ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২২, ০৭: ১১
আপডেট : ০৬ মে ২০২২, ১১: ৫১

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদুল ফিতরের ছুটি শেষে বৃহস্পতিবার অফিস খোলায় সরকারি চাকরিজীবীদের অনেকেই ইতিমধ্যে কর্মস্থলে ফিরে এসেছেন। যে কারণে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সড়কে নগরমুখী যানবাহনের চাপ বেড়েছে। বৃহস্পতিবার সকালে যাঁদের অফিস করতে হয়েছে, তাঁদের অনেকেই বুধবার রাতে শহরে ফিরে এসেছেন।

চট্টগ্রাম: গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের অলংকার, এ কে খান, নতুন ব্রিজ, অক্সিজেন মোড় এলাকায় গিয়ে দেখা যায়, এসব এলাকায় বাসস্ট্যান্ডে কর্মস্থলমুখী মানুষের ভিড়। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন এলাকায় ঈদ করতে যাওয়া মানুষ আবারও মহানগরে ফিরে আসছেন। তবে এবার অফিস খোলার পরদিন সাপ্তাহিক ছুটি থাকায় বাড়ি ফেরা মানুষদের খুব বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে না।

সরকারি চাকরিজীবী ছাড়া কেউ বৃহস্পতিবার শহরে আসছেন না। তাই এদিন শহরে ফেরা নিয়ে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না নগরবাসীকে। এরপরও অনেককে বাসের পাশাপাশি মিনি ট্রাকেও আসতে দেখা গেছে।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন নোয়াখালী জেলার বাসিন্দা মো. ইয়াছিন। বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর অফিস শুরু। তাই এদিন সকালেই তিনি চট্টগ্রামে কর্মস্থলে চলে আসেন।

মো. ইয়াছিন বলেন, ‘চার দিন ছুটি পেয়ে পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষে আজ সকালে কর্মস্থলে এসেছি। অন্যান্য সময় ঈদের ছুটি শেষে বাড়ি থেকে আসতে বাসের টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এবার এই ভোগান্তিতে পড়তে হয়নি। বৃহস্পতিবার নগরমুখী মানুষের ভিড় কম থাকায় ১৫ মিনিট লাইনে দাঁড়িয়েই টিকিট পেয়েছি।’

আন্তজেলা বাস মালিক সমিতির মহাসচিব কফিল উদ্দিন আহমেদ বলেন, এবার অফিস খোলার পরদিন সাপ্তাহিক ছুটি থাকায় ঈদ শেষে শহরে ফেরা মানুষের খুব বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে না। যাত্রীর চাপ কম থাকায় বাসের সংকটও তৈরি হয়নি। তাই যাত্রীরা নির্বিঘ্নে শহরে ফিরে আসতে পারছেন।

দিনাজপুর: গতকাল দিনাজপুর ও জেলার পার্বতীপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, পঞ্চগড় থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুটি মোটামুটি যথাসময়েই দিনাজপুর থেকে ছেড়ে গেছে। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ট্রেন দুটিতে কোনো অতিরিক্ত যাত্রীর চাপ লক্ষ করা যায়নি।

কাউন্টারগুলোতে শুক্র, শনি ও রোববারের টিকিটের জন্য ভিড় করছেন যাত্রীরা। আগামী সোমবার পর্যন্ত দিনাজপুর থেকে পরবর্তী সব স্টেশনের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে টিকিটের খোঁজে আসা সবুজ আহমেদ বলেন, তাঁর কর্মস্থল ময়মনসিংহে। তিনি শুক্র অথবা শনিবারের টিকিটের জন্য এসেছিলেন, কিন্তু কাউন্টার থেকে আগামী সোমবার পর্যন্ত কোনো টিকিট নেই বলে জানাল। এদিকে বাসের টিকিটও না থাকায় তিনি কীভাবে ফিরবেন, সেটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানান।

দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, দিনাজপুরে তিনটি আন্তনগর ট্রেনে সব মিলিয়ে দৈনিক ৬৩০টি টিকিট বরাদ্দ রয়েছে। আজকে যথাসময়ে সব ট্রেন ছেড়ে গেছে। ট্রেনে অতিরিক্ত ভিড় লক্ষ করা যায়নি। তবে শুক্র ও শনিবার যাত্রীর চাপ বাড়তে পারে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলামকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে গুজব

ববির ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তাকে যোগদানে বাধা

বিগত সরকারে বঞ্চিত কর্মকর্তাদের ক্ষতিপূরণ দিতেই যাবে শতকোটি টাকা

দুই দিনে ৭ ব্যাংককে ২০ হাজার ৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কোনো পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেননি রয়টার্সের প্রতিবেদক: সিএমপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত