১৬ মাসেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি আ.লীগের, ক্ষোভ

এম কে দোলন বিশ্বাস, ইসলামপুর
প্রকাশ : ১৪ মার্চ ২০২২, ০৬: ৪৬
আপডেট : ১৪ মার্চ ২০২২, ১১: ০৮

জামালপুরের ইসলামপুর উপজেলায় সম্মেলনের ১৬ মাসেও গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। দীর্ঘ সময়েও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করায় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামের দাবি, ‘খুব শিগগিরই গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।’

দলীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ নভেম্বর পৌর শহরের জনতা মাঠে উপজেলার গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল আমিন চান।

ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সংশ্লিষ্ট ইউনিয়নে অনুষ্ঠিত না হয়ে উপজেলা সদরে অনুষ্ঠিত হওয়ায় জনমনে দেখা দিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছিলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতেই পৌর শহরে সম্মেলন করা হয়েছে। আবার কেউ কেউ বলছিলেন, ওই ইউনিয়নে দলের সম্মেলন করলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা ছিল।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা মুখ না খুললেও সম্মেলন আয়োজকেরা জানিয়েছেন তারা জ্যেষ্ঠ নেতাদের নির্দেশেই উপজেলার প্রাণকেন্দ্রে পৌর শহরে সম্মেলনের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সাংসদ ও ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সম্মেলনের উদ্বোধন করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ব্যানারে সংরক্ষিত আসনের সাংসদ হোসেনে আরা, উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুলের নাম থাকলেও সম্মেলনস্থলে তাঁদের দেখা যায়নি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক পদে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নাম ঘোষণা করেন।

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, ‘সম্মেলনে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের তালিকা প্রস্তুত করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা দিতে। আমরা যথা সময়ের মধ্যে সদস্যদের তালিকা প্রস্তুত করে জমা দিয়েছি। তবে, কী কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে না, তা বলতে পারছি না।’

গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকার বলেন, ‘আমরা যথাসময়ে ৬৯ সদস্যবিশিষ্ট গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির তালিকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা দিয়েছি। কিন্তু এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি।’

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘সম্মেলনের ১৬ মাস অতিবাহিত হলেও কী কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে না, তা বলতে পারছি না। এ বিষয়টি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ভালো জানেন।’

সম্মেলনের পর ১৬ মাস অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করার বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, ‘ইতিমধ্যে গাইবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়নি। তবে, খুব শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত