জাহিদ হাসান পলাশ, পবা (রাজশাহী)
কিছুদিন আগেও ছোটখাটো রোগের চিকিৎসা নিতে ২৫ কিলোমিটার দূরে শহরে যেতে হতো, এখন আর লাগে না। এমনটিই বললেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবাগ্রহণকারী মথুরা গ্ৰামের দিশা খাতুন।
মাধবপুর গ্ৰামের অন্তঃসত্ত্বা নিলা খাতুন বললেন, সংসারে অর্থকষ্ট। সন্তান প্রসব নিয়ে চিন্তায় ছিলেন। বাড়ির কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রটি থাকায় অনেকটা চিন্তামুক্ত তিনি।
এভাবেই এলাকাবাসীর আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ প্রকল্পের একটি উন্নয়নমূলক কাজই পুরো ইউনিয়নের স্বাস্থ্যসেবার চেহারা পাল্টে দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেবা নিচ্ছেন।
বড়গাছী ইউনিয়ন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে বড়গাছী ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্রটি স্থাপন করা হয়। ১২৯৫ বর্গফুটের স্বাস্থ্যকেন্দ্রে মোট কক্ষ পাঁচটি এবং শৌচাগার তিনটি। পাঁচটি কক্ষের মধ্যে দুটি চিকিৎসকদের জন্য, একটি ফার্মাসিস্টের, একটি অন্তঃসত্ত্বার ডেলিভারি কক্ষ এবং আরেকটি কক্ষ আগত রোগীদের ওয়েটিংরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের পর একজন এমবিবিএস চিকিৎসক প্রতিদিন হাসপাতালে বসেন এবং রোগী দেখেন।
বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদাৎ হোসাইন সাগর জানান, এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ২০১৯ সালের এপ্রিল মাসে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়। এর আগে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ভবন না থাকায় কোনো চিকিৎসকের এখানে নিয়মিত রোগী দেখার সুযোগ ছিল না।
বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা সাদিয়া ইসলাম জানান, ‘প্রতিদিন দেড়শতাধিক রোগীর চিকিৎসাসেবা দিয়ে থাকি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাবেয়া বসরী জানান, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে সাধারণ মানুষ খুব খুশি।
রাজশাহী জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান বলেন, এলজিএসপি-৩ প্রকল্পটি জেলায় ৭২টি ইউনিয়ন ও ১ হাজার ৯১৪টি গ্ৰাম নিয়ে কাজ করছে। এই প্রকল্পের আওতায় জেলায় স্বাস্থ্য খাতে ২০৩টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে অন্যতম বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রকল্প।
এলজিএসপি-৩ প্রকল্পের জেলা সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিকের সেবা হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সরকারের চিকিৎসাবান্ধব কর্মসূচির সফল বাস্তবায়ন।
কিছুদিন আগেও ছোটখাটো রোগের চিকিৎসা নিতে ২৫ কিলোমিটার দূরে শহরে যেতে হতো, এখন আর লাগে না। এমনটিই বললেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবাগ্রহণকারী মথুরা গ্ৰামের দিশা খাতুন।
মাধবপুর গ্ৰামের অন্তঃসত্ত্বা নিলা খাতুন বললেন, সংসারে অর্থকষ্ট। সন্তান প্রসব নিয়ে চিন্তায় ছিলেন। বাড়ির কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রটি থাকায় অনেকটা চিন্তামুক্ত তিনি।
এভাবেই এলাকাবাসীর আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটি। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ প্রকল্পের একটি উন্নয়নমূলক কাজই পুরো ইউনিয়নের স্বাস্থ্যসেবার চেহারা পাল্টে দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেবা নিচ্ছেন।
বড়গাছী ইউনিয়ন পরিষদের দেওয়া তথ্য অনুযায়ী, এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে বড়গাছী ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্রটি স্থাপন করা হয়। ১২৯৫ বর্গফুটের স্বাস্থ্যকেন্দ্রে মোট কক্ষ পাঁচটি এবং শৌচাগার তিনটি। পাঁচটি কক্ষের মধ্যে দুটি চিকিৎসকদের জন্য, একটি ফার্মাসিস্টের, একটি অন্তঃসত্ত্বার ডেলিভারি কক্ষ এবং আরেকটি কক্ষ আগত রোগীদের ওয়েটিংরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের পর একজন এমবিবিএস চিকিৎসক প্রতিদিন হাসপাতালে বসেন এবং রোগী দেখেন।
বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাদাৎ হোসাইন সাগর জানান, এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ২০১৯ সালের এপ্রিল মাসে স্বাস্থ্যকেন্দ্রটি নির্মাণ করা হয়। এর আগে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থাকলেও ভবন না থাকায় কোনো চিকিৎসকের এখানে নিয়মিত রোগী দেখার সুযোগ ছিল না।
বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা সাদিয়া ইসলাম জানান, ‘প্রতিদিন দেড়শতাধিক রোগীর চিকিৎসাসেবা দিয়ে থাকি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাবেয়া বসরী জানান, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ পেয়ে সাধারণ মানুষ খুব খুশি।
রাজশাহী জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহান বলেন, এলজিএসপি-৩ প্রকল্পটি জেলায় ৭২টি ইউনিয়ন ও ১ হাজার ৯১৪টি গ্ৰাম নিয়ে কাজ করছে। এই প্রকল্পের আওতায় জেলায় স্বাস্থ্য খাতে ২০৩টি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে অন্যতম বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র প্রকল্প।
এলজিএসপি-৩ প্রকল্পের জেলা সমন্বয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কমিউনিটি ক্লিনিকের সেবা হতদরিদ্র মানুষের কাছে পৌঁছে দিতে বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। বড়গাছী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সরকারের চিকিৎসাবান্ধব কর্মসূচির সফল বাস্তবায়ন।
পর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে‘বঙ্গবন্ধু’ পদবি বিলীন হবে না। হতে পারে না। যেমনটি ‘দেশবন্ধু’ চিত্তরঞ্জন দাশের পদবি বিলীন হয়নি। ইতিহাসে এসব পদবি অম্লান ও অক্ষয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ছিল অনন্যসাধারণ। আপনজনকে তো অবশ্যই, শত্রুপক্ষের লোকেরাও ব্যক্তিগত পর্যায়ে তাঁর প্রতি আকৃষ্ট হতেন। পাকিস্তানি সেনাবাহিনীর উচ্চপদের
২ দিন আগে