি আমরা তদন্ত করব এবং আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিব।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৪ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৮ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৮ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৮ দিন আগে