মুরাদের শিক্ষাটা সেখান থেকেই এসেছে: হানিফ

ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ০৮: ০৬
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ৪৪

মির্জা ফখরুল ইসলামের বক্তব্য অনুযায়ী ডা. মুরাদ হাসান যেহেতু ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন, তাই তাঁর শিক্ষাটা সেখান থেকেই এসেছে। বিএনপির রাজনীতিতে অভদ্র কর্মকাণ্ড অনেক রয়েছে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতিতে এসে একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মুখে অরুচিকর কথা আসার কথা না।

গতকাল বুধবার দুপুরে ফেনী শহরের কলেজ রোডের পিটিআই স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি যে ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার কথা, কারা বিধান অনুযায়ী তার চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা তিনি পাচ্ছেন। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে বিদেশে পাঠানোর সুযোগ নেই।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি ও উপ প্রচার-প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, ফেনী ২ আসনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত