রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরার বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল বাঙ্গি। বাম্পার ফলন ও বাজারে দাম ভালো থাকায় হাসি ফুটেছে বাঙ্গিচাষিদের মুখে। স্থানীয় কৃষকেরা বলছেন, অল্প পুঁজিতে ভালো লাভ হওয়ার দিন দিন রায়পুরায় বাড়ছে বাঙ্গির চাষ। উপজেলা কৃষি অফিস বলছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৫ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। এতে প্রায় ৭০০ মেট্রিক টন বাঙ্গি পাওয়া যাবে।
বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দিতে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ চরে যেদিকেই চোখ যায়, সেদিকেই হলুদ ও সবুজ রঙ মেশানো অদ্ভুত সুন্দর বাঙ্গিখেত। খেতে চলছে বাঙ্গি আহরণ ও পরিচর্যা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঙ্গি চাষে খরচ কম। বাজারে চাহিদা ও দাম দুই-ই ভালো। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এক বিঘা জমিতে বাঙ্গি চাষে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে বলে জানিয়েছেন কৃষকেরা।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সেখানে বাঙ্গি বিক্রি হচ্ছে। দামও বেশ চড়া। প্রতিটি বাঙ্গি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। প্রকারভেদে ১০০ বাঙ্গি সাড়ে ৫ হাজার থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় কৃষক সুজন মিয়া বলেন, ‘টানা ৪ বছর বাঙ্গি চাষ করছি। এবার ৩৯ দশমিক ৬৭ শতাংশ জমিতে চাষ করেছি। বাঙ্গি চাষ করতে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। বর্তমান বাজারমূল্যে ৮০-৯০ হাজার টাকা লাভ হতে আমার।’
আব্দুল কুদ্দুস বলেন, ‘গত বছর একই জমিতে বাঙ্গি চাষে ৩৫ হাজার টাকা ব্যয় করে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেছি। এতে লাভ হয়েছে ৭৫ হাজার টাকা। এবারও গতবারের বাজারমূল্য পেলে ভালো লাভে বিক্রি করতে পারব বলে আশা করছি।
পাইকারি ক্রেতা মোরশেদ মিয়া বলেন, ‘এ বছর প্রতি ১০০ বাঙ্গি ৭ হাজার টাকায় কৃষকের জমি থেকে কিনেছি। মজুরি ও গাড়িভাড়াসহ বিভিন্ন খরচ বাদ দিয়ে, জমি থেকে সরাসরি কিনে বাজারে বিক্রি করে প্রতিটি বাঙ্গিতে ৫ টাকা লাভ হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, চলতি মৌসুমে চরাঞ্চলে প্রায় ৩৫ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। এতে প্রায় ৭০০ মেট্রিক টন বাঙ্গি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাঙ্গি চাষে অল্প খরচে প্রায় তিন গুণ লাভ করা যায়। তাই দিন দিন এর উৎপাদন বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রায়পুরায় বাঙ্গি চাষে কৃষকদের নিয়মিত উৎসাহ এবং পরামর্শ দেওয়া হচ্ছে।
নরসিংদীর রায়পুরার বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল বাঙ্গি। বাম্পার ফলন ও বাজারে দাম ভালো থাকায় হাসি ফুটেছে বাঙ্গিচাষিদের মুখে। স্থানীয় কৃষকেরা বলছেন, অল্প পুঁজিতে ভালো লাভ হওয়ার দিন দিন রায়পুরায় বাড়ছে বাঙ্গির চাষ। উপজেলা কৃষি অফিস বলছে, চলতি মৌসুমে উপজেলায় ৩৫ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। এতে প্রায় ৭০০ মেট্রিক টন বাঙ্গি পাওয়া যাবে।
বাঁশগাড়ি ইউনিয়নের চান্দেরকান্দিতে গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ চরে যেদিকেই চোখ যায়, সেদিকেই হলুদ ও সবুজ রঙ মেশানো অদ্ভুত সুন্দর বাঙ্গিখেত। খেতে চলছে বাঙ্গি আহরণ ও পরিচর্যা। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাঙ্গি চাষে খরচ কম। বাজারে চাহিদা ও দাম দুই-ই ভালো। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূল থাকায় বাঙ্গির বাম্পার ফলন হয়েছে। এক বিঘা জমিতে বাঙ্গি চাষে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ হবে বলে জানিয়েছেন কৃষকেরা।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সেখানে বাঙ্গি বিক্রি হচ্ছে। দামও বেশ চড়া। প্রতিটি বাঙ্গি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। প্রকারভেদে ১০০ বাঙ্গি সাড়ে ৫ হাজার থেকে ৭ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
স্থানীয় কৃষক সুজন মিয়া বলেন, ‘টানা ৪ বছর বাঙ্গি চাষ করছি। এবার ৩৯ দশমিক ৬৭ শতাংশ জমিতে চাষ করেছি। বাঙ্গি চাষ করতে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। বর্তমান বাজারমূল্যে ৮০-৯০ হাজার টাকা লাভ হতে আমার।’
আব্দুল কুদ্দুস বলেন, ‘গত বছর একই জমিতে বাঙ্গি চাষে ৩৫ হাজার টাকা ব্যয় করে ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করেছি। এতে লাভ হয়েছে ৭৫ হাজার টাকা। এবারও গতবারের বাজারমূল্য পেলে ভালো লাভে বিক্রি করতে পারব বলে আশা করছি।
পাইকারি ক্রেতা মোরশেদ মিয়া বলেন, ‘এ বছর প্রতি ১০০ বাঙ্গি ৭ হাজার টাকায় কৃষকের জমি থেকে কিনেছি। মজুরি ও গাড়িভাড়াসহ বিভিন্ন খরচ বাদ দিয়ে, জমি থেকে সরাসরি কিনে বাজারে বিক্রি করে প্রতিটি বাঙ্গিতে ৫ টাকা লাভ হয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, চলতি মৌসুমে চরাঞ্চলে প্রায় ৩৫ হেক্টর জমিতে বাঙ্গির আবাদ হয়েছে। এতে প্রায় ৭০০ মেট্রিক টন বাঙ্গি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। বাঙ্গি চাষে অল্প খরচে প্রায় তিন গুণ লাভ করা যায়। তাই দিন দিন এর উৎপাদন বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রায়পুরায় বাঙ্গি চাষে কৃষকদের নিয়মিত উৎসাহ এবং পরামর্শ দেওয়া হচ্ছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে