কামাল হোসেন সরকার, হোমনা
বেহাল হয়ে পড়ে রয়েছে হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এ ছাড়া মাঠজুড়ে রাখা হয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। এ কারণে সেখানে খেলাধুলা করতে পারে না কেউ।
জানা গেছে, হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করতে পৌরভবনের সামনে ১৯৯৫ সালে ৮ দশমিক ৮৬ একর জায়গা ভরাট করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ভরাটের পর জায়গাটি উপজেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করা হয়। এই মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঘোষণা করে একটি পাকা ভবন ও অস্থায়ী গ্যালারি নির্মাণ করা হয়। ২০১৮ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর শত শত খুঁটি রাখা হয়েছে। খুঁটিবাহী ট্রাক চলাচলের কারণে মাঠটির অনেক জায়গা উঁচু-নিচু হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি থাকায় মাঠটি সংকুচিত হয়ে বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে।
হোমনা উপজেলার সাবেক ফুটবলার মো. আবদুল কাইউম বলেন, ‘আমরা যখন খেলাধুলা করেছি, তখন হোমনায় কোনো স্টেডিয়াম ছিল না। তেমন কোনো ভালো মাঠও ছিল না। স্কুলমাঠে কোনো রকম খেলতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে হোমনায় শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। ভাবলাম এ মাঠে এলাকার ছেলেরা খেলাধুলা করবে। তবে স্টেডিয়ামটি বিভিন্ন কারণে খেলার অনুপযোগী হয়ে রয়েছে।’
হোমনা পশ্চিমপাড়া ফুটবল দলের খেলোয়াড় মো. সাইদুর বলেন, ‘উপজেলায় মাত্র একটি স্টেডিয়াম। তবে সেটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এ কারণে আমরা মাঠটি ব্যবহার করতে পারছি না। দ্রুত স্টেডিয়ামটি খেলার উপযুক্ত করার দাবি জানাই।’
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন বলেন, ‘কয়েক বছর ধরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পল্লী বিদ্যুতের খুঁটি রাখা হচ্ছে। ধীরে ধীরে তারা পুরো মাঠের জায়গা দখল করছে। কয়েক দিন আগে বিদ্যুতের খুঁটি আনা-নেওয়াকাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় গোলপোস্ট ভেঙে যায়। পরে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে সেটি ঠিক করা হয়েছে। আমি যদি পারতাম নিজে গিয়ে খুঁটিগুলো সরিয়ে দিতাম।’ স্টেডিয়ামটি পুরোপুরি প্রস্তুত করার জন্য আরও অনেক কাজ করতে হবে বলে জানান শাহিনুজ্জামান খোকন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর ডিজিএম আজিজুর রহমান বলেন, এই মাঠে বিদ্যুতের খুঁটি রাখলে সহজে হোমনা ও তিতাসের বিভিন্ন এলাকায় আনা–নেওয়া করা যায়। বিদ্যুতের খুঁটিগুলো রাখা হয়েছে মাঠের একপাশে। এতে তেমন সমস্যা হওয়া কথা না।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘আমি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশ দিয়ে প্রতিদিন যাওয়া–আসা করি। স্টেডিয়ামের অবস্থা দেখে খারাপ লাগে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুঁটিগুলো সরানোর বিষয়ে কথা বলব। মাঠটি খেলাধুলার উপযুক্ত করে তোলা হবে।’
বেহাল হয়ে পড়ে রয়েছে হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এ ছাড়া মাঠজুড়ে রাখা হয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। এ কারণে সেখানে খেলাধুলা করতে পারে না কেউ।
জানা গেছে, হোমনার শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করতে পৌরভবনের সামনে ১৯৯৫ সালে ৮ দশমিক ৮৬ একর জায়গা ভরাট করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ভরাটের পর জায়গাটি উপজেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর করা হয়। এই মাঠকে শেখ রাসেল মিনি স্টেডিয়াম ঘোষণা করে একটি পাকা ভবন ও অস্থায়ী গ্যালারি নির্মাণ করা হয়। ২০১৮ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর শত শত খুঁটি রাখা হয়েছে। খুঁটিবাহী ট্রাক চলাচলের কারণে মাঠটির অনেক জায়গা উঁচু-নিচু হয়ে গেছে। বিদ্যুতের খুঁটি থাকায় মাঠটি সংকুচিত হয়ে বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে।
হোমনা উপজেলার সাবেক ফুটবলার মো. আবদুল কাইউম বলেন, ‘আমরা যখন খেলাধুলা করেছি, তখন হোমনায় কোনো স্টেডিয়াম ছিল না। তেমন কোনো ভালো মাঠও ছিল না। স্কুলমাঠে কোনো রকম খেলতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে হোমনায় শেখ রাসেল স্টেডিয়াম করে দিয়েছেন। ভাবলাম এ মাঠে এলাকার ছেলেরা খেলাধুলা করবে। তবে স্টেডিয়ামটি বিভিন্ন কারণে খেলার অনুপযোগী হয়ে রয়েছে।’
হোমনা পশ্চিমপাড়া ফুটবল দলের খেলোয়াড় মো. সাইদুর বলেন, ‘উপজেলায় মাত্র একটি স্টেডিয়াম। তবে সেটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। এ কারণে আমরা মাঠটি ব্যবহার করতে পারছি না। দ্রুত স্টেডিয়ামটি খেলার উপযুক্ত করার দাবি জানাই।’
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন বলেন, ‘কয়েক বছর ধরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পল্লী বিদ্যুতের খুঁটি রাখা হচ্ছে। ধীরে ধীরে তারা পুরো মাঠের জায়গা দখল করছে। কয়েক দিন আগে বিদ্যুতের খুঁটি আনা-নেওয়াকাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় গোলপোস্ট ভেঙে যায়। পরে তাদের কাছ থেকে জরিমানা আদায় করে সেটি ঠিক করা হয়েছে। আমি যদি পারতাম নিজে গিয়ে খুঁটিগুলো সরিয়ে দিতাম।’ স্টেডিয়ামটি পুরোপুরি প্রস্তুত করার জন্য আরও অনেক কাজ করতে হবে বলে জানান শাহিনুজ্জামান খোকন।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর ডিজিএম আজিজুর রহমান বলেন, এই মাঠে বিদ্যুতের খুঁটি রাখলে সহজে হোমনা ও তিতাসের বিভিন্ন এলাকায় আনা–নেওয়া করা যায়। বিদ্যুতের খুঁটিগুলো রাখা হয়েছে মাঠের একপাশে। এতে তেমন সমস্যা হওয়া কথা না।
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, ‘আমি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের পাশ দিয়ে প্রতিদিন যাওয়া–আসা করি। স্টেডিয়ামের অবস্থা দেখে খারাপ লাগে। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে খুঁটিগুলো সরানোর বিষয়ে কথা বলব। মাঠটি খেলাধুলার উপযুক্ত করে তোলা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে