Ajker Patrika

পণ্যমূল্যে সংসার চালানো দায়

রাসেল আহমেদ, তেরখাদা
আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১২: ৩৫
পণ্যমূল্যে সংসার চালানো দায়

পবিত্র রমজান মাস শুরুর পর থেকেই মাছ-মাংস ও ইফতারি পণ্যসহ প্রায় সব খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। কেজিপ্রতি ৬০ টাকার নিচে মিলছে না সবজি। খুলনার তেরখাদার হাটবাজারের চিত্র এটি। পণ্যমূল্যের এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের বা সীমিত আয়ের মানুষের সংসার চালানোই দায় হয়ে পড়েছে।

প্রতি বছরই রমজানে বাজারে নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে যায়। মাছ, মাংস, সবজি, তেল, চিনি, ছোলা, ডাল, আটা, ময়দা, ভোজ্যতেল থেকে শুরু করে প্রতিটি পণ্যের দাম এখন ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন বাজারে আসা সাধারণ ক্রেতারা। সবজিতে হাত দিলেই কেজিতে অন্তত ৬০ টাকা গুনতে হয়। এসব পণ্য কিনতে গিয়ে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। খুচরা বিক্রেতাদের দাবি, তাঁরা বেশি দামে পণ্য কিনে সামান্য লাভে ক্রেতাদের কাছে বিক্রি করছেন।

সরেজমিন উপজেলা সদরের কাটেংগা, জয়সেনা ও তেরখাদা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, রোজা শুরুর পর থেকেই কাঁচাবাজারের পণ্যের দাম বেড়ে যায় যা এখনো অব্যাহত আছে। পণ্যমূল্য বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন ক্রেতারা। কাটেংগা বাজারের কাঁচামাল ব্যবসায়ী শরিফুল শেখ জানান, সপ্তাহ দেড়েক আগে এক কেজি বেগুনের দাম ছিল ৩৫ টাকা তা এখন বিক্রি করতে হচ্ছে ৬০ টাকায়। ৪০ টাকার করলা এখন ৬০ টাকা, ৪৫ টাকার কাঁচা মরিচ এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

৩০ টাকার শসার দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকা। বোতলজাত সয়াবিন বসুন্ধরা ৫ লিটারের দাম ৭১৫ টাকা, তীর ৫ লিটার ৭৬০ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল খুচরায় প্রতি কেজি ১৭০ টাকা, সুপার ১৭০ টাকা, পামতেল প্রতি কেজি ১৫৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত