রোভারদের দীক্ষা অনুষ্ঠান

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ৫২
Thumbnail image

পঞ্চগড় জেলা শতভাগ রোভার স্কাউট জেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে গতকাল শনিবার পঞ্চগড় এম আর সরকারি কলেজ ক্যাম্পাসে দীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা রোভার স্কাউট এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা রোভারের কমিশনার ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের আদর্শ, সৎ, চরিত্রবান ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসের বিকল্প নেই। শিক্ষার্থীদের স্কাউটস হিসেবে গড়ে তুলতে পারলে সমাজ থেকে অনিয়ম, দুর্নীতি, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও মাদক নির্মূল করা সম্ভব হবে। এই শপথের মধ্য দিয়ে রোভাররা আত্মমর্যাদা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে পঞ্চগড় পৌর এলাকার কলেজ ও কলেজ সমমানের সাতটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী দীক্ষা নেন। পরে রোভারদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত